ভারতের জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর। সম্প্রতি তাঁর সঙ্গে বিরাট কোহলির এক কথপোকথনের ভিডিয়ো প্রকাশ করেছে বিসিসিআই। সেখানে তাঁদের দু’জনকে ক্রিকেটের নানা বিষয় নিয়ে আলোচনা করতে দেখা গেছে। গম্ভীর সেখানে তাঁর দেখা সেরা ওডিআই ইনিংসের বিষয়ে জানিয়েছেন। তিনি কিছু ঐতিহাসিক ইনিংসের কথা উল্লেখ করেছেন, যেমন ১৯৮৩ ওয়ার্ল্ড কাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে কপিল দেবের ১৭৫ রান, রোহিত শর্মার ৩টি দ্বিশতরান ও কোহলির পাকিস্তানের বিরুদ্ধে ১৮৩ রানের ইনিংস। ২০১২ এশিয়া কাপে ঢাকায় পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। এই ম্যাচে জয় পাওয়া প্রয়োজন ছিল ভারতের। ৩৩০ রানের লক্ষ্যমাত্রা ছিল সামনে, সেই সময় তরুণ বিরাট দায়িত্ব নিয়ে বড় রান করে দলকে জয় এনে দিয়েছিলেন।
প্রথমে ওপেন করতে এসে সেই ম্যাচে শূন্য রানে আউট হয়ে গেছিলেন ওপেনার গৌতম গম্ভীর। সেই সময় ক্রিজে ছিলেন সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলি। তারপর দু’জনেই বিধ্বংসী হয়ে ওঠে পাকিস্তানের বিরুদ্ধে। কোহলি ১৪৮ বলে ১৮৩ রান করেন। সচিনের সঙ্গে বিরাট দ্বিতীয় উইকেটে পার্টনারশিপে ১৩৩ রান যোগ করেন ভারতীয় ইনিংসে। ৬ উইকেটে ম্যাচ জেতে ভারত। এশিয়া কাপ থেকে ছিটকে যায় পাকিস্তান, পরবর্তী রাউন্ডে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। গৌতম গম্ভীর বিরাটের এই ইনিংসকে ওডিআই ক্রিকেটে এগিয়ে রেখেছে। তিনি বিরাটকে বলেন, ‘আমি আপনার অভিষেক দেখেছি, দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি কঠিন উইকেটে সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ নকটি খেলেন, এবং তারপরে সম্ভবত একজন ভারতীয় ব্যাটার হিসেবে সেরা ওয়ানডে ইনিংসটি খেলেন, এটা আগেও বলেছি। প্রতিপক্ষের মান, কন্ডিশন এবং পাকিস্তানের বিপক্ষে ৩০০-র বেশি রান তাড়া করার কারণে এটি আমার দেখা সেরা ইনিংস’।
গম্ভীর পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের জন্য একটি দুর্দান্ত নিদর্শন রেখে যাওয়ার কারণে কোহলির ব্যাপক প্রশংসা করেছেন। তিনি বলেন ‘আপনি সত্যিই বিশেষ কিছু করেছেন। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি ভারতীয় ক্রিকেটকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন তা সম্ভবত পরবর্তী প্রজন্মের জন্য একটা বড় নিদর্শন হয়ে থাকবে’। প্রসঙ্গত, ভিডিয়োতে ভারতীয় ক্রিকেটের একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগের দিন নিজেদের সোশ্যাল মিডিয়া সাইটে এই ভিডিয়ো পোস্ট করে বিসিসিআই।