ভারতীয় ক্রিকেট দলকে টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করে টি২০ ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এতদিন ধরে চেষ্টা চালানোর পর অবশেষে মিলেছে সাফল্য। দেশকে বিশ্বকাপ এনে দিতে পেরেছেন দুই তারকা। ২০২৩ সালের অপূর্ণ কাজটাই তাঁরা সেড়ে ফেলেছেন টি২০ বিশ্বকাপে। কিন্তু এই দুই ক্রিকেটারের অবসর যেন মেনে নিতে পারছেন না ক্রিকেটভক্তরা। এই মূহূর্তে একাধিক উঠতি তারকা দলে থাকলেও বিরাট কোহলি এবং রোহিত শর্মার জুড়ি মেলা ভার, তাই তাঁদের প্রতি মানুষে এক আলাদা ভালোবাসা রয়েছে।
আরও পড়ুন-লোকে হ্যাটা করত...এখনও রক্তক্ষরণ হচ্ছে মনে, মোদীর সামনে কী বললেন হার্দিক?
বিশ্বচ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেই গোটা ভারতীয় দল চলে গেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে। সেখানে ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘক্ষণ গল্প করেন তিনি। ক্রিকেটাররা মন খুলে গল্প করেন তাঁর সঙ্গে। ভাগ করে নেন নিজেদের অভিজ্ঞতার কথা। এরই মধ্যে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে মজাদার মন্তব্য করেন ভারতীয় ক্রিকেট দলের বিদায়ী কোচ রাহুল দ্রাবিড়, সেই শুনেই হাত জোর করে বিষয়টা থেকে নিষ্কৃতি চান বিরাট কোহলি।
আরও পড়ুন-ভারতকে সাপোর্ট করলে হেরে যাচ্ছিল,তাই দঃ আফ্রিকাকে সমর্থন করি! অবাক দাবি জুরেলের
বিরাট কোহলি-রোহিত শর্মাদের অবসরে মন খারাপ ভারতীয় ক্রিকেট দলের সদস্য, কোচ সকলেরই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাই কথা বলতে বলতে মজা করেই রাহুল দ্রাবিড় বলেন বিরাট-রোহিতের মতো তরুণ ক্রিকেটাররা ২০২৮ অলিম্পিক্সেও ভারতের জন্য খেলতে পারেন, তখনই বিরাট কোহলি হাত জোর করে রাহুল দ্রাবিড়ের থেকে নিষ্কৃতি চেয়ে নেন বিষয়টি নিয়ে। যদিও দ্রাবিড়ের এই মন্তব্যের কারণ রয়েছে যথেষ্ট, কারণ ২০২৩ ওডিআই বিশ্বকাপে দেশের মাটিতে বিরাট সর্বোচ্চ রানের মালিক ছিলেন। এখন তাঁর বয়স ৩৫। তাঁর ফিটনেস যে জায়গায় রয়েছে, সেটা ধরে রাখতে পারলে আগামী চার বছর ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া একদমই কঠিন কাজ নয় তাঁদের জন্য।
আরও পড়ুন-ডান্সার রোহিতের কোরিওগ্রাফার কুল-চা জুটি! প্রধানমন্ত্রীর কাছে রহস্য ফাঁস হিটম্যানের
বিরাট কোহলি অবশ্য হাত জোর করে রাহুল দ্রাবিড়ের দিকে যে ইঙ্গিত করতে তাতে স্পষ্ট হয়ে গেল তিনি হয়ত খুব বেশিদিন আর আন্তর্জাতিক ক্রিকেটেও খেলবেন না। ২০২৭ ওডিআই বিশ্বকাপ রয়েছে তিন বছর পর, যদি সুযোগ পান তাহলে সেটাই হতে পারে তাঁর শেষ বিশ্বকাপ। অবশ্য গৌতম গম্ভীর কোচ হয়ে এলে বিরাটের কেরিয়ার আরও কমে যেতে পারে। আর রোহিত শর্মার পক্ষেও ৪০ বছর বয়সে ফিটনেস ধরে রেখে আন্তর্জাতিক খেলা কতটা সহজ হবে, সেই নিয়েও প্রশ্ন রয়েছে।