প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ এবার তীব্র কটাক্ষ করে বসলেন দঃ আফ্রিকার টি২০ লিগ এবং প্রোটিয়াদের প্রাক্তন ক্রিকেটার গ্রেইম স্মিথকে। কদিন আগেই দঃ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক স্মিথ দাবি করেছিলেন আরব আমিরশাহীতে আয়োজিত ইন্টারন্যাশনাল লিগ টি২০ নাকি ক্রিকেটের জন্য খুব একটা ভালো নয়, কারণ সেখানে বেশি সংখ্যায় তারকা ক্রিকেটাররা খেলে, ফলে এলাকার বা সেদেশের প্রতিভাবান ক্রিকেটারদের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। সেদিক থেকে এগিয়ে তাঁদের SA20, দাবি ছিল স্মিথের।
এই দুই লিগই আসলে একই সময় চলছে। প্রায় প্রত্যেকদিনই দুই লিগে ম্যাচ থাকছে। ফলে ক্রিকেটাররা যেমন দুই লিগের মধ্যে একটা লিগকে বেছে নিয়েছে, তেমনই দর্শকদেরও দুটো লিগে চোখ রাখা সম্ভব হচ্ছে না। এই আবহেই স্মিথ দামি করেছিলেন আরবে আয়োজিত টি২০ প্রতিযোগিতায় তারকাদের সংখ্যা বেশি হওয়া আখেরে ক্রিকেটের ক্ষতি।
অবশ্য SA20র বিভিন্ন দলেও ট্রেন্ট বোল্ট, কেন উইলিয়ামসন, জো রুট, দিনেশ কার্তিকের মতো বড় নামরা খেলছেন। এদের অনেকেই টেস্ট ক্রিকেটের জন্য বেশি শিরোনামে থাকেন। কিন্তু এসএ ২০তে এবারে খেলছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান, ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটার জনি বেয়ারস্টোর মতো প্রায় প্রতি ম্যাচেই জাতীয় দলের হয়ে প্রথম একাদশে খেলা ক্রিকেটাররা।
স্মিথের মন্তব্যেরই এবার পাল্টা দিলেন বীরু। এক ইউনিউব চ্যানেলে নজফগড়ের নবাব বলছেন, ‘আমি একটু হিংসার গন্ধ পাচ্ছি স্মিথের কথায়। আরবের ILT20তে আমরা দেখছি প্রচুর আন্তর্জাতিক তারকারা খেলতে আসছে, সেখানে ওদের লিগে তেমন বড় নাম নেই। আমি স্মিথের কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় তারকাদের আসা ILT20র জন্য আরোও ভালো। কারণ প্রতিষ্ঠিত ক্রিকেটারদের সঙ্গে লোকাল UAEর প্রতিভাবান ক্রিকেটাররা কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার সুযোগ পাচ্ছে, অভিজ্ঞতা অর্জন করতে পারছে ’।
SA20র কমিশনার হিসেবে এবারে কাজ করছেন প্রোটিয়াদের প্রাক্তন অধিনায়ক। গ্রেইম স্মিথ কদিন আগে বলেছিলেন, ‘আমরা আমাদের লিগকে ILT20র থেকে অনেকটা আলাদাভাবে দেখি। এই ধরণের ক্রিকেট লিগে ঘরোয়া ক্রিকেটারদের তেমন সুযোগ দেওয়া হয় না, যেটা ক্রিকেটের জন্য খারাপ দিক। কিন্তু SA20তে দঃ আফ্রিকার ক্রিকেটারদেরই খেলার দিকে বেশি সুযোগ দেওয়া হয়, ফলে লোকার ক্রিকেটাররা নিজেদের মেলে ধরার সুযোগ পায়। কারণ আমাদের মূল লক্ষ্য দঃ আফ্রিকান ক্রিকেটারদের তুলে আনা ’