শাকিব আল হাসানের জন্য এবার ব্যাট ধরলেন প্রাক্তন সতীর্থ ইমরুল কায়েস। বীরেন্দ্র সেহওয়াগকে একহাত নিলেন বাংলাদেশের এই ক্রিকেটার। আসলে শাকিবকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিতর্কের ঝড় তুলেছিলেন বীরেন্দ্র সেহওয়াগ। তিনি বলেছিলেন, অবসরের সময় পেরিয়ে গিয়েছে বাংলাদেশি তারকার। বীরুকে যোগ্য জবাব দেওয়ার জন্যই বোধহয় শাকিব বেছে নিয়েছিলেন নেদারল্যান্ডস ম্যাচ। ৪৬ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেললেন। দলকে ২৫ রানে জিতিয়ে শাকিব পাল্টা দিয়েছিলেন।
শাকিবকে নিয়ে কী বলেছিলেন সেহওয়াগ?
আসলে শাকিবকে নিয়ে কথা বলতে গিয়ে বীরেন্দ্র সেহওয়াগ বলেন, ‘গত বিশ্বকাপের সময়ই, আমি ভেবেছিলাম ওর (শাকিব) টি-২০ ফর্ম্যাটে সময় ফুরিয়ে এসেছে। অবসরের সময় তো অনেক আগেই পেরিয়ে গিয়েছে সে। পরিসংখ্যানও তেমন আহামরি নয়। তারপরও ও অবসর নিচ্ছে না, খেলেই যাচ্ছে। ও একজন সিনিয়র খেলোয়াড়। ও এই দলের অধিনায়ক ছিল। ওর (শাকিব) তো লজ্জিত হওয়া উচিত। শাকিবের সাম্প্রতিক পারফরম্যান্সের হিসেবগুলো সামনে তুলে ধরা উচিত। ওর তো নিজের থেকেই বলা উচিত, অনেক হয়েছে। এবার আমি টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নেব।’
আরও পড়ুন… পাকিস্তান দলের ভাগ্য খুব ভালো- T20 WC 2024 Super 8-এ বাবরদের চান্স নিয়ে মহম্মদ কাইফের কটাক্ষ
এরপরে তিনি আরও বলেন, ‘শাকিব তো আর অ্যাডাম গিলক্রিস্ট বা ম্যাথু হেডেন নয় যে, যখন তখন পুল শট মারতে পারবে। ও যেমনভাবে খেলে, সেই নিজের খেলাটাই খেলা উচিত। ওর এখন যেটা সবার আগে দরকার, ক্রিজে বেশ কিছুটা সময় কাটানো।’ বীরুর এই প্রতিক্রিয়ায় পাল্টা দিয়েছিলেন শাকিব। এবার তাঁর প্রাক্তন সতীর্থ ইমরুল কায়েসও সেহওয়াগকে একহাত নিলেন।
কী বললেন ইমরুল কায়েস?
ক্রিকফ্রেনজি-কে ইমরুল কায়েস বলেন, সচিন-দ্রাবিড় কখনও অন্য কোনও ক্রিকেটারদের সম্পর্কে খারাপ কথা বলেন না। ‘জানি না ওঁর (বীরেন্দ্র সেহওয়াগ) মত কিংবদন্তি যখন এরকম কথা বলেন, কী ভেবে বলেন। দ্রাবিড়-সচিন কখনও এ রকম কথা বলেন না। কারণ ওঁরা ক্রিকেটারদের সম্মান দিতে পারেন। নিজের কেরিয়ারে সে রকম সম্মান পায়নি সেহওয়াগ। সেই জন্যই কীভাবে বাকিদের সম্মান জানাতে হয়, সেটা উনি জানেন না।’
আরও পড়ুন… কে কতগুলো সিঙ্গারা খেয়েছে- বিমানের মধ্যেই সিরাজের সঙ্গে চাহালের লড়াই! ভাইরাল হল ভিডিয়ো
ইমরুল কায়েস আরও বলেন, ‘বিভিন্ন দেশের ক্রিকেটারদের অন্য দেশের ক্রিকেটারদের মূল্যায়নের মান ভিন্ন হয়। সেহওয়াগ নিজের গোটা কেরিয়ার জুড়েই এ রকম মন্তব্য করে এসেছেন। আমাদের দেশ নিয়ে এর আগেও উনি এ রকম মন্তব্য করেছেন। বলেছিলেন, আমাদের দেশের নাকি ক্রিকেট খেলার মত পরিবেশই নেই। টেস্ট ক্রিকেটে আমাদের দলের ২০টি উইকেট নেওয়ার মতোও সামর্থ্য নেই।’
আরও পড়ুন… Wimbledon 2024-এর পথে শ্রীরামপুরের সৈকত ও বালির অভিষেক সহ চার বঙ্গ সন্তান! সামলাবেন বিশেষ দায়িত্ব
শাকিব আল হাসান কী বলেছিলেন?
এর আগে সেহওয়াগকে জবাব দিয়েছিলেন শাকিব আল হাসান। নেদারল্যান্ডস ম্যাচের পরে তিনি বলেছিলেন, ‘কোনও প্লেয়ার কাউকে জবাব দেওয়ার জন্য মাঠে নামে না। একজন প্লেয়ারের কাজ হল ব্যাটার হলে ভালো ব্যাটিং করে দলগত পারফরম্যান্সে অবদান রাখা। বোলার হলে উইকেট নিয়ে দলকে সাহায্য করা। যদিও উইকেট পাওয়া অনেকক্ষেত্রে ভাগ্যের ওপর নির্ভর করে। ফিল্ডার হলে তাঁর সামনে আসা বল বাঁচিয়ে অথবা ক্যাচ ধরে দলকে সাহায্য করা। কাউকে জবাব দেওয়ার কিছু নেই। কোনও ক্রিকেটার যদি প্রত্যাশিত পারফর্ম করতে না পারে, দলে অবদান রাখতে না পারে, তাহলে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এটা ভুল কিছু নয়।’