কেউ স্লোগান দিলেন ‘জয় শ্রীরাম’। কেউ আবার ‘হনুমান চালিশা’ পাঠ করলেন। গ্রিনপার্ক স্টেডিয়ামে যখন ভারত এবং বাংলাদেশের টেস্ট ম্যাচ চলছে, সেইসময় কানপুরের রাস্তায় বিক্ষোভ দেখাল বিশ্ব হিন্দু পরিষদ। শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচারের ঘটনা ঘটছে, তার প্রতিবাদেই রাস্তায় নামেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। সেইসঙ্গে গ্রিনপার্ক স্টেডিয়ামের বাইরে বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেয় বিশ্ব হিন্দু পরিষদ। তবে বড় কোনও অশান্তি ছড়ায়নি। আপাতত পুলিশের আয়ত্তেই আছে পরিস্থিতি।
আজ থেকে কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে ভারত এবং বাংলাদেশের দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে। আর টেস্টের প্রথম দিনেই কানপুরে বিক্ষোভ দেখিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। মূলগঞ্জ থেকে বিশ্ব হিন্দু পরিষদের কর্মী-সমর্থকরা পদযাত্রা শুরু করেন। চলে আসেন সদ্ভাবনা চৌকির কাছে। সেখানে তাঁদের আটকে দেয় পুলিশ। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। লাঠিচার্জ করে পুলিশ।
‘জয় শ্রীরাম’ স্লোগান, ‘হনুমান চালিশা’ পাঠ
তারপর সেখানেই ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলতে থাকেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মী-সমর্থকরা। ধরনায় বসে যান। ধরনায় বসে ‘হনুমান চালিশা’ পাঠ করতে থাকেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মী-সমর্থকরা। সেই খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন পুলিশের ডেপুটি কমিশনার অঙ্কিতা শর্মা। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তারপর উঠে যায় ধরনা।
আরও পড়ুন: Bangladesh Hilsa Fish: উপচে উঠছে পদ্মার ইলিশ, পুজোর আগেই ঝলমলে বাংলার মাছের বাজার, দাম নাকি কমছে?
যদিও বিশ্ব হিন্দু পরিষদের কর্মী-সমর্থকদের দাবি বক্তব্য, বাংলাদেশে হিন্দুদের উপরে লাগামছাড়া অত্যাচার চলছে। আর যে দেশ হিন্দুদের প্রতি এরকম অমানবিক আচরণ করে, সেই দেশের সঙ্গে খেলার অর্থ হল যে সেখানে যা ঘটছে, সেটাকে এড়িয়ে যাওয়া হচ্ছে। চোখ বন্ধ করে থাকা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মী-সমর্থকরা।
দুর্গাপুজোয় ‘না’- অভিযোগ বাংলাদেশে
এমনিতে গত ৫ অগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের ঘটনা বেড়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দুদের উপরে অত্যাচারের ঘটনা সামনে এসেছে। দুর্গাপুজোর আগেও সেই পরিস্থিতির তেমন উন্নত হয়নি। বরং দুর্গাপুজো যাতে না করা হয়, সেজন্য হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে যে দিনকয়েক আগে বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় রীতিমতো মিছিল বের করা হয়। দাবি তোলা হয় যে উত্তরার মাঠে দুর্গাপুজো করা যাবে না।
হিজাব পরার জন্য চাপ বাংলাদেশে
তারইমধ্যে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে রংপুরের স্কুলে হিন্দু ছাত্রীদের হিজাব পরার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে যে একটি স্কুলের হিন্দু ছাত্রীদের হিজাব পরার জন্য চাপ দেওয়া হতে থাকে। সেই ঘটনায় দু'জন শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। তার আগে হিজাব না পরার জন্য কক্সবাজারে মুসলিম তরুণীদের মারধর করার উঠেছিল।