বাংলা নিউজ > ক্রিকেট > দ্বিতীয় ওয়ানডের আগে জোর ধাক্কা শ্রীলঙ্কা শিবিরে,সিরিজ থেকেই ছিটকে গেলেন হাসারাঙ্গা

দ্বিতীয় ওয়ানডের আগে জোর ধাক্কা শ্রীলঙ্কা শিবিরে,সিরিজ থেকেই ছিটকে গেলেন হাসারাঙ্গা

ওয়ানিন্দু হাসারাঙ্গা। ছবি- এএফপি (AFP)

হ্যামস্ট্রিং চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন দলের লেগ স্পিনিং অলরাউন্ডার তথা প্রাক্তন টি-২০ অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।কলম্বোয় গত শুক্রবার প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার হয়ে খেলেন তিনি। নিজের দশম ওভারের শেষ বলটি করার সময় তাঁর সমস্যা হয়। 

শুভব্রত মুখার্জি:- ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ শুরু হয়েছে  শুক্রবার থেকে। প্রথম ম্যাচটি ইতিমধ্যেই খেলা হয়ে গিয়েছে। কলম্বোতে সেই ম্যাচ শেষ পর্যন্ত টাই হয়েছে। রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা বল হাতে কামাল করেছেন। পরপর দুই বলে দুই উইকেট নিয়ে তিনি দলের হয়ে এক অবিশ্বাস্য টাই করেছেন ম্যাচ।এমন আবহে দ্বিতীয় ওয়ানডেতে নামার আগে জোর ধাক্কা খেল শ্রীলঙ্কা শিবির। তাদের তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা দ্বিতীয় ম্যাচে আর খেলতে পারবেন না। বলা ভালো সিরিজের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গিয়েছেন তিনি।

আরও পড়ুন-‘যখনই আমাদের দেখা হয়,আমরা…’বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি

সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলা হবে রবিবার। তার আগে বড়সড় ধাক্কা শ্রীলঙ্কা শিবিরের জন্য। যা নিঃসন্দেহে চিন্তা বাড়াবে নয়া ইন্টারিম কোচ সনথ জয়সূর্যর। ঘটনাচক্রে একের পর এক চোট আঘাতে জর্জরিত শ্রীলঙ্কা। আর এবার হ্যামস্ট্রিং চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন দলের লেগ স্পিনিং অলরাউন্ডার তথা প্রাক্তন টি-২০ অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।কলম্বোয় গত শুক্রবার প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার হয়ে খেলেন তিনি। নিজের দশম ওভারের শেষ বলটি করার সময় তাঁর সমস্যা হয়। তাঁর বা পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন তিনি।

আরও পড়ুন-গৌতি যুগে হার্দিকের অবস্থা দেখে শিক্ষা! সুর নরম করে ঘরোয়া ক্রিকেটে খেলার সিদ্ধান্ত 'জেদি' ইশানের…

ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে তাঁর এমআরআই স্ক্যান করা হয়। সেখানে ধরা পড়ে তাঁর চোট।'টাই’ হওয়া প্রথম ম্যাচে কলম্বোতে তিনি ১০ ওভার বল করেছিলেন। দিয়েছিলেন ৫৮ রান। নিয়েছিলেন ৩টি উইকেট। শ্রীলঙ্কা বোর্ডের তরফে ইতিমধ্যেই তাঁর পরিবর্ত ঘোষণা করা হয়েছে। তাঁর বদলি হিসেবে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে ৩৪ বছর বয়সী লেগ স্পিনার জিওফ্রে ভ্যান্ডারসেকে।

আরও পড়ুন-আপাতত শাস্তির হাত থেকে বাঁচলেন শাহিন! শৃঙ্খলাভঙ্গ করেও পার পেয়ে গেলেন এযাত্রায়…

ঘটনাচক্রে টি-২০ সিরিজে ৩-০ ফলে হোয়াইট ওয়াশ হয়েছে শ্রীলঙ্কা দল।এই ওয়ানডে সিরিজ শুরুর আগে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন শ্রীলঙ্কার দুই তারকা পেসার মাথিশা পাথিরানা ও দিলশান মাধুশঙ্কা। অসুস্থতার কারণে আগে থেকেই নেই অপর পেসার দুশমন্ত চামিরা।এবার সেই তালিকাতেই যুক্ত হলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এই ধাক্কা সামলে দলকে দ্বিতীয় ওয়ানডের আগে মোটিভেট করাই এখন বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তীকালীন কোচ সনথ জয়সূর্যর।

ক্রিকেট খবর

Latest News

'দুর্গা' রাজনন্দিনীর পাশে 'মহাদেব' রোহন! অন্যান্য কোন চরিত্রে কাদের দেখা গেল? খলিস্তানির মামলার জের, মার্কিন আদালতে তলব ভারতীয় আধিকারিকদের, মুখ খুলল দিল্লি পরকীয়ার অভিযোগ তুলে মহিলাকে জুতোর মালা পরিয়ে ঘোরালেন মহিলারাই, গ্রেফতার ৫ 'মেয়ের খুনের কিছু আগেই...', সামনে এল CBI-কে লেখা চিকিৎসকের বাবার চিঠি সল্টলেকে পথচিত্রে দুর্গা দলিত হচ্ছেন মানুষের দ্বারা, পুজোর আগে বিতর্ক তুঙ্গে ১৫ দিনের এই শ্রাদ্ধ পক্ষে পিতৃদের প্রসন্ন করতে কী করবেন ব্যবসায়ীর থেকে ৯ কোটি তোলাবাজি, অপরহণের অভিযোগ! CID- র জালে TMC কাউন্সিলর Pakistan Women বনাম South Africa Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? একাধিক নিয়ম ভেঙে রেজিস্ট্রেশন বাতিল সন্দীপের! উঠছে গুরুতর সব অভিযোগ বাহিনী জেরে স্কুলে বিদ্যুৎ বিল লাখের কাছে, কেন্দ্রের কাছে আদায় করতে চায় রাজ্য

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.