সত্যিই কি কেএল রাহুলের উপর রেগে গিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা? দলের অধিনায়ককে কী বলেছিলেন দলের মালিক? ঘটনার ছ’দিন পরে সামনে এল ঘটনার আসল কারণ। এবার সেই তথ্য ফাঁস করলেন লখনউ সুপার জায়ান্টসের কোচ জাস্টিন ল্যাঙ্গার। সেদিন ঠিক কী ঘটেছিল? লখনউ সুপার জায়ান্টাসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ও দলের ক্যাপ্টেন কেএল রাহুলের মধ্যে? সেই দিনের সেই বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন লখনউ সুপার জায়ান্টসের কোচ জাস্টিন ল্যাঙ্গার।
আরও পড়ুন… IPL 2024: হার্দিকের সমর্থনে সোচ্চার গম্ভীর, কার্যত ব্যক্তিগত আক্রমণ করলেন পিটারসেন ও এবিডি-কে
কী বললেন জাস্টিন ল্যাঙ্গার?
পুরো ঘটনার ভিডিয়ো প্রকাশ হলেও সেখানে কোনও শব্দ ছিল না। ফলে তাঁরা কী কথা বলছিলেন তা কেউ জানতে পারেননি। তাতেই মূল সমস্যা হয়েছে বলে মনে করেন জাস্টিন ল্যাঙ্গার। তিনি বলেন, ‘আমরা সমাধান খোঁজার চেষ্টা করছিলাম। কিন্তু পুরো আলোচনার কোনও শব্দ কেউ শুনতে পায়নি। গোয়েঙ্কাকে উত্তেজিত দেখে সবাই ভেবেছে, উনি খারাপ কথা বলেছেন। কিন্তু তা হয়নি। আমরা ভালো ভাবেই কথা বলছিলাম। ক্রিকেট নিয়ে আলোচনা হচ্ছিল।’
আরও পড়ুন… ভিডিয়ো: আপনাকে মধ্যমা দেখাতে পারব না, হঠাৎ কেন হর্ষ ভোগলেকে এই কথা বললেন নীতীশ রানা
ঘটনাটি কী ঘটেছিল?
জাস্টিন ল্যাঙ্গার জানিয়েছেন, সে দিন সঞ্জীব গোয়েঙ্কা জানতে চেয়েছিলেন যে পরিকল্পনা করা হয়েছিল, সেই পরিকল্পনা কাজে এল না কেন। তাহলে এবার কী করতে হবে? ল্যাঙ্গার বলেন, ‘সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আমাদের পরিকল্পনা কাজ করেনি। খেলার শেষে মিস্টার গোয়েঙ্কা মাঠে এসে কেএল-কে জিজ্ঞাসা করেন, কী হল? আমরা যে পরিকল্পনা স্থির করেছিলাম, তা তো কাজেই এল না। এবার আমরা কী করব? তার পর দীর্ঘক্ষণ আমাদের মধ্যে আলোচনা হয়। আমাদের কথোপকথনের ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। কিন্তু সেই ভিডিয়োতে শব্দ ছিল না। কী কথাবার্তা হয়েছিল, তা কেউ শোনেননি। দেখে মনে হয়েছে খুবই আক্রমণাত্মক কথাবার্তা হয়েছে। আসলে সে রকম বিষয়টাই নয়।’
আরও পড়ুন… ভিডিয়ো: দেখছি-আসছি-চাপ নেই- একাধিক বাংলা শব্দ বলে KKR ভক্তদের মন জিতলেন নাইট রাইডার্সের ফিল সল্ট
সঞ্জীব গোয়েঙ্কা কেন কেএল রাহুলকে আমন্ত্রণ জানালেন?
সেই ঘটনার পরে বিতর্ক চলছিল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাহুল দলের সঙ্গে যাননি বলে জানা গিয়েছিল। এমনকি, রাহুল লখনউ ছাড়তে চান বলেও শোনা গিয়েছিল। কিন্তু তার মধ্যেই অন্য একটি ভিডিয়ো সব জল্পনা বদলে দিয়েছে। সোমবার রাহুলকে বাড়িতে নৈশভোজে আমন্ত্রণ করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। দিল্লি ম্যাচের আগে কেএল রাহুল সেখানে গিয়েছিলেন। তাঁরা একে অপরকে জড়িয়ে ধরেন। সেই ছবি মঙ্গলবার প্রকাশ্যে আসে। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে সেই ছবি। অনেকের মতে, মাঠে গোয়েঙ্কার রাগের যে বহিঃপ্রকাশ ঘটেছিল তা ঠিক নয়। ভুল বুঝতে পেরেই রাহুলকে নিজের বাড়িতে ডেকেছিলেন তিনি এবং অধিনায়কের সঙ্গে সব সম্পর্ক ঠিক করে নিয়েছেন বলে মনে করছেন অনেকে। তাঁর মাঝেই জাস্টিন ল্যাঙ্গারের এমন বিবৃতি নতুন মোড় তৈরি করেছে।