৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচ। অস্ট্রেলিয়া দল সিরিজে পিছিয়ে থাকায় চাপে রয়েছে, যতই হোক ঘরের মাঠে খেলা। কিন্তু তার থেকেও বেশি চাপে রয়েছে টিম ইন্ডিয়া। কারণ সিরিজে তাঁরা এগিয়ে রয়েছে, ফলে হারানোর অনেক কিছুই রয়েছে ভারতের কাছে। সিরিজে এগিয়ে থাকায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা দেখা শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া।
রোহিত ফিরলেও আর পরিবর্তন নয়-
অ্যাডিলেডে এদিক ওদিক কিছু হয়ে গেলেই ভারতীয় দল চাপে পড়ে যাবে বর্ডার গাভাসকর সিরিজে। তাই যতদূর সম্ভব উইনিং কম্বিনেশন বজায় রাখতে চলেছে টিম ইন্ডিয়া। একান্ত রোহিত শর্মা অধিনায়ক হিসেবে মাঠে ফেরায় সেটা ফোর্সড সাবস্টিটিউশনের মধ্যেই পড়ছে, বাকি আর দলে তেমন কোনও পরিবর্তন আনতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন- ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
প্রথম টেস্টে জোড়া উইকেট সুন্দরের-
প্রথম টেস্টে কিছুটা অবাক করেই রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার পরিবর্তে স্পিনার ওয়াসিংটন সুন্দরকে খেলিয়েছিল টিম ম্যানেজমেন্ট। গতবার বর্ডার গাভাসকর ট্রফিতেও অস্ট্রেলিয়ায় খেলেছিলেন সুন্দর। প্রথম ম্যাচের প্রথম ইনিংসে পেসাররাই নজর কাড়ায় তেমন কিছু করে দেখাতে পারেননি সুন্দর। যদিও দ্বিতীয় ইনিংসে তিনি জোড়া উইকেট নেন।
অ্যাডিলেডে খেলছেন সুন্দরই-
জানা যাচ্ছে দ্বিতীয় ম্যাচেও ওয়াসিংটন সুন্দরকেই খেলানো হবে, খবর ভারতীয় দল সূত্রে। বিসিসিআইয়ের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘অ্যাডিলেড ওভালে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়াসিংটন সুন্দরের খেলার সম্ভাবনা ৯০ শতাংশ ’। ব্যাট হাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে মোট ৩৩ রান করেন সুন্দর, প্রথম ইনিংসে চার এবং দ্বিতীয় ইনিংসে ২৯। প্রাইম মিনিস্টার্স ইলেভেনের বিপক্ষেও সুন্দর অপরাজিত ৪২ রান করার পাশাপাশি ১টি উইকেট নিয়েছিলেন।
আরও পড়ুন - তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন
কামব্যাক ম্যাচে ১১ উইকেট-
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুণেতে দ্বিতীয় টেস্টে কামব্যাক হয় তামিলনাড়ুর এই অলরাউন্ডারের। এরপর সেই ম্যাচে তিনি নেন ১১ উইকেট। এরপর থেকে প্রতি ম্যাচেই খেলে এসেছেন ওয়াসিংটন সুন্দর। তাঁর ব্যাটিংয়ের কথা মাথায় রেখেই এবং ভবিষ্যৎের পরিকল্পনা করেই অ্যাডিলেডে গোলাপী বলের টেস্টেও সুন্দরকেই অশ্বিন-জাদেজার আগে অগ্রাধিকার দিতে চলেছে ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক।