বিড়ালের লোম ছাঁটতে খরচ হয়েছে ১,০০০ অস্ট্রেলিয়ান ডলার (ভারতীয় মুদ্রায় ৫৫,০০০ টাকার বেশি)! সম্প্রতি অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের ওডিআই সিরিজের মধ্যে এমনই এক মজার কাণ্ড তুলে ধরলেন ওয়াসিম আক্রম। অস্ট্রেলিয়ায় তাঁর সঙ্গে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন। আক্রম জানান, তাঁর পোষ্য বিড়ালের লোম ছাঁটতে প্রায় ১ হাজার অস্ট্রেলিয়ান ডলার খরচ করতে হয়েছিল তাঁকে। কমেন্ট্রি করার সময় তিনি এই ঘটনাটি শেয়ার করেছিলেন। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
ভিডিয়োতে ওয়াসিম আক্রমকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি গতকাল আমার পোষ্য বিড়ালকে লোম ছাঁটতে নিয়ে গিয়েছিলাম। আমায় বিড়ালের লোম ছাঁটার জন্য ১ হাজার অস্ট্রেলিয়ান ডলার দিতে হয়। তাদের অনেক কাজ, বিড়ালটিকে শান্ত করতে হবে, তাদের বিড়ালটিকে রাখতে হবে, তারপর তাদের সেটিকে খাওয়াতে হবে। আমি বললাম এই টাকায় পাকিস্তানে প্রায় ২০০ বিড়ালের লোম ছাঁটা হয়ে যাবে।’
আক্রম সহ-ধারাভাষ্যকরদের বিলও দেখিয়েছিলেন। যেখানে দেখা যায় তাঁকে বিড়ালের একটি মেডিকেল চেক-আপের জন্য ১০৫ অস্ট্রেলিয়ান ডলার খরচ করতে হয়েছে। এছাড়াও অ্যানেস্থেসিয়ার জন্য ৩০৫ ডলার এবং লোম ছাঁটার জন্য ৪০ ডলার চার্জ করা হয়েছে। কিছু অতিরিক্ত চার্জও ছিল, যেমন- প্রক্রিয়া পরবর্তী যত্নের জন্য ১২০ ডলার এবং কার্ডিও পরীক্ষার জন্য ২৫১ ডলার।
অন্যদিকে অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের ওডিআই সিরিজ জয়ের জন্য বেশ খুশি ওয়াসিম আক্রম। এই বিষয়ে তিনি নিজের X হ্যান্ডেলে লেখেন, ‘অভিনন্দন টিম পাকিস্তান...একটি সিরিজে বিশ্ব ওডিআই চ্যাম্পিয়নদের হারানো একটি বড় অর্জন। এই সিরিজের সাক্ষী থাকতে পেরে এবং কমেন্ট্রি করার পরে আমি সম্মানিত বোধ করছি। এই জয় খেলোয়াড়দের, নতুন অধিনায়ক রিজওয়ান, ক্রিকেট বোর্ড এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সমর্থকদের বিশাল আত্মবিশ্বাস দেবে। এটা পাকিস্তানের ক্রিকেট ভাবমূর্তিকে উজ্জ্বল করবে।’
উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় ৩ ম্যাচের ওডিআই সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জয় পায়। ২২ বছর পর অস্ট্রেলিয়ায় কোনও সিরিজ জিতল পাকিস্তান। প্রথম ওডিআই ম্যাচে ২ উইকেটে পরাজয়ের পর দুরন্ত কামব্যাক করে রিজওয়ানরা। পরপর দুটি ম্যাচে জয় পায় তারা। দ্বিতীয় ওডিআই ম্যাচটি ৯ উইকেটে এবং তৃতীয় ওডিআই ম্যাচটি ৮ উইকেটে জেতে পাকিস্তান। সব মিলিয়ে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স উপহার দিয়েছে পাকিস্তান। এর আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেও টেস্ট সিরিজেও জয় পেয়েছিল তারা।