নতুন ঘরোয়া মরশুমের আগে পঞ্জাবের হেড কোচ হতে পারেন ওয়াসিম জাফর। যদিও লড়াইয়ে তাঁকে কড়া টক্কর দেবেন প্রাক্তন অজি পেসার শন টেট। কেননা পঞ্জাব রঞ্জি দলের হেড কোচ হতে চেয়ে যাঁরা আবেদন জানিয়েছেন, তাঁদের মধ্যে সব থেকে হেভিওয়েট প্রার্থী এই দুই তারকাই।
পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘পঞ্জাবের সিনিয়র দলের হেড কোচের জন্য আমরা ৪৫টিরও বেশি আবেদনপত্র পেয়েছি। যাঁদের মধ্যে অন্যতম দু’জন হলেন ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর ও অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিডস্টার শন টেট। বাছাই প্রক্রিয়া এখনও চলছে। আমরা সামনের সপ্তাহেই নতুন কোচের নাম জানিয়ে দেব।'
ওয়াসিম জাফর ও শন টেটের মধ্যে কোনও একজন আবিষ্কার সালভির স্থলাভিষিক্ত হতে পারেন। সালভি ২০২২ সালের অগস্টে পঞ্জাব ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব নেন। সালভির কোচিংয়ে ২০২২-২৩ মরশুমে পঞ্জাব তিনটি ঘরোয়া টুর্নামেন্টেরই নক-আউটে জায়গা করে নেয়। তারা সৈয়দ মুস্তাক আলি ট্রফির শেষ চারে জায়গা করে। বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে ওঠে এবং রঞ্জি ট্রফিরও শেষ আটের টিকিট অর্জন করে।
শেষমেশ ৩০ বছরের ট্রফি খরা কাটিয়ে পঞ্জাব গত বছর সৈয়দ মুস্তাক আলি ট্রফির খেতাব জেতে। ফাইনালে তারা হারিয়ে দেয় বরোদাকে। তার আগে পঞ্জাব শেষবার ঘরোয়া টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ১৯৯২-৯৩ মরশুমের রঞ্জি ট্রফিতে।
রঞ্জির ইতিহাসে সব থেকে বেশি রানের মালিক জাফর ২০২০ সালে অবসর নেওয়ার পরে উত্তরাখণ্ড ও ওড়িশার কোচ হিসেবে কাজ করেছেন। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে জাফরের। তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজি পঞ্জাব কিংসের ব্যাটিং কোচেরও দায়িত্ব পালন করেছেন।
ওয়াসিম জাফরের বর্ণোজ্জ্বল কেরিয়ার
ওয়াসিম জাফর ভারতের হয়ে ৩১টি টেস্টে ১৯৪৪ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৫টি ও হাফ-সেঞ্চুরি করেছেন ১১টি। টিম ইন্ডিয়ার হয়ে ২টি ওয়ান ডেও খেলেছেন জাফর। ওয়াসিম ২৬০টি ফার্স্ট ক্লাস ম্যাচে মাঠে নেমে ১৯৪১০ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৫৭টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ৯১টি।
এছাড়া ১১৮টি লিস্ট-এ ম্যাচে জাফর ৪৮৪৯ রান সংগ্রহ করেছেন। তিনি ৫০ ওভারের ক্রিকেটে ১০টি সেঞ্চুরি ও ৩৩টি হাফ-সেঞ্চুরি করেছেন। ২৩টি টি-২০ ম্যাচে মাঠে নেমে জাফর ৬টি অর্ধশতরান-সহ ৬১৬ রান সংগ্রহ করেছেন।