বয়স মাত্র ১৪ বছর। ইংল্যান্ডের বানবারি ক্রিকেট ফেস্টিভ্যালে যে রকম ফিল্ডিং দক্ষতার পরিচয় দিলেন বেঞ্জামিন স্লিম্যান, তা অবাক করছে ক্রিকেটপ্রেমীদের। রবিবার ইংল্যান্ডের এই চ্যারিটি টুর্নামেন্টে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় শূন্যে শরীর ছুঁড়ে এক হাতে অবিশ্বাস্য একটি ক্যাচ ধরেন স্লিম্যান।
সামারসেটের হয়ে বয়সভিত্তিক ক্রিকেট ক্রিকেট খেলেন বেঞ্জামিন। রবিবার সামারসেট ক্রিকেট ক্লাবের তরফেই স্লিম্যানের সেই অসাধারণ ফিল্ডিংয়ের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়।
চ্যারিটি ক্রিকেট টুর্নামেন্টে বেঞ্জামিন মাঠে নামছেন সাউথ অ্যান্ড ওয়েস্ট ইংল্যান্ডের হয়ে। সামারসেটের পোস্ট করা ভিডিয়োয় দেখা যায় যে, ডানহাতি স্পিনারের বলে স্টেপ-আউট করে ডানহাতি ব্যাটার লফটেড শট খেলেন। কার্যত বোলারের মাথার উপর দিয়ে তুলে মারেন ব্যাটার।
লং-অনে ফিল্ডিং করছেলিন বেঞ্জামিন। তিনি নিজের বাঁ-দিকে অনেকটা দৌড়ে এসে শূন্য ঝাঁপিয়ে পড়েন। ঠিক যেভাবে গোলকিপারদের সেভ করতে দেখা যায়, হুবহু একইভাবে তিনি বাঁ-হাতে বল লুফে নেন। অথচ একটা সময় ক্যামেরার ফ্রেমেই ছিলেন না স্লিম্যান। তিনি কার্যত ছোঁ-মেরে বল ধরে নেন এক্ষেত্রে।
বেঞ্জামিনের এমন ক্যাচ শুধু ক্রিকেটপ্রেমীদেরই নয়, বরং হতবাক করে ব্যাটারদেরও। বিশেষ করে নন-স্ট্রাইকার ব্যাটারের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। মাঝ-পিচে দাঁড়িয়ে যান দুই ব্যাটার। ফিল্ডারের দিকে তাকিয়ে নির্বাক হয়ে দাঁড়িয়েছিলেন স্ট্রাইকার। বাউন্ডারি পাওয়ার বদলে তাঁকে আউট হতে হবে, সেটা বোধহয় স্বপ্নেও ভাবেননি তিনি। নন-স্ট্রাইকার ব্যাটার দু'হাত মাথার উপর রেখে অবিশ্বাসের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকেন বেশ কিছুক্ষণ।
ইসিবির ওয়েবসাইটের আপডেট অনুযায়ী ৯ অগস্ট সাউথ অ্যান্ড ওয়েস্টের শেষ ম্যাচ ছিল মিডল্যান্ডসের হয়ে। এই ম্যাচে শুরুতে ব্যাট করে মিডল্যান্ডস ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তোলে। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন অস্কার বাউচার।
এই ইনিংসে বেঞ্জামিন ক্যাচ ধরেন অর্জুন সিং নাহাল ও ওমারিস খানের। বেঞ্জামিন ৪ ওভারে বল করে মোটে ১৮ রান খরচ করেন। তবে কোনও উইকেট পাননি তিনি। ১৭ রানে ২টি উইকেট নেন মহম্মদ কালিম।
পালটা ব্যাট করতে নেমে সাউথ অ্যান্ড ওয়েস্ট ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৩৩ রান তোলে। ফলে ২ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ হারতে হয় তাদের। ব্যাট করতে নেমে বেঞ্জামিন শূন্য রানে আউট হয়ে বসেন।