বাংলা নিউজ > ক্রিকেট > Rohit Sharma: নীল ল্যাম্বরগিনির স্টিয়ারিং হাতে ভাইরাল রোহিত শর্মা, নম্বর প্লেটে ধরে রাখা বিশ্বরেকর্ড- ভিডিয়ো

Rohit Sharma: নীল ল্যাম্বরগিনির স্টিয়ারিং হাতে ভাইরাল রোহিত শর্মা, নম্বর প্লেটে ধরে রাখা বিশ্বরেকর্ড- ভিডিয়ো

নীল ল্যাম্বরগিনির স্টিয়ারিং হাতে ভাইরাল রোহিত শর্মা। ছবি- টুইটার।

Rohit Sharma Spotted Driving Lamborghin: মুম্বইয়ের রাস্তায় রোহিতের ল্যাম্বরগিনি চালানোর ভিডিয়ো দাবানলের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেটপ্রেমীদের নজর কাড়ে গাড়ির নম্বর প্লেট।

ব্যাট হাতে মাঠে নামলে রোহিত শর্মার দিক থেকে চোখ ফেরানো মুশকিল। তবে এবার মাঠের বাইরে সকলের নজর কেড়ে নিলেন ভারত অধিনায়ক। শুধু রোহিত নয়, বিশেষ একটি কারণে ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে হিটম্যানের নীল ল্যাম্বরগিনি।

সম্প্রতি রোহিত শর্মাকে মুম্বইয়ের রাস্তায় দেখা যায় তাঁর নীল ল্যাম্বরগিনি চালাতে। রোহিতের গাড়ি প্রেমের কথা অনেকেই জানেন। ভারত অধিনায়কের গ্যারাজে বিলাসবহুল গাড়িও রয়েছে বেশ কিছু। তবে তাঁকে সচরাচর গতির দুনিয়ায় ঝড় তুলতে দেখা যায় না। তাই রোহিতের ল্যাম্বরগিনি চালানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

এত সবের মাঝে ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে রোহিতের গাড়ির নম্বর প্লেট। গাড়ির নম্বরেই লুকিয়ে রয়েছে রোহিতের দুর্দান্ত একটি বিশ্বরেকর্ড। রোহিতের ল্যাম্বরগিনির নম্বর ২৬৪। এই নম্বরটি কেন বিশেষ, বুঝে নিতে অসুবিধা হয় না ক্রিকেটপ্রেমীদের। আসলে ওয়ান ডে ক্রিকেটে রোহিতের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২৬৪ রানের।

২০১৪ সালে ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে রোহিত ২৬৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন। ১৭৩ বলের ইনিংসে তিনি ৩৩টি চার ও ৯টি ছক্কা মারেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংসের বিশ্বরেকর্ড এটি। সেই বিশ্বরেকর্ডকেই রোহিত ধরে রেখেছেন নিজের ল্যাম্বরগিনির নম্বর প্লেটে।

আরও পড়ুন:- Ishan Kishan Hits Century: বুচি বাবু টুর্নামেন্টে ব্যাট হাতে তাণ্ডব ইশান কিশানের, ১০ ছক্কায় মারকাটারি সেঞ্চুরি

রোহিতের ২৬৪ রানের বিশ্বরেকর্ড গড়া সেই ম্যাচে শ্রীলঙ্কাকে ১৫৩ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে ভারত। শুরুতে ব্যাট করে টিম ইন্ডিয়া নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৪০৪ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৩.১ ওভারে ২৫১ রানে অল-আউট হয়ে যায়।

আরও পড়ুন:- IND vs AUS Women-A: ফের লড়াকু হাফ-সেঞ্চুরি তেজল-রাঘবির, অস্ট্রেলিয়া সফরে টানা ৫ ম্যাচে হার ভারতের

ওয়ান ডে ক্রিকেটে রোহিত শর্মা ৩টি ডাবল সেঞ্চুরি করেছেন। ২টি শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং একটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ইডেনের ২৬৪ ছাড়া রোহিত ২০১৭ সালে মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ২০৮ রান করেন। এছাড়া ২০১৩ সালে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন হিটম্যান।

আরও পড়ুন:- Vinesh Phogat: বিভীষিকার রাতে ওজন কমানোর চেষ্টায় মারাও যেতে পারতেন ভিনেশ! ঠিক কী ঘটেছিল, সামনে আনলেন কোচ

ভারতকে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করানোর পরে রোহিত শর্মা সংক্ষিপ্ত বিশ্রাম পেয়ে যান। তিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তাই জিম্বাবোয়ে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ২টি টি-২০ সিরিজে হিটম্যানের মাঠে নামার প্রশ্ন ছিল না। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেন রোহিত। যদিও ভারত সিরিজ হারে ০-২ ব্যবধানে।

ক্রিকেট খবর

Latest News

ক্যাপ্টেন তিন নম্বরে ব্যাট করতে এলেন না কেন? হরমনপ্রীতের উপর চটলেন অঞ্জুম চোপড়া রান রেট মাথায় আছে, ঠুকঠুকে ব্যাটিংয়ের পরে সাফাই স্মৃতি মন্ধনার অবশেষে অনশনে হাজির আরজি কর হাসপাতালের ডাক্তাররা, ধর্মতলায় দু’‌জন কারা? সোমবারের মোদী-মুইজ্জু বৈঠক নিয়ে আশাবাদী জয়শংকর, তবে কি বরফ গলার ইঙ্গিত? Puja Skin Care: পিঠে ব্রণ বলে ব্যাকলেস এড়িয়ে চলছেন ? এই টোটকাতেই দূর হবে সমস্যা জাতীয় দলে ফিরেই চমকে দেওয়া বোলিং, ‘লিস্টে না থাকা’ বরুণকে কী এবার ধরে রাখবে KKR? ‘‌উপরে থাকবেন কুল, ভিতরে বোল্ড’‌, এবার কলকাতা পুলিশকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী চুমু বিতর্ক অতীত! ভাত-কাপড়ের অনুষ্ঠানে রূপসাকে চোখে হারালেন সায়নদীপ, রইল ছবি জল-বায়ো টয়লেটও আটকে দিচ্ছে, জুনিয়র ডাক্তারদের অনশন রুখতে ঘুরপথে সরকার! নবরাত্রির পুজোয় ঘর সাজাচ্ছেন! মেনে চলুন বাস্তুর এই নিয়ম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.