ক্রিকেটে হাতেখড়ি হয় কার্যত একসঙ্গে। দুই তারকারই আন্তর্জাতিক কেরিয়ার শুরু হয় উজ্জ্বলভাবে। তবে সচিন তেন্ডুলকর যেখানে নিজের কেরিয়ারকে এভারেস্টের চূড়ায় নিয়ে যায়, কাম্বলি সেখানে হঠাৎই হারিয়ে যান আন্তর্জাতিক ক্রিকেটের মূল স্রোত থেকে। তবে প্রতিভায় সচিনের থেকে কোনও অংশে যে কম ছিলেন না বিনোদ কাম্বলি, বিশেষজ্ঞরা সেটা স্বীকার করে নেন একবাক্যে।
দুই ছেলেবেলার বন্ধু সচিন ও কাম্বলিকে সচরাচর একসঙ্গে কোনও অনুষ্ঠানে দেখা যায় না। তবে মঙ্গলবার মুম্বইয়ে এমনই এক বিরল মুহূর্তের সাক্ষী থাকেন ক্রিকেটপ্রেমীরা। সচিন ও কাম্বলিকে একই মঞ্চে দেখা যায় দীর্ঘদিন পরে।
আসলে দুই প্রাক্তন তারকা হাজির হয়েছিলেন তাঁদের কোচ রমাকান্ত আচারেকরের স্মৃতিসৌধ উন্মোচন অনুষ্ঠানে। সচিন ও কাম্বলিকে পরিণত করে তোলার পিছনে আচারেকরের অবদান কতটা, সেটা সবাই জানেন। নিজেদের গুরুর প্রতি অগাধ শ্রদ্ধা দুই তারকারই। তাই এমন অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ হাতছাড়া করেননি সচিনরা।
তবে মঞ্চে দেখা যায় দুই পুরনো বন্ধুর অকৃত্রিম আন্তরিকতার মুহূর্ত। ছেলেবেলার বন্ধুকে সামনে পেয়েই হাত চেপে ধরেন কাম্বলি। দু'জনে বেশ কিছুক্ষণ কথা বলেন। তবে কাম্বলি কোনওভাবেই ছাড়তে চাইছিলেন না সচিনকে। তেন্ডুলকর এগিয়ে যাওয়ার চেষ্টা করলে কাম্বলি আরও শক্ত করে চেপে ধরেন সচিনের হাত। সঙ্গত কারণেই এমন ছবি ও ভিডিয়ো মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
আচারেকরের দুই ছাত্র সচিন ও কাম্বলি স্পটলাইটে চলে আসেন স্কুল ক্রিকেট খেলার সময় থেকেই। স্কুল ক্রিকেটে ৬৬৪ রানের রেকর্ড পার্টনারশিপ গড়ে ভারতীয় ক্রিকেটকে নিজেদের উত্থানের কথা জানান দেন সচিনরা। কাম্বলি ও সচিনের কেরিয়ার কার্যত দু'দিকে বাঁক নিলেও দুই তারকার বন্ধুত্ব ছিল অটুট। মাঝে সচিনের উপর অভিমানও হয় কাম্বলির। তবে সেই অভিযান গলে জল হতে বেশিদিন সময় লাগেনি।
সচিন তেন্ডুলকরের আন্তর্জাতিক কেরিয়ার
সচিন তাঁর বর্ণোজ্জ্বল কেরিয়ারে ২০০টি টেস্ট, ৪৬৩টি ওয়ান ডে ও ১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ১৫৯২১ রান সংগ্রহ করেছেন তিনি। সেঞ্চুরি করেছেন ৫১টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ৬৮টি। ওয়ান ডে ক্রিকেটে ১৮৪২৬ রান সংগ্রহ করেছেন সচিন। শতরান করেছেন ৪৯টি এবং অর্ধশতরান করেছেন ৯৬টি।
বিনোদ কাম্বলির আন্তর্জাতিক কেরিয়ার
বিনোদ কাম্বলি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে ১৭টি টেস্ট ও ১০৪টি ওয়ান ডে ম্যাচ খেলেছে। টেস্টে ১০৮৪ রান সংগ্রহ করেছেন তিনি। সেঞ্চুরি করেছেন ৪টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ৩টি। কাম্বলি ওয়ান ডে ক্রিকেটে ২৪৭৭ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ২টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ১৪টি।