মাঠে হোক বা মাঠের বাইরে, অনুরাগীদের সঙ্গে বিরাট কোহলির আত্মিকতার ছবি দেখা যায় প্রায়শই। মাঠে ফিল্ডিং করার সময়ে কোহলিকে অনুরাগীদের সঙ্গে বার্তালাপ করতে দেখা যায়। খেলার মাঝে বা অনুশীলনের ফাঁকে, বিরাট অনুরাগীদের ছবি তোলা ও অটোগ্রাফের আবদার মেটান হাসি মুখে। টিম হোটেল হোক বা বিমানবন্দর, সমর্থকদের কখনও খুশি উপহার দিতে পিছ পা হন না তিনি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়া এমন এক ভিডিয়ো ভাইরাল হয়ে যায়, যা কোহলির সম্পর্কে অনুরাগীদের শ্রদ্ধা আরও বাড়িয়ে তুলবে সন্দেহ নেই।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিয়োয় দেখা যায় যে কোহলি টিম বাসে বসে রয়েছেন। স্বাভাবিকভাবেই নিরাপত্তার বেড়াজাল থেকে দূরে ভিড় করে রয়েছেন সমর্থকরা। সেই ভিড়ের মাঝেই এক ক্রিকেটপ্রেমী কোহলির ছবিতে তাঁরই আটোগ্রাফের আবদার জানান। অথচ বিরাট তখন টিম বাসের ভিতরে। তাই কোনওভাবেই কোহলির কাছে গিয়ে অটোগ্রাফ সংগ্রহ করা সম্ভব ছিল না।
বিষয়টি নজরে পড়ে কোহলির। তিনি ইশারায় সেই অনুরাগীকে অপেক্ষা করতে বলেন। পরে টিম বাসের বাইরের এক স্টাফকে ডেকে নেন এবং আঙুল দেখিয়ে সেই অনুরাগীর কাছ থেকে ছবিটি নিয়ে আসতে বলেন অটোগ্রাফ দেওয়ার জন্য।
কোহলির নির্দেশ মতোই সংশ্লিষ্ট স্টাফকে দেখা যায় অনুরাগীর কাছ থেকে ছবিটি নিয়ে টিম বাসে উঠতে। কোহলি তাতে অটোগ্রাফ দেন এবং পরে সেই অটোগ্রাফ দেওয়া ছবিটি পুনরায় পৌঁছে দেওয়া হয় সংশ্লিষ্ট অনুরাগীর হাতে। সঙ্গত কারণেই কোহলির এমন আচরণ মন ছুঁয়ে যায় ক্রিকেটপ্রেমীদের।
উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিরাট কোহলি একাধিক ব্যক্তিগত নজির গড়তে পারেন। তিনি ভেঙে দিতে পারেন ডন ব্র্যাডম্যান ও সচিন তেন্ডুলকরের রেকর্ড। বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে ১টি সেঞ্চুরি করলেই টেস্টের ইতিহাসে সব থেকে বেশি শতরানকারী ব্যাটারদের তালিকায় ডন ব্র্যাডম্যানকে টপকে যাবেন কোহলি। বিরাট এখনও পর্যন্ত মোট ২৯টি টেস্ট সেঞ্চুরি করেছেন। ডন ব্র্যাডম্যানের টেস্ট সেঞ্চুরির সংখ্যাও ২৯টি।
বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে মোটে ৫৮ রান করলেই তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন বিরাট কোহলি। সেক্ষেত্রে দ্রুততম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের এই মাইলস্টোন ছোঁবেন তিনি। আপাতত এই রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের নামে।
তাছাড়া বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে মোটে ১৫২ রান করলেই টেস্ট কেরিয়ারে ৯০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন বিরাট কোহলি। সেক্ষেত্রে চতুর্থ ভারতীয় হিসেবে এই মাইলস্টোন ছোঁবেন বিরাট। এই মুহূর্তে ১১৩টি টেস্টের ১৯১টি ইনিংসে ব্যাট করে কোহলি সংগ্রহ করেছেন সাকুল্যে ৮৮৪৮ রান।