Barbados Royals Women vs Trinbago Knight Riders Women: মহিলা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ (WCPL 2024) ট্রফি জিতেছে রাজস্থান রয়্যালসের ফ্র্যাঞ্চাইজি বার্বাডোজ রয়্যালস। ফাইনাল ম্যাচে বার্বাডোজ রয়্যালস কেকেআর ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগো নাইট রাইডার্সকে চার উইকেটে হারিয়ে দিয়েছে। ২৯ অগস্ট অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল খুবই উত্তেজনাপূর্ণ। দুই দলকেই ১০০ রান করতেই হিমশিম খেতে হল। প্রথমে ব্যাট করে ত্রিনবাগো নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৯৩ রান তুলেছিল এবং প্রতিপক্ষকে মাত্র ৯৪ রানের লক্ষ্য দিয়েছিল।
এর জবাবে বার্বাডোজ দল ৩০ বল বাকি থাকতেই রান তাড়া করে ম্যাচটি জিতে যায় ও চ্যাম্পিয়ন হয়। কিন্তু এই রান তুলতে গিয়ে তারা ৬ উইকেট হারিয়েছিল। একটা পর্যায়ে ম্যাচটি বার্বাডোজের জন্য চাপ তৈরি হয়েছিল। মনে হচ্ছিল ম্যাচটি হয়তো তাদের হাত থেকে পিছলে যাবে। এরপর শ্রীলঙ্কার ক্যাপ্টেন চামারি আতাপাত্তু দুরন্ত ইনিংস খেলেন এবং একক দক্ষতায় এই ফাইনাল ম্যাচটি জেতান।
আরও পড়ুন… Durand Cup 2024 Final: বিশাল কাইথের সাফল্যের রহস্য কী? টাইব্রেকারের আগে কে দেন বিশেষ টিপস?
চামারি ও আলিয়ার মোহনীয়তা
WCPL 2024 এর ফাইনাল খেলা হয়েছিল ত্রিনবাগো এবং বার্বাডোজের মধ্যে। এই ম্যাচটি জিতে চ্যাম্পিয়ন হয়েছিল বার্বাডোজ। এই ম্যাচে বার্বাডোজের দুই খেলোয়াড় চামারি আতাপাত্তু এবং আলিয়া অ্যালিনের গুরুত্বপূর্ণ অবদান ছিল। বার্বাডোজের অধিনায়ক হেইলি ম্যাথিউস টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। এরপর আলিয়ার বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ত্রিনবাগো দল। মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় শাহরুখ খানের দল। আলিয়া ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৪ উইকেট নেন। অধিনায়ক হ্যালি ম্যাথিউসও দুর্দান্ত বোলিং করেছেন। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। ফাইনালে শক্তিশালী বোলিংয়ের জন্য তিনি ম্যাচের সেরা নির্বাচিত হন।
আরও পড়ুন… ভিডিয়ো: কোহলি বা সচিন নয়, KKR-এর অলরাউন্ডার বেঙ্কটেশ আইয়ারের পছন্দের ক্রিকেটার হলেন…
দ্বিতীয় ইনিংসে ৯৪ রান তাড়া করা কঠিন হয়ে পড়ে। ৯৪ রান তাড়া করতে নেমে বার্বাডোজ দলের হয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান চামারি ৪৭ বলে ৩৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয়ী করেন। প্রথম উইকেটে ৪৮ রানের পার্টনারশিপ হয়েছিল, কিন্তু এর পর উইকেটের সিরিজ শুরু হয় এবং পরের ৩৭ রানে ৫ উইকেট হারায় দলটি। তা সত্ত্বেও চামারি এক প্রান্তে ধরে রাখেন এবং সেখান থেকে ম্যাচ শেষ করেন।
আরও পড়ুন… Durand Cup 2024 Final: শুভাশিস বসুর চোট, চাপে রয়েছে রক্ষণ! ফাইনালের আগে সমস্যায় মোহনবাগান
আধিপত্য বিস্তার করেন হ্যালি ম্যাথিউজ
পুরো টুর্নামেন্টে আধিপত্য বিস্তার করেন বার্বাডোজের অধিনায়ক হেইলি ম্যাথিউজ। বল ও ব্যাট দুই হাতেই তিনি তার প্রতিভা দেখিয়েছেন। পুরো টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ম্যাথিউজ। ৪ ম্যাচে ১৩৪ রান করেন তিনি। উইকেট নেওয়ার দিক থেকে তিনি এগিয়ে ছিলেন। পুরো টুর্নামেন্টে ম্যাথিউজ সর্বোচ্চ ১১ উইকেট নেন। এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি সিরিজ সেরাও নির্বাচিত হন।
রেকর্ড গড়ল বার্বাডোজ রয়্যালস-
এদিনের জয়ের ফলে মহিলা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দারুণ একটা রেকর্ড গড়ল বার্বাডোজ রয়্যালস। ২০২২ সালে রানার্সআপ হওয়ার পর থেকে ২০২৩ সাল ও ২০২৪ সাল পরপর দুই বছরে চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়ল বার্বাডোজ রয়্যালস। এমন সাফল্য অর্জন করা প্রথম দল হয়ে উঠেছে তারা।