শুভব্রত মুখার্জি:- ২০২৪ সালের উইমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ শুরুর আগেই নিজেদের দল গুছিয়ে নিতে শুরু করে দিল ত্রিনবাগো নাইট রাইডার্স। মরশুম শুরুর আগেই তারা রিটেনড ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে রবিবারেই। পাশাপাশি কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে আসন্ন মরশুমে খেলানোর জন্য চুক্তিবদ্ধ করার কথাও জানানো হয়েছে তাদের তরফে। ভারতীয় তারকা ক্রিকেটার জেমিমা রদ্রিগেজ এবং শিখা পান্ডেকে এবার খেলতে দেখা যাবে নাইটদের হয়ে। এখানেই শেষ নয়, অস্ট্রেলিয়ার তারকা তথা বিশ্বকাপজয়ী অধিনায়ক মেগ ল্যানিংকেও এবার খেলতে দেখা যাবে নাইটদের হয়ে। আসন্ন মরশুমের আগে কোন কোন ক্রিকেটারকে নাইটরা ধরে রাখল এবং কোন কোন ক্রিকেটারকে তারা সই করাল আগামী মরশুমের জন্য?
প্রথম মরশুমের চ্যাম্পিয়ন দল তাদের পাঁচজন ক্যারিবিয়ান ক্রিকেটারকে রিটেন করেছে। পাশাপাশি চারজন আন্তর্জাতিক তারকাকে তারা সই করিয়েছে। রিটেন করা হয়েছে দিয়েন্দ্রা ডটিন, কিপার-ব্যাটার কাইসিয়া নাইট, স্পিডস্টার শামিলা কনেল, উঠতি দুই তারকা সামারা রামনাথ এবং জায়িদা জেমসকে। পাশাপাশি নয়া ক্রিকেটার হিসেবে সই করানো হয়েছে ভারতীয় পেসার শিখা পান্ডে এবং ব্যাটার জেমিমা রদ্রিগেজকে। ভারতীয় দুই তারকার পাশাপাশি কিংবদন্তি অজি ক্রিকেটার মেগ ল্যানিং এবং তারকা ক্রিকেটার জেস জোনাসনকেও চুক্তিবদ্ধ করেছে তারা। এই নয়া চার আন্তর্জাতিক ক্রিকেটারকে সই করানোর ফলে স্বাভাবিকভাবেই দলের গভীরতা, অভিজ্ঞতা এবং শক্তি যে অনেকগুণ বেড়ে গিয়েছে বলাই যায়।
জেমিমা এই মুহূর্তে জাতীয় দলের হয়ে খেলছেন। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি জাতীয় দলের হয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলছেন। এই বছরের শেষ দিকে অর্থাৎ অক্টোবর মাসে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টকে প্রস্তুতির মঞ্চ হিসেবেই দেখছেন জেমিমারা।
জেমিমা জানিয়েছেন, ‘এই প্রথম আমি ডব্লুসিপিএলে খেলব। আমার খুব গর্ব অনুভব হচ্ছে বিষয়টি নিয়ে। আমি ভারতের হয়ে এর আগে অনেকবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে খেলেছি। ফলে ওখানকার পরিবেশ পরিস্থিতির বিষয়ে কিছুটা ধারণা রয়েছে। আমি ডব্লুসিপিএলে নাইট রাইডার্সের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আনন্দিত।’