Barbados Royals Women vs Trinbago Knight Riders Women: নাইট রাইডার্সের জার্সিতে সফল হলেন ভারতের মহিলা তারকা ক্রিকেটার জেমিমা রডরিগেজ। বর্তমানে মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত রয়েছেন ভারতীয় মহিলা দলের তারকা ক্রিকেটার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বার্বাডোজ রয়্যালের বিরুদ্ধে ম্যাচ জয়ী ইনিংস খেলেন জেমিমা রডরিগেজ। তাঁর এই ইনিংসের সুবাদে ত্রিনবাগো নাইট রাইডার্স মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে উঠেছে। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন জেমিমা রডরিগেজ।
সামনেই আইসিসি মেয়েদের টি-২০ বিশ্বকাপ। সেখানে নামার আগে জেমিমা রডরিগেজের এই ছন্দ ভারতীয় টিমকেও অ্যাডভান্টেজে রাখবে। ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমির মাঠে এদিনের ম্যাচে টস জিতে প্রথমে বার্বাডোজকে ব্যাটিংয়ে পাঠান ত্রিনবাগো নাইট রাইডার্স ক্যাপ্টেন। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১৩০ রান তোলে বার্বাডোজ। জবাবে ২ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় ত্রিনবাগো নাইট রাইডার্স। এই ম্যাচে ৪ উইকেটে জেতে ত্রিনবাগো নাইট রাইডার্স। এই জয়ের নেপথ্যে ছিল জেমিমা রডরিগেজের বড় অবদান।
আরও পড়ুন… ভিডিয়ো: CR7-এর দুরন্ত ফ্রিকিক, ৯০০ গোলের সামনে রোনাল্ডো, ক্রিশ্চিয়ানোকে বিশেষ সম্মান দেবে উয়েফা
তিন নম্বরে নেমে ইনিংসের শেষ পর্যন্ত খেলেন জেমিমা রডরিগে। তিনি ৫০ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেন এবং দলের জন্য দুরন্ত ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৪টি চার। ব্যাটিংয়ে নামার আগে বল হাতে ২ ওভারে ১৪ রান খরচ করেছিলেন তিনি। তবে এদিন বল হাতে কোনও উইকেট পাননি জেমিমা রডরিগেজ। এবার ৩০ অগস্ট ফাইনাল ম্যাচে খেলতে নামবে ত্রিনবাগো নাইট রাইডার্স। ফাইনালে তাদের প্রতিপক্ষ বার্বাডোজ রয়্যালস। এ বার দেখার ফাইনালের মঞ্চে নাইট জার্সিতে জেমি জ্বলে উঠতে পারেন কিনা।
আরও পড়ুন… Juan Izquierdo death: খেলার মাঠেই হৃদরোগে আক্রান্ত, মাত্র ২৭ বছর বয়সেই মারা গেলেন উরুগুয়ের ফুটবলার
মেয়েদের ক্যারিবিয়ান প্রিমিয়ির লিগের চলতি মরশুমে প্রথম ২ ম্যাচ হেরেছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। সেই ২ ম্যাচে বোলিং করেননি জেমিমা। ওই দুই ম্যাচে যথাক্রমে ব্যাট হাতে তাঁর অবদান ছিল ১৬, ২৬। বার্বাডোজের বিরুদ্ধে নামার আগে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিরুদ্ধে বল করেছিলেন জেমিমা। তবে সেই ম্যাচে উইকেট পাননি জেমিমা। আর ব্যাট হাতে করেন ২ রান। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে জেমিমার ৫৯ রানের অপরাজিত ইনিংস দলের পক্ষে গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছে।
মেয়েদের চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ির লিগে যদি ত্রিনবাগো নাইট রাইডার্স জিততে পারে তাহলে জেমিমা রডরিগেজর পাশাপাশি ঝুলন গোস্বামীকেও কৃতিত্ব দিতে হবে। কারণ এবারে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে অন্য ভূমিকা পালন করছেন তিনি। ফলে ত্রিনবাগো নাইট রাইডার্সের সাফল্যের পিছনে রয়ছে ঝুলন গোস্বামীরও বড় ভূমিকা রয়েছে।