২০২৪ আইপিএলে গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে নিয়ে আসে মুম্বই ইন্ডিয়ান্স। সেই সঙ্গে পাঁচ বার আইপিএল শিরোপা জেতানো অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে হার্দিকের হাতে নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়। প্রসঙ্গত, রোহিতের অধিনায়কত্বে ২০২৩ আইপিএলেও প্লে-অফে উঠেছিল মুম্বই। তবে এবার হার্দিককে অধিনায়ক করাটাই সম্ভবত বুমেরাং হয়ে গিয়েছে। যার নিটফল, ২০২৪ আইপিএলে ল্যাজেগোবরে দশা হল মুম্বইয়ের।
দশে শেষ করল মুম্বই
শুক্রবার নিজেদের লিগের শেষ ম্যাচে ওয়াংখেড়েতেই লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে যায় মুম্বই ইন্ডিয়ান্স। এই নিয়ে ১৪ ম্যাচের মধ্যে ১০টিতেই হারল তারা। মাত্র চারটি ম্যাচ জিতেছে মুম্বই। সেই সঙ্গে পয়েন্ট টেবলের লাস্টবয় হয়েই শেষ করতে হল হার্দিকদের। লখনউয়ের কাছে হারের পর স্বাভাবিক ভাবেই মুষড়ে পড়েছেন হার্দিক। তিনি স্বীকার করে নিয়েছেন যে, মুম্বই ইন্ডিয়ান্স দুর্বল মানের ক্রিকেট খেলেছে, যে কারণে ২০২৪ আইপিএলে হতাশাজনক ফল হয়েছে। ২০২২ আইপিএলেও মুম্বই দশেই শেষ করেছিল।
ক্ষোভ উগরালেন হার্দিক
মুম্বইতে লখনউ সুপার জায়ান্টসের কাছে ১৮ রানে হারের পর হার্দিক পান্ডিয়া বলেছেন, ‘এটা বেশ কঠিন বিষয়। আসলে আমরা ভালো মানের ক্রিকেট খেলতেই পারিনি। যার খেসারত আমাদের পুরো মরশুম ধরেই দিতে হয়েছে।’ সঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘এটি একটি পেশাদার জগৎ। সব সময়ে আমাদের লড়াই করতে হবে এবং সেরাটা দিতে হবে। তবে হ্যাঁ, টিম হিসেবে আমরা মানসম্পন্ন ক্রিকেট বা স্মার্ট ক্রিকেট খেলতে পারিনি। কী ভুল হয়েছে, তা এখনই বলা সম্ভব হবে না। পুরো সিজনটাই ভুলে ভরা।’
আরও পড়ুন: IPL 2024-এর পরেই কি অবসর নেবেন ধোনি? চমকপ্রদ দাবি করলেন CSK ব্যাটিং কোচ হাসি
ম্যাচের সংক্ষিপ্ত ফল
আইপিএলের শেষ ম্যাচেও ভাগ্য বদলাল না মুম্বই ইন্ডিয়ান্সের। লখনউ সুপার জায়ান্টসের কাছে ঘরের মাঠেও হারল তারা। লিগের লাস্ট বয়ের তকমা নিয়েই আইপিএল শেষ করল হার্দিকের দল। অন্য দিকে, লখনউ জিতলেও, প্লে-অফে উঠতে পারবে না। তারাও ছিটকে গেল লড়াই থেকে। নেট রানরেটের কারণেই তাদের পক্ষে আর প্লে-অফে ওঠা সম্ভব হল না। আগে ব্যাট করে লখনউ শুক্রবার করেছিল ৬ উইকেটে ২১৪ রান। জবাবে মুম্বই থামল ৬ উইকেটে ১৯৬ রানে।
এদিনের জয়ের ফলে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট হল লখনউয়ের। একই পয়েন্ট রয়েছে দিল্লি এবং চেন্নাইয়ের। দিল্লিও লখনউয়ের মতোই ১৪ ম্যাচ খেলে ফেলেছে। তাদের রান রেট বদলানোর ব্যাপার নেই। শনিবার চেন্নাই জিতলে, তারা ১৬ পয়েন্ট পেয়ে এমনিই প্লে-অফে চলে যাবে। অন্য দিকে, আরসিবি জিতলে ১৪ পয়েন্ট হবে। আর নেট রানরেট চেন্নাইয়ের থেকে ভালো হয়ে গেলে, আরসিবি-ই চতুর্থ স্থানে শেষ করবে। রানরেটে লখনউ শেষ করেছে দিল্লিরও পরে। ফলে তাদের প্লে-অফে যাওয়ার আর কোনও সম্ভাবনাই থাকল না।