নিজে সেঞ্চুরি করে দলকে জয়ের ভিতে বসিয়ে দিয়েছেন। তবে তাই বলে দলের বাকিদের খামতিকে বড় করে তুলে ধরতে রাজি হলেন না সঞ্জু স্যামসন। শুক্রবার ডারবানে ভারতের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলার পরে নিজের পারফর্ম্যান্সে খুশি সঞ্জু। তবে আরও বেশি উচ্ছ্বসিত দলের জয়ে। আসলে তাঁর সেঞ্চুরি দলের কাজে লাগায় তৃপ্ত শোনায় ম্যাচের সেরা স্যামসনকে।
ইনিংসের বিরতিতেই স্যামসন স্পষ্ট জানান যে, দক্ষিণ আফ্রিকার পিচের বাউন্সের সঙ্গে হঠাৎ করে মানিয়ে নেওয়া সহজ নয়। তাছাড়া মাঠের একদিক দিয়ে জোরালো হাওয়া বইছিল, যা ভারতীয় ব্যাটারদের পক্ষে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। আসলে দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে এমন পরিবেশ-পরিস্থিতির সঙ্গে সড়সড়। তবে ভারতীয় দলের পক্ষে মাঠে নেমে এমন পরিস্থিতির মোকাবিলা করা সহজ ছিল না। সম্ভবত এই কারণেই যে ভারতের পক্ষে নিজেদের ইনিংসকে আরও বড় রূপ দেওয়া সম্ভব হয়নি, সেটা স্বীকার করে নেন সঞ্জু।
বিরতিতে নিজের দলের বোলারদের প্রতি আস্থা রাখার কথা শোনা গিয়েছিল স্যামসনের মুখে। জানিয়েছিলেন যে, ম্যাচ জেতার জন্য পর্যাপ্ত রসদ রয়েছে তাঁদের হাতে। শেষমেশ তাঁর ধারণাই সত্যি প্রমাণিত হয়। দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারিয়ে চার ম্যাচের সিরিজে ১-০ লিড নেয় টিম ইন্ডিয়া।
ব্যক্তিস্বার্থ নয়, দলের স্বার্থই আগে
ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্জু বলেন, ‘বাইশগজে নিজের সময়টা দারুণ উপভোগ করেছি। যে রকম ফর্মে রয়েছি, সেটাকে পুরোপুরি ব্যবহার করতে পেরেছি বলতে পারেন। লক্ষ্য থাকে আগ্রাসী ক্রিকেটের। নিজের থেকেও দলকে এগিয়ে রাখাই আসল উদ্দেশ্য। বিষয়টা সহজ, যখনই আপনি ৩-৪টি বল খেলে ফেলেন, বাউন্ডারির খোঁজ করতে হয়। এই নিয়ে কখনই বেশি ভাবি না। কখনও কখনও এটা কাজে লেগে যায়। কখনও পরিকল্পনা ব্যর্থ হয়। ভালো লাগছে যে এই ম্যাচে পরিকল্পনা সফল হয়।’
জয় দিয়ে সিরিজ শুরু করতে পারা গুরুত্বপূর্ণ
দক্ষিণ আফ্রিকার মতো কঠিন সফরে জয় দিয়ে সিরিজ শুরু করতে পারা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা স্পষ্ট স্বীকার করে নেন স্যামসন। তিনি বলেন, ‘এটা (সিরিজের শুরুতেই জয় তুলে নেওয়া) অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আমরা জানি যে, দক্ষিণ আফ্রিকার কাছে হোম অ্যাডভান্টেজ রয়েছে। ওরা অত্যন্ত শক্তিশালী দল। তাই ভালোভাবে সিরিজ শুরু করা জরুরি। জয় দিয়ে সিরিজ শুরু করতে পেরে খুশি।’
ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্যাচের ফলাফল
উল্লেখ্য, শুক্রবার ডারবানে সিরিজের প্রথম টি-২০ ম্য়াচে দক্ষিণ আফ্রিকাকে ৬১ রানে পরাজিত করে ভারত। শুরুতে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২০২ রান তোলে। সঞ্জু স্যামসন ৭টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ৫০ বলে ১০৭ রান করে সাজঘরে ফেরেন। পালটা ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৭.৫ ওভারে ১৪১ রানে অল-আউট হয়ে যায়। ম্যাচের সেরা হন স্যামসন।