শুভব্রত মুখার্জি:- চলতি টি-২০ বিশ্বকাপে বেশ ভালো খেলছে ভারতীয় দল। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই তাদের হয়ে ভালো পারফরমেন্স করছেন ক্রিকেটাররা। তবে এর মধ্যেও ভারতের চিন্তার কারণ তাদের তারকা ব্যাটার বিরাট কোহলির পারফরম্যান্স। ব্যাট হাতে একেবারেই ফর্মে নেই বিরাট কোহলি।
সুপার এইটের ম্যাচে তিনি বাংলাদেশের বিরুদ্ধে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও অস্ট্রেলিয়া ম্যাচে কোনও রান না করেই আউট হয়েছেন। ফলে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে তাঁর ফর্ম চিন্তার ভাঁজ বাড়িয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। এমন আবহে সেমিফাইনালের আগে বিরাট কোহলির ফর্মহীনতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল ইংল্যান্ডের কোচ ম্যাথু মটকে। তাঁর মতে বিরাট বড় ম্যাচের ক্রিকেটার। তাই ফর্মে না থাকলেও তাঁকে হাল্কাভাবে নেওয়ার প্রশ্ন ওঠে না।
প্রসঙ্গত আইপিএলেও দীর্ঘদিন কাজ করছেন অস্ট্রেলিয়ান ম্যাথু মট। তিনি সানরাইজার্স হায়দরাবাদ দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন গত মরশুমেও। ফলে বিরাটকে একেবারে কাছ থেকেই দেখার সুযোগ হয়েছে তাঁর।
এমন আবহে ভারতের বিরুদ্ধে সেমিফাইনালের আগে বিরাটের ফর্ম নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে ম্যাথু মট বলেন, 'বড় ম্যাচের ব্যাপারটাই আলাদা। আমরা জানি যখন বড় ম্যাচ আসে তখন ও (বিরাট) দুর্দান্ত একজন স্মার্ট ক্রিকেটার। ভারতের জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এক ক্রিকেটার। আমরা সবাই জানি বড় ম্যাচে বড় ক্রিকেটাররা কিভাবে জ্বলে ওঠে। আমরা জানি বিরাট কী করতে পারে। ওর ক্ষমতা কতটা। ফলে ওকে হাল্কাভাবে নেওয়ার কোন জায়গাই নেই।'
পাশাপাশি সেমিফাইনালে ইংল্যান্ড বনাম ভারত ম্যাচের ভেন্যু গায়ানা। এই গায়ানাতে আগেই খেলেছে ভারত। তা কি ভারতের জন্য সুবিধাজনক হতে চলেছে? সেই বিষয়ে বলতে গিয়ে মট বলেন, 'হ্যাঁ আমারা জানি ভারত আগে গায়ানাতে খেলেছে। তবে আমার মনে হয় না এতে ওরা বাড়তি কোন সুবিধা পাবে বা পাচ্ছে। আমার মতে যারা এই পরিবেশ পরিস্থিতির সঙ্গে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে তারা ম্যাচে ভালো পারফরম্যান্স করবে। জয়লাভ করবে। কায়রন পোলার্ড আমাদের এখানকার (গায়ানা) পরিবেশ পরিস্থিতি নিয়ে অনেক কিছু তথ্য দিয়েছে। যা আমাদেরকে খুব সাহায্য করেছে। ভারত এর আগে নক আউট ম্যাচে মাঝে মাঝে সমস্যায় পড়েছে। তবে তাদের খেলাতে দারুণ ধারাবাহিকতা রয়েছে। গতকাল থেকেই আমাদের টুর্নামেন্ট (সেমিফাইনাল ম্যাচ থেকে) শুরু। এই উইকেটে স্পিনাররা সাহায্য পেতে পারে। বাউন্সের হেরফের হচ্ছে এইসব উইকেটে। ফলে সমস্যায় পড়ছে ব্যাটাররা।'