জুন মাসে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর, রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন। তাই, এখন প্রশ্ন উঠছে, এই ফর্ম্যাটে ভারতকে কে নেতৃত্ব দেবেন? রোহিতের জায়গায় হার্দিক পান্ডিয়া টি২০ অধিনায়ক হিসাবে বড় দাবিদার ছিলেন। তবে তারকা অলরাউন্ডারের ফিটনেস নিয়ে সংশয় তৈরি হয়েছে। যে কারণে উঠে আসছে সূর্যকুমার যাদবের নামও।
শ্রীলঙ্কার আসন্ন সীমিত ওভারের সফরের জন্য স্কোয়াড নির্ধারণের জন্য বৃহস্পতিবার বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচক কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে, প্রতিবেদনে উঠে এসেছে যে, সূর্যকুমার যাদবকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে নতুন ফেভারিট হিসাবে বিবেচনা করা হচ্ছে।
আরও পড়ুন: ফের ভারত বনাম পাকিস্তান মহারণ, তবে এবার ICC-র সভায়
হার্দিক পান্ডিয়া চোটের কারণে নেতা হওয়ার দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছেন। তবে, তারকা অলরাউন্ডারের বদলে সূর্যের নাম অধিনায়ক হিসাবে উঠে আসার পর থেকেই অখুশি ভারতের ক্রিকেট ভক্তরা। হার্দিককে ছাপিয়ে টি২০ অধিনায়ক হওয়ার ক্ষেত্রে ফেভারিট হিসাবে সূর্যের নাম সামনে আসার পর থেকেই এক্স হ্যান্ডলে ঝড় শুরু হয়েছে। ‘উই ওয়ান্ট ক্যাপ্টেন হার্দিক’ স্লোগান ছড়িয়ে পড়েছে এক্সে।
আরও পড়ুন: পাকিস্তানে তৈরি হচ্ছেন খুদে বুমরাহ, জসপ্রীতের মতো বোলিং অ্যাকশন দেখে চোখ কপালে আক্রমেরও- ভিডিয়ো
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন দাবি করা হয়েছিল যে, পাকাপাকি ভাবে জাতীয় দলের নেতৃত্ব পেতে আরও অপেক্ষা করতে হবে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ককে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে খবর, টি-টোয়েন্টি দলের অধিনায়ক নাকি হতে চলেছেন সূর্যকুমার যাদবF। সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাঁকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে। উল্লেখযোগ্য ভাবে, সূর্য গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে জাতীয় টি২০ দলের নেতৃত্ব দিয়েছিলেন, যখন হার্দিক গোড়ালির চোট থেকে সেরে উঠছিলেন এবং রোহিতকে বিশ্রাম দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: হবে না দাদাগিরি? কার্যত নিজেকে কোচ ঘোষণা করে দিয়েছিলেন সৌরভ, কিন্তু DC খুঁজছে গম্ভীরের মত কাউকে!
বিসিসিআইয়ের একটি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছিলেন, ‘এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হার্দিকের ফিটনেস একটি ইস্যু, তবে তিনি ভারতের আইসিসির ট্রফির খরা ভাঙতে একটি বড় ভূমিকা পালন করেছিলেন। সূর্যকুমারের ক্ষেত্রে বলতে পারি, আমরা দলের কাছ থেকে যা প্রতিক্রিয়া পেয়েছি তাতে, ওঁর অধিনায়কত্বের স্টাইল ড্রেসিংরুম ভালো ভাবে গ্রহণ করেছিল।’
বোর্ডের কর্তারা প্রথমে ভেবেছিলেন যে, হার্দিককে অধিনায়কত্ব দেওয়া যেতে পারে, কারণ তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ভারতীয় দলের মনোনীত সহ-অধিনায়ক ছিলেন। এদিকে প্রতিবেদনে আরও দাবি করা হয়েছিল যে, হার্দিক পান্ডিয়া ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে তাঁর অনুপস্থিতির বিষয়ে বিসিসিআইকে জানিয়েছেন।