বাংলা নিউজ > ক্রিকেট > Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে ভারত? কী জানালেন টিম ইন্ডিয়ার তারকা স্পিনার?

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে ভারত? কী জানালেন টিম ইন্ডিয়ার তারকা স্পিনার?

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়া নিয়ে মতামত জানালেন কুলদীপ। ছবি- এএফপি।

ICC Champions Trophy 2025: ভারত শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল ২০০৮ সালে। সেবার এশিয়া কাপ খেলতে গিয়েছিল তারা।

শুভব্রত মুখার্জি:- ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করবে পাকিস্তান। পাকিস্তান-সহ মোট আটটি দেশ অংশ নেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তবে ভারতীয় দল আদৌ পাকিস্তান সফরে যাবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক খুবই খারাপ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের পাকিস্তান সফরে যাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েই যাচ্ছে।

এমন আবহে ভারতের পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে নিজের মতামত জানিয়েছেন টিম ইন্ডিয়ার স্পিনার কুলদীপ যাদব। কী জানালেন এই তারকা স্পিনার? আসুন জেনে নেওয়া যাক একনজরে।

ভারত শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল ২০০৮ সালে। সেবার এশিয়া কাপ খেলতে গিয়েছিল তারা। ২০১২-১৩ সালে দ্বিপাক্ষিক সিরিজ শেষবার ভারত সফরে এসেছিল পাকিস্তান দল। এরপর থেকে দুই দেশের মধ্যে আর কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়নি। একমাত্র আইসিসি ট্রফিতে এখন মুখোমুখি হয় দুই দেশ।

আরও পড়ুন:- UP T20 League: বিরাট রান তাড়া করতে নেমে ঠুকঠুকে ব্যাটিং নীতীশ রানার, সুপার কিংসকে দুমড়ে দিলেন ধ্রুব জুরেলরা

চ্যাম্পিয়ন্স ট্রফি ফের আট বছর বাদে হতে চলেছে। সম্প্রতি কুলদীপ যাদবকে জিজ্ঞাসা করা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে আদৌ খেলতে যাবে কিনা ভারত? ভারত সরকার প্রয়োজনীয় অনুমতি দেবে কিনা সেই নিয়ে প্রশ্ন করা হয়েছিল। অস্ট্রেলিয়াতে একটি ইভেন্টে এই বিষয়ে তাঁর মতামত জানিয়েছেন কুলদীপ যাদব।

আরও পড়ুন:- Durand Cup 2024: ইস্টবেঙ্গলকে ছিটকে দিলেও সেমিতে আটকাল লাজং, প্রথমবার ডুরান্ডের ফাইনালে নর্থ-ইস্ট

কুলদীপ যাদব জানিয়েছেন, ‘একজন ক্রিকেটার হিসেবে আমাকে যেখানে খেলতে পাঠানো হবে আমি সেখানেই খেলতে যাব। আমি এর আগে একবারও পাকিস্তানে খেলতে যাইনি। তাই আমি খুব উত্তেজিত পাকিস্তান সফরে যাওয়া নিয়ে। পাকিস্তানের মানুষজন খুব ভালো, খুব বন্ধুত্বপূর্ণ। আমরা নিশ্চয় সেখানে যাব। সেখানে গিয়ে খেলব।’

আরও পড়ুন:- World Record Alert: একটানা সব থেকে বেশি T20I জয়ের বিশ্বরেকর্ড স্পেনের, তালিকায় কত নম্বরে রয়েছে ভারত?

পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবির তরফে আইসিসির কাছে ইতিমধ্যেই একটি খসড়া প্রস্তুত করে জমা দেওয়া হয়েছে। তিনটি ভেন্যুকে বেছে নেওয়া হয়েছে। করাচি, রাওয়ালপিন্ডি এবং লাহোর এই তিনটি ভেন্যুতেই সমস্ত ম্যাচের আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য পিসিবি বিরাট অঙ্কের টাকা ইতিমধ্যেই অ্যালোট করেছে। এই টাকা দিয়ে লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু হয়েছে।

ক্রিকেট খবর

Latest News

নিয়া শর্মা থেকে ধীরাজ ‘বিগ বস ১৮’-এ কে কে থাকছেন প্রতিযোগী হিসেবে? প্লিমারকে আউটের পর অভিনব সেলিব্রেশন! নজর কাড়ল আর্সেনাল ফ্যান শোভানার সেলিব্রেশন PM ইন্টার্নশিপের রেজিস্ট্রেশন চালু করছে সরকার, মিলবে ৬৬০০০, কীভাবে করবেন আবেদন? রিঙ্কু সিংয়ের হাতে ‘Gods Plan’ ট্যাটু! লুকিয়ে রয়েছে আরও রহস্য! জানুন ওর থেকেই… 'পাকিস্তানে ভদ্র ভাবে...', পড়শি দেশে যাওয়ার আগে শান্ত গলায় কড়া বার্তা জয়শংকরের জেলেই মটন বিরিয়ানি, বাসন্তী পোলাও, পায়েস পাবেন সন্দীপরা! একেবারে এলাহি মেনু তৈরি খুনের কথা স্বীকার করেছে ধৃত মোস্তাকিন, জয়নগরে কিশোরীর দেহ উদ্ধারে জানালেন SP দেবকে দেখে ‘চোখে জল’ শুভশ্রীর! কুণাল ঘোষের দাবির পরই ভিডিয়ো বার্তা দিল রাজের বউ GST সমেত ৭৯ হাজার ছুঁই ছুঁই সোনা, আজ কলকাতায় ফের বাড়ল হলুদ ধাতুর দাম পুজোর মধ্যেই পার্থ-জ্যোতিপ্রিয়র 'মুক্তি'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.