শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে খেলার পুরো অ্যাডভান্টেজ তোলে প্রোটিয়ারা। প্রথম টেস্টে ২৩৩ রানে জয়ের পর দ্বিতীয় টেস্টেও ১০৯ রানে জয় পেয়েছে তারা। আর এর পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে একেবারে পয়লা নম্বর স্থান দখল করেছে দক্ষিণ আফ্রিকা। আর এই সিরিজ জয়ের নায়ক অধিনায়ক তেম্বা বাভুমা, ম্যান অফ দ্য সিরিজ নির্বচিত হওয়ার পর প্রতিক্রিয়া দেওয়ার সময় দলের সকলকে জয়ের জন্য কৃতিত্ব দিয়েছেন তিনি।
প্রোটিয়া অধিনায়ক বাভুমা বলেন, ‘প্রথমত খুব ভালো লাগছে খেলায় ফিরতে পেরে। সাইড লাইনের বাইরে বসে থাকাটা মোটেও আনন্দদায়ক ছিল না। অপেক্ষায় ছিলাম সুযোগের, সুযোগটাকে কাজে লাগাতে পেরেছি, তার জন্য খুশি। ডারবানে প্রথম দিনের লড়াইটা কঠিন ছিল, আকাশ মেঘাছন্ন ছিল। কিন্তু আমি শুধু স্কোর বোর্ড সচল রাখার উপর ফোকাস থেকেছিলাম। এটা একটা আদর্শ টেস্ট ম্যাচ ছিল। এরকম ৫ দিনের খেলা দেখা যায় না সচরাচর।’
তিনি জানান, শ্রীলঙ্কা লড়াইটা ভালো দিয়েছিল। প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘ম্যাচে একটা সময় ছিল যখন আমরা এগিয়ে ছিলাম, আবার এমন একটা সময় আসে যখন শ্রীলঙ্কা এগিয়ে ছিল। তাদের প্রশংসা করতেই হবে। তারা আমাদের সহজে ম্যাচ জিততে দেয়নি। আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। তাদের ব্যাটিং খুবই ভালো ছিল।’ তিনি আরও যোগ করেন, ‘ব্যাটার হিসেবে আমরা গর্বিত, অ্যাশওয়েল (প্রিন্স, ব্যাটিং কোচ) সব সময় সুযোগ কাজে লাগানোর বিষয়ে অনেক কথা বলে, রিকেলটনের জন্য আমরা সবাই সত্যিই খুশি, সে এখানে সুযোগটা কাজে লাগিয়েছিল। প্রথম টেস্টে জানসেন ভালো পারফর্ম করেছে, প্যাটারসনও নজর কেড়েছে।’
এখনই WTC-এর ফাইনাল নিয়ে খুব বেশি কিছু ভাবতে নারাজ বাভুমা। এখন তাঁর ফোকাস পাকিস্তান সিরিজের দিকে। তিনি বলেন, ‘আমি মনে করি আমরা একটি দল হিসেবে ভালো করছি। এখনও পর্যন্ত WTC-র পয়েন্ট টেবিলে ১ নম্বরে আমরা। ভবিষ্যতে কী ঘটবে জানি না, তবে আমরা আজকের দিনটা সেলিব্রেশন করব, কয়েক সপ্তাহের মধ্যে আমরা পাকিস্তানের বিপক্ষে খেলতে নামব। আমাদের সেদিকেই ফোকাস রাখতে হবে এবং আমাদের জয়ের ধারা অব্যাহত রাখতে হবে।’ প্রসঙ্গত, দ্বিতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৩৫৮ রান করে তারা। জবাবে শ্রীলঙ্কা ৩২৮ রান করে। দ্বিতীয় ইনিংসে ৩১৭ রান করে প্রোটিয়ারা এবং ২৩৮ রান করে লঙ্কা বাহিনী। ম্যাচ ১০৯ রানে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।