টি২০ বিশ্বকাপে সেমিফাইনালের দিকে এক পা এগিয়েই রেখেছে ভারতীয় দল। প্রথম দুটি ম্যাচেই অনায়াস জয় পাওয়ায় টিম ইন্ডিয়া সহজেই সেমির দিকে এগিয়ে গেছে। প্রথমে আফগানিস্তানকে হারানোর পর বাংলাদেশের বিপক্ষেও বড় রানে জেতে টিম ইন্ডিয়া। ফলে নেট রান রেটের দিক থেকেও ভারতীয় দল ভালো জায়গায় রয়েছে। বিরাট কোহলিও অনেক দিক পর রানের মধ্যে ফিরেছেন। গোটা ব্যাটিং ইউনিট নিউ ইয়র্কের অদ্ভূত পিচের হ্যাঙ্গওভার কাটিয়ে উঠতে পেরেছে। আর সেই ১১০, ১২০ রান নয়, ব্যাটিং সহায়ক পিচ পেতেই টিম ইন্ডিয়ার ব্যাটাররা তা পুরোপুরিভাবে কাজে লাগিয়েছে, যা স্বস্তি দিচ্ছে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টকে। একইভাবে ফের স্বপ্ন দেখাচ্ছে ভারতবাসীকে। এরই মধ্যে বাংলাদেশের বিপক্ষে রোহিত ব্রিগেডের জয়ের পর তাঁদের নিয়ে মজা করেই পোস্ট করল পশ্চিমবঙ্গ পুলিশ।
আরও পড়ুন-বিশ্বকাপ জিতলেও বিশ্বকাপ ফাইনালে ম্যাচ ফিনিশ করতে পারেননি, আক্ষেপ রয়েছে গম্ভীরের
বরাবরই বাংলাদেশ ক্রিকেট দলকে ভালোবেসে সেদেশের ক্রিকেট সমর্থকরা বাঘের সঙ্গে তুলনা করে। তাঁদের পোষাকি নামও টাইগার্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগোতেও জ্বল জ্বল করছে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। ভারতীয় দলের বিপক্ষে নামার আগে নিজেরা বাঘের মতো আচরণ করলেও বিরাটদের সামনে পড়ে অবশ্য ভিজে বিড়ালে পরিণত হতে হয়েছে তাঁদের। বিশাল ৫০ রানের ব্যবধানে তাঁরা হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে। মুস্তাফিজুর রহমান, শাকিব আল হাসানের মতো বর্ষিয়ান বাংলাদেশী ক্রিকেটাররা ভারতের বিপক্ষে রান দিয়েছেন ১২ ইকোনমির ওপরে। ব্যাট হাতেও অধিনায়ক শান্তর ৪০ এবং রিশাদ হোসেনের শেষদিকে ১০ বলে ২৪ রানের ইনিংস ছাড়া তেমন উল্লেযোগ্য কিছুই নেই। এবার সেই নিয়েই মজাদার পোস্ট করল পশ্চিমবঙ্গ পুলিশ।
আরও পড়ুন-বিশ্বকাপের সময় টিপ্পনি, সমালোচকদের শায়েস্তা করতে এবার আদালতে বাবর আজম!
বাংলার পুলিশের তরফে দেওয়া সোশাল নেটওয়ার্কিং সাইটে এক পোস্টে ভারতীয় ক্রিকেট দলের একটি ছবি দেওয়া হয়। সঙ্গে চোখ ছলছল করা একটি বাঘের ছবি দেওয়া হয়। সেখানেই লেখা হয় 'বাঘবন্দী খেলা'। পশ্চিমবঙ্গ পুলিশ বেশ মজার ছলেই বোঝাতে চেয়েছে, টিম ইন্ডিয়া কীভাবে বাংলাদেশের বাঘদের বন্দী করে ম্যাচ জিতে নিয়েছে। অতীতে উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবীর জনপ্রীয় ছবির নাম ছিল বাঘবন্দী খেলা, সেই নাম অনুসরণ করেই বাংলাদেশ দলের বিরুদ্ধে ভারতের এই জয়ের জন্য তাঁদের শুভেচ্ছা জানাল পশ্চিমবঙ্গ পুলিশ, যা বেশ মন জিতেছে ক্রিকেটপ্রেমীদের।
আরও পড়ুন-‘ইমরানের মতো তুমিও লোককে বোকা বানাও’…বাবর আজমকে নিয়ে ব্যঙ্গ পাকিস্তান সাংসদের
মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে সুপার ৮ স্টেজে নিজেদের শেষ ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। অন্যদিকে সোমবার ভারতীয় দলের এই রাউন্ডে শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে।