দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো লড়াই দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দলও। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে হেরে যেতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। লর্ডসে সেই ম্যাচে কার্যত দাঁড়াতেই পারেননি ক্যারিবিয়ান ক্রিকেটাররা। অবশ্য দ্বিতীয় টেস্টে কিছুটা হলেও লড়াইয়ে ফিরেছেন তাঁরা। ট্রেন্ট ব্রিজে প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ড দল ৪১৬ রান তুলেছিল। সৌজন্যে ওলি পোপের শতরান। পাল্টা ওয়েস্ট ইন্ডিজ দলও দুরন্ত লড়াই দিল, সৌজন্যে কাভিম হজের দুরন্ত শতরান। তবে তিনি আউট হয়ে যাওয়ায় তাঁদের এই লড়াই প্রথম ইনিংসে কতটা থাকবে সেই নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ যদি লিড নিতে পারে তাহলে এই ম্যাচে তাঁদের ফেরার সম্ভাবনা থাকবে, কিন্তু লিড নিতে না পারলে এই ম্যাচ জেতা তাঁদের কাছে অনেক কঠিন হয়ে যাবে। দ্বিতীয় দিনের শেষে দুই দলেরই রানের যা গতি, তা বেশ চমকপ্রদ। দুই দিন মিলে টেস্ট ক্রিকেটে উঠেছে ৭৬৭ রান, যা চোখে লাগার মতো। ইংল্যান্ডের ৪১৬ রানের জবাবে ব্যাট করতে নেমে টপ অর্ডারে দুই ব্যাটার আউট হয়ে গেলেও অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট এবং আলিক আকাঞ্জে লড়াই চালিয়ে যান। ব্র্যাথওয়েট করেন ৪৮ রান, আকাঞ্জে করেন ৮২ রান। কাভিম হজের সঙ্গে আকাঞ্জের জুটিই ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে বাঁচিয়ে রাখে। হজ করেন ১৭১ বলে ১২০ রান। শেষ পর্যন্ত ক্রিস ওকসের বলে এলবিডাব্লু হয়ে আউট হয়ে যান ক্যারিবিয়ানদের এই ব্যাটার। তিনি আউট হওয়ার পর জ্যাসন হোল্ডার এবং জোসুয়া ডি সিলভা উইকেটে লড়ছেন।
প্রথম ইনিংসে এখনও ৬৫ রানে পিছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। উইকেটে ২৩ রানে অপরাজিত রয়েছেন জ্যাসন হোল্ডার, জোসুয়া ডি সিলভা খেলছেন ৩২ রানে। এই জুটিই ক্যারিবিয়ানদের লিড এনে দিতে পারে। কারণ এরপরই অধিকাংশ বোলার রয়েছে ব্যাটিং অর্ডারে, তাই তাঁদের থেকে খুব বেশি আশা করে যে ঠিক নয় সেটা আলবাত জানেন ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্ট।
ইংল্যান্ড দলের মতো ওয়েস্ট ইন্ডিজ দলও বাজবল টেকনিক অবলম্বন করে ৪ রানের ওপর প্রতি ওভারে রান তুলে নেয় দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে খোলসের মধ্যে থাকতে গিয়ে যে ভুল হয়েছে, সেই ভুল আর করেননি ব্র্যাথওয়েট, হজরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শতরান করা হজ এই ম্যাচে একটি রেকর্ড গড়েন। তিনি ডোমিনিকার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে শতরান করলেন। ২০১৭ সালের পর প্রথম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে শতরান করেন তিনি।