১২ বছরের দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে দাঁড়ি টানলেন শ্যানন গ্যাব্রিয়েল। তারকা পেসার বুধবার ওয়েস্ট ইন্ডিজের জার্সি চিরতরে তুলে রাখার কথা ঘোষণা করেন। ৩৬ বছর বয়সী তারকা ক্যারিবিয়ান দলের হয়ে তিন ফর্ম্যাটেই মাঠে নেমেছেন।
২০১২ সালের ১৭ মে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন শ্যানন। তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথমবার ওয়ান ডে খেলেন ২০১৬ সালের ২১ জুন ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০১৩ সালের ৩ মার্চ নর্থ সাউন্ডে জিম্বাবোয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হাতেখড়ি হয় গ্যাব্রিয়েলের।
শ্যানন ২০২৩ সালের জুলাইয়ে শেষবার ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ম্যাচে মাঠে নামেন। পোর্ট অফ স্পেনের সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ ছিল ভারত। সেটিই ছিল গ্যাব্রিয়েলের শেষ আন্তর্জাতিক ম্যাচ। সুতরাং, দীর্ঘ ১ বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন শ্যানন।
গ্যাব্রিয়েল সোশ্যাল মিডিয়ায় অবসরের কথা ঘোষণা করেন লেখেন, ‘গত ১২ বছরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে সঁপে দিয়েছি। সর্বোচ্চ মঞ্চ প্রিয় খেলাটায় প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে অত্যন্ত আনন্দের বিষয়। তবে কথায় আছে যে, সব ভালো জিনিসেরই একটা শেষ থাকে। আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি।’
অবসর ঘোষণার পরে ক্যারিবিয়ান তারকা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁকে সর্বোচ্চ মঞ্চে ক্রিকেট খেলার যোগ্য করে তোলার জন্য। তিনি ধ্যবাদ জানান ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কর্তা, জাতীয় দলের কোচ, সাপোর্ট স্টাফ, সতীর্থ ও সমর্থকদের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেট এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন গ্যাব্রিয়েল।
শ্যানন গ্যাব্রিয়েলের আন্তর্জাতিক কেরিয়ার
শ্যানন গ্যাব্রিয়েল ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৯টি টেস্টে মাঠে নেমেছেন। সংগ্রহ করেছেন সাকুল্যে ১৬৬টি উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৬ বার। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে ১০ উইকেট নিয়েছেন একবার। এক ইনিংসে তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ৬২ রানে ৮ উইকেট। দুই ইনিংস মিলিয়ে একটি টেস্ট ম্যাচে তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ১২১ রানে ১৩ উইকেট।
গ্যাব্রিয়েল ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৫টি ওয়ান ডে ম্যাচে মাঠে নেমে ৩৩টি উইকেট নিয়েছেন। সেরা বোলিং পারফর্ম্যান্স ১৭ রানে ৩ উইকেট। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমে সাকুল্যে ৩টি উইকেট নিয়েছেন শ্যানন।