বাংলা নিউজ > ক্রিকেট > শুধু টাকা নয়, লাল বলে খেলার আগ্রহই নেই কারোর! টেস্ট না খেলার কারণ জানালেন রাসেল…

শুধু টাকা নয়, লাল বলে খেলার আগ্রহই নেই কারোর! টেস্ট না খেলার কারণ জানালেন রাসেল…

আন্দ্রে রাসেলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েল। ছবি-এএফপি (AFP)

আন্দ্রে রাসেল বলছেন, ‘শুধু টাকার জন্য ক্রিকেটাররা দেশের জার্সিতে টেস্টে খেলছে না বিষয়টা তেমনটা নয়, আমার মনে হয় না অর্থই একমাত্র কারণ। গোটা বিশ্বে এখন এত বেশি টি২০ বা সিমিত ওভারের ফ্র্য়াঞ্চাইজি লিগ চলছে, যে টেস্ট খেলতে অনেকেই তেমন আগ্রহ পাননা। দেশের বাইরে থেকে বড় প্রস্তাব পেলে সকলেই সেটা গ্রহণ করে'

দীর্ঘদিন হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে দুরবস্থা চলছে। একদিনের ক্রিকেট হোক বা টি২০, একসময়ের সেরা দলে এখন অনেক ক্রিকেটারই নিয়মিত খেলতে চাননা। বরং তাঁদের প্রাধান্যের তালিকায় থাকে গোটা বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ। এই যেমন কদিন আগেই টি২০ বিশ্বকাপে ক্যারিবিয়ানদের জার্সিতে গায়ে নেমেছিলেন রাসেল, পুরানরা। অথচ তারপরই ইংল্যান্ডে যখন দল টেস্ট খেলতে যায়, তাঁরা কেউই দলে ছিলেন না। এক্ষেত্রে দলে তাঁদের রাখা হয়না তেমনটা নয়, কেউ টেস্ট ক্রিকেট খেলতেই চাননা দেশের হয়ে। অনেকেই এর পিছনে উইন্ডিজ বোর্ডের আর্থিক সংকটকে কারণ হিসেবে দেখলেও দলের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল কিন্তু বলছেন অন্য কারণের কথা। 

আরও পড়ুন-উন্মাদের মতো শট খেলতে গিয়ে আউট আর্শদীপ! রাগ-বিরক্তি চেপে রাখতে পারলেন না বিরাট-গৌতি!

সম্প্রতি ইংল্যান্ডের দ্য হান্ড্রেডের দলে সুযোগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বেশ কয়েকজন ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন সিমরন হেতমায়ের, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, কেইরন পোলার্ডরা। তাঁদের মধ্যে সর্বোচ্চ দামই পেয়েছেন রাসেল। দেশের হয়ে তিনি শেষবার টেস্টে খেলেছেন ২০১০ সালে। আর পুরান, পাওয়েল, পোলার্ডরা তো একটি টেস্টও খেলেননি দেশের জার্সিতে, এর পিছনে কি শুধুই আর্থিক কারণ? বিষয়টি স্পষ্ট করলেন রাসেল।

আরও পড়ুন-অলিম্পিক্সে হতাশ করলেন তাজিন্দরপাল! যোগ্যতা মানের ধারে কাছে পৌঁছালেন না শট পাটে!

ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ক্রিকেটার বলছেন, ‘শুধু টাকার অভাবের জন্য ক্রিকেটাররা দেশের জার্সিতে টেস্টে খেলছে না বিষয়টা তেমনটা নয়, আমার মনে হয় না অর্থই একমাত্র কারণ। গোটা বিশ্বে এখন এত বেশি টি২০ বা সিমিত ওভারের ফ্র্য়াঞ্চাইজি লিগ চলছে, যে টেস্ট খেলতে অনেকেই তেমন আগ্রহ পাননা। দেশের বাইরে থেকে বড় প্রস্তাব পেলে সকলেই সেটা গ্রহণ করে। তবে সকলেই বৃহত্তর পর্যায় খেলতে ভালোবাসে। আমি নিশ্চিত দল যদি বৃহত্তর পর্যায় পৌঁছায়, তাহলে প্রতিভাবান ক্রিকেটাররা নিজেদের সেরাটা দেবে। তাই এখানে টাকাটা টেস্ট না খেলার কারণ নয়। যেমন টেস্ট ক্রিকেট খেলার জন্য আমার শরীর সমর্থ নয়  ’।

আরও পড়ুন-ঐতিহাসিক সপ্তম দিনে নজর কাড়লেন লক্ষ্য,মনু, তীরে এসে তরী ডুবল বাংলার অঙ্কিতার

সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১০ দিনেই তিনটি টেস্টে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। তিনটি টেস্ট মানে তা চলার কথা ১৫ দিন, কিন্তু ১০ দিনের মধ্যেই তা গুটিয়ে গেছে। সেই নিয়ে ক্যারিবিয়ান তারকা বলছেন, ইংল্যান্ডের মাটিতে গিয়ে সিরিজ জেতা যথেষ্টই কষ্টসাধ্য কাজ। তবে ক্যারিবিয়ানদের কাছেও সুযোগ ছিল, যেটা তাঁরা কাজে লাগাতে ব্যর্থ হয়।

ক্রিকেট খবর

Latest News

‘এলেন,ছড়ালেন,চলে গেলেন’, বিতর্কে বাঁকুড়া মিমসের উন্মেষ,পোস্ট মুছেও হিন্দি দিবসে সেলেবরা শেয়ার করলেন তাঁদের প্রিয় লাইন! কথায় কথায় কে কী বলেন ব্যাট ও বলের মধ্যে লাহোর ও করাচির মতো দূরত্ব, তাও আউট, হাস্যকর আম্পায়ারিং পাকে IPL রিটেনশন নিয়ে সাসপেন্স আরও বাড়তে চলেছে, দাবি নয়া রিপোর্টে ‘‌এটা খুব খারাপ লেগেছে’‌, মুখ্যমন্ত্রীর মন্তব্যে দুঃখিত নির্যাতিতার বাবা–মা মুম্বই সিটির বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র মোহনবাগানের, দায় স্বীকার কোচ মোলিনার বাবা নেই, চোখে জল নিয়ে স্মরণসভায় মালাইকা, পাশে প্রাক্তন স্বামী আরবাজ, নেই অর্জুন চোখ মেলানোর সাহস ছিল না! ধোনির ড্রেসিংরুমের কীর্তি ফাঁস একদা সতীর্থের বাবর আজমকে সেঞ্চুরি করতে দিলেন না শাহিন আফ্রিদি! ৭৯ বলে ৭৬ রান করে ফিরলেন সাজঘরে 'মমতা আসতে বাধ্য হন…কিন্তু আশ্চর্যজনকভাবে দেখলাম…', প্রশ্ন জুনিয়র ডাক্তারদের!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.