সদ্য এশিয়া কাপের বিতর্ক এখনও তরতাজা। পহেলগাঁওয়ে হামলার পর প্রথম বার বাইশগজে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান।কিন্তু ভারতীয় পুরুষ দল পাকিস্তান ক্রিকেটার সঙ্গে কোনও বারই করমর্দন করেনি। এরপর পাকিস্তান বিস্তর জলঘোলা করলেও এবার কী সেই একই অবস্থান নিতে চলেছে ভারতের মহিলা দলও? ওই ম্যাচেও কী জারি থাকবে হ্যান্ডশেক বিতর্ক?
মহিলাদের ওডিআই বিশ্বকাপে ৫ অক্টোবর কলম্বোয় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হরমনপ্রীত কৌররা করমর্দন করবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া। ‘বিবিসি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি এখনই কিছু বলব না। তবে ওদের সঙ্গে আমার সম্পর্ক একই রয়েছে। তাতে কোন বদল হয়নি। সব নিয়ম মেনে কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। আমি শুধু এটাই বলতে পারি যে এমসিসি-র সব নিয়ম মানা হবে। তবে হ্যান্ডশেক বা আলিঙ্গন হবে কিনা সেই বিষয়ে এখনই কিছু স্পষ্ট করতে পারছি না।' এরপরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিবের মন্তব্যে জল্পনা শুরু হয়েছে, তবে কি দু’দেশের ক্রিকেটারেরা একে অপরের সঙ্গে হাত মেলাবেন? তা হয়তো হবে না। দেবজিৎ সইকিয়া ক্রিকেটের নিয়মের কথা বলেছেন। ক্রিকেটের নিয়মে কোথাও লেখা নেই যে হাত মেলানো বাধ্যতামূলক। এটা ক্রিকেটের সৌজন্য। ফলে হাত না মেলালেও নিয়ম ভাঙবে না ভারত।
আরও পড়ুন-বিপাকে পুতিন! বিশ্বের প্রথম 'Drone Wall' বানাচ্ছে ২৭টি দেশ, ভাঙতে পারবে না রাশিয়া
অন্যদিকে বিসিসিআইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পিটিআইকে বলেন, 'বিসিসিআই সরকারের নীতি মেনে চলছে। টসের সময় কোনও করমর্দন হবে না, ম্যাচ রেফারির সঙ্গে কোনও ছবি তোলা হবে না এবং ম্যাচ শেষে খেলোয়াড়দের মধ্যে কোনও করমর্দন হবে না। মহিলা দলও পুরুষ দলের মতো একই নীতি অনুসরণ করবে।' যদিও সেই বোর্ড কর্তা নিজের নাম প্রকাশ করতে চাননি। কলম্বোতে টস পরিচালনা কে করবেন তা নিয়েও আগ্রহ থাকবে। আশা করা হচ্ছে যে একজন প্রাক্তন খেলোয়াড় অথবা নিরপেক্ষ দেশের একজন বিশেষজ্ঞ এই দায়িত্ব পালন করবেন। এবারের পরিবেশ ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের থেকে সম্পূর্ণ আলাদা হবে। সেবার পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফের শিশু কন্যার সঙ্গে ভারতীয় খেলোয়াড়দের ছবি ভাইরাল হয়েছিল। এবার, হরমনপ্রীত কৌর এবং পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানার মধ্যে আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময়ও অসম্ভব বলে মনে হচ্ছে।
আরও পড়ুন-বিপাকে পুতিন! বিশ্বের প্রথম 'Drone Wall' বানাচ্ছে ২৭টি দেশ, ভাঙতে পারবে না রাশিয়া
উল্লেখ্য, এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচের আগে টসের সময় পাক ক্যাপ্টেন সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। শুধু তাই নয়, ম্যাচ জিতেও হাত না মিলিয়েই ড্রেসিংরুমে গিয়ে মুখের উপর দরজা বন্ধ করে দেয় ভারতীয় দল। যা নিয়ে প্রবল অপমানিত হয় পাকিস্তান। সেই সংগে জলঘোলাও হয় বিস্তর। কেন হাত মেলাননি, পুরস্কার বিতরণ এবং ম্যাচ শেষের সাংবাদিক সম্মেলনে তা পরিষ্কার করে দিয়েছিলেন সূর্যকুমার যাদব। বাকি দুই ম্যাচেও হাত মেলানো হয়নি। এমনকী ফাইনালে টসের সময় ব্রডকাস্টারের পক্ষ থেকে ভারত অধিনায়কের সঙ্গে কথা বলার জন্য রবি শাস্ত্রী এবং পাকিস্তান ক্যাপ্টেনের জন্য ওয়াকার ইউনিস ছিলেন।
