এশিয়া কাপ শেষ হয়েও যেন শেষ হয়নি। এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হলেও সেই ট্রফি ভারতের হাতে তুলে দেননি মহসিন নকভি। এখনও পিসিবি প্রধানের বিরুদ্ধে ধেয়ে আসছে সমালোচনা। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, তিনি দেখেছেন নকভি ট্রফি নিয়ে পালাচ্ছেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়াও জানিয়েছেন, আইসিসি-র পরবর্তী সম্মেলনে নকভির বিরুদ্ধে তারা নালিশ জানাবেন। তবে বিশ্বজুড়ে সমালোচনা শুরু হওয়ার পর থেকেই কার্যত অদৃশ্য হয়ে গিয়েছিলেন নকভি। অবশেষে তাঁর দেখা পাওয়া গেল পাক লেগ স্পিনার আবরার আহমেদের বিয়েতে।
আরও পড়ুন-'মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস!' রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
করাচিতে অনুষ্ঠিত হয়েছে আবরার আহমেদের বিয়ে। অনুষ্ঠানের কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে আবরার আহমেদের বিয়েতে উপস্থিত হয়েছেন মহসিন নকভি। তবে তিনি সেখানেও সংবাদমাধ্যমকে এড়িয়ে যেতে পারেননি। সরাসরি তাঁকে প্রশ্ন করা হয় 'এশিয়া কাপ ট্রফি কোথায়?' ' সূর্যকুমার যাদবের বক্তব্য নিয়ে আপনার কী বলার আছে?' কিন্তু নকভি সংবাদমাধ্যমের সমস্ত প্রশ্ন সুকৌশলে এড়িয়ে যান। বরং তাঁর মুখে ফুঁটে ওঠে বিষণ্ণতা ভরা হাসি। শেষ পর্যন্ত পাক পেসার শাহিন আফ্রিদি তাঁকে তার গাড়িতে নিয়ে চলে যান। নকভিকে নিয়ে ভারতীয়দের মনে যতই অসন্তোষ থাকুক না কেন, নিজের দেশে তিনি এখন বীরের সম্মান পাচ্ছেন। ‘শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল’ পুরস্কারে সম্মানিত করা হচ্ছে তাকে। 'নৈতিক ও সাহসী’ পদক্ষেপের জন্য এই স্বীকৃতি পাচ্ছেন মহসিন নকভি।
আরও পড়ুন-'মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস!' রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
এশিয়া কাপ জিতেছে টিম ইন্ডিয়া। কিন্তু এখনও ট্রফি পায়নি। কবে পাবে? তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। গত মাসে এশিয়া ক্রিকেট কাউন্সিলের বৈঠক হয়। সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন সহ সভাপতি রাজীব শুক্লা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধি তথা এশিয়ান কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় হয়। নকভির বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন শুক্লা। আইসিসি-র পরবর্তী সম্মেলনে নকভির বিরুদ্ধে বিসিসিআই নালিশ জানাবে বলে জানিয়েছে। তবে নাকভির বিরুদ্ধে আইসিসি কোনও পদক্ষেপ নেবে কিনা তা এই মুহূর্তে অজানা। পাল্টা নকভিও ভারতের ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। দু’জনের ঝগড়ার ফলে পরিস্থিতি উত্তপ্ত হলেও কাজের কাজ কিছু হয়নি। নকভি অভিযোগ করেন, তাঁকে দীর্ঘক্ষণ পুরস্কার বিতরণের মঞ্চে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তাঁর নিজেকে কার্টুনের মতো লাগছিল। এশিয়া কাপে কম বিতর্ক হয়নি। তিন-তিনটি ম্যাচে পাকিস্তান হার মেনেছে ভারতের কাছে। এরমধ্যে রয়েছে ফাইনালও।পাকিস্তানকে চরম শিক্ষা দেয় ভারতীয় ক্রিকেটাররা। দুবাইয়ের রাতে সূর্যোদয়ের এক ঘণ্টা পরে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঞ্চে তখন ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা কিছুতেই নকভির হাত থেকে তাঁরা ট্রফি নেবেন না। শেষমেশ চূড়ান্ত অসম্মানিত-অপমানিত নকভি ট্রফি নিয়েই চলে যান। ভারতীয় ক্রিকেটাররা ট্রফি ছাড়াই উদযাপন করেন।
