দীর্ঘ দিন পরে রানে ফিরলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দ্বিতীয় একদিনের ম্যাচে ৯০ বলে ১১৯ রান করলেন রোহিত শর্মা। এই সময়ে তিনি ৭টা ছক্কা ও ১২টা চার হাঁকালেন। অনেক দিন পরে যেন চেনা ছন্দে ফিরলেন রোহিত শর্মা। এদিনের খেলায় ম্যাচের সেরা নির্বাচিত হন রোহিত শর্মা। এক ম্য়াচ বাকি থাকতেই সিরিজ পকেটে তুলে নিল রোহিত শর্মার ভারত। এ দিনের ম্যাচ জিতে রোহিত শর্মা নিজের আবেগকে তুলে ধরলেন।
রোহিত শর্মা বলেন, ‘খুব ভালো লাগছে, সত্যিই মাঠে নেমে কিছু রান করতে পেরেছি এটা দারুণ উপভোগ করেছি। এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, সিরিজ নির্ধারণকারি একটা ম্যাচ। আমি ব্যাটিংয়ের পরিকল্পনাকে ছোট ছোট ধাপে ভাগ করেছিলাম। এই ফরম্যাট টি-টোয়েন্টির চেয়ে দীর্ঘ, কিন্তু টেস্টের তুলনায় অনেক সংক্ষিপ্ত। তাই পরিস্থিতি অনুযায়ী ব্যাট করা গুরুত্বপূর্ণ ছিল। আমি চেয়েছিলাম পুরো মনোযোগ দিয়ে ব্যাটিং করতে চেয়েছিলাম এবং ধরে রেখে যতটা সম্ভব গভীর পর্যন্ত খেলতে চেয়েছিলাম।’
আরও পড়ুন … মেসি গোল করলেন ও করালেন! ইন্টার মায়ামির ৫-০ দাপুটে জয়, প্রতিপক্ষ ফুটবলারদের সঙ্গে ছবি তুললেন LM10
এরপরে রোহিত শর্মা বলেন, ‘পিচের ধরন বুঝতে চেয়েছিলাম, কালো মাটির উইকেটে বল কিছুটা স্কিড করে, তাই ব্যাটের পুরো মুখ ব্যবহার করা জরুরি ছিল। ওরা শরীরের দিকে বল করার চেষ্টা করছিল, যাতে আমি জায়গা না পাই, তাই আমি আমার পরিকল্পনা অনুযায়ী খেলেছি। গ্যাপগুলো খুঁজে বের করেছি এবং সৌভাগ্যক্রমে গিল এবং পরে শ্রেয়সের কাছ থেকে ভালো সমর্থন পেয়েছি। আমরা একসঙ্গে ব্যাটিং করতে উপভোগ করি। গিল খুবই ক্লাসি ব্যাটসম্যান, আমি ওকে কাছ থেকে দেখেছি, এবং ও কখনও পরিস্থিতির চাপে ভেঙে পড়ে না। পরিসংখ্যানও তা বলছে, যদি আমি ভুল না করি।’
আরও পড়ুন … UFC: এক ঘুষিতেই খেলা শেষ! মাত্র ১৯ সেকেন্ডে নকআউট ভারতের অংশুল জুবলি, তারপরেই শুরু বিতর্ক
মিডল ওভারের গুরুত্ব নিয়ে রোহিত শর্মা বলেন, ‘মিডল ওভার গুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে খেলা যে কোনও দিকে যেতে পারে। যদি মাঝের ওভারগুলো ভালোভাবে সামলানো যায়, তাহলে শেষের ওভারে চাপ নিতে হয় না। নাগপুরের ম্যাচেও আমরা মিডল ওভারে ভালো বোলিং করেছি, এখানেও তাই করেছি। মাঝের ওভারে উইকেট নিতে পারলে প্রতিপক্ষকে আটকে রাখা সম্ভব। আমরা দল হিসেবে আরও ভালো হতে চাই। আগের ম্যাচের পরেও বলেছিলাম, আমরা দল হিসেবে এবং খেলোয়াড় হিসেবে উন্নতি করতে চাই।’
আরও পড়ুন … IND s ENG 2nd ODI: মাত্র ৭৩ সেকেন্ডেই ওভার শেষ! ইংল্যান্ডের ইনিংসের ২৪তম ওভারে উঠল রবীন্দ্র জাদেজার ঝড়
এরপর ভারতীয় দলের অধিনায়ক বলেন, ‘যতক্ষণ সকলে পরিষ্কার ধারণা নিয়ে খেলবে যে তাদের কী করতে হবে, এবং কোচ ও অধিনায়ক যা বলছেন তা যদি তারা কার্যকরভাবে প্রয়োগ করতে পারে, তাহলে খুব বেশি চিন্তা করার দরকার নেই।’