২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত মরিয়া হয়ে রয়েছে আইসিসি-র ট্রফির খরা কাটাতে। ২০১৩ সালের পর থেকে কখনও আইসিসি-র কোনও টুর্নামেন্ট জিততে পারেননি বিরাট কোহলি এবং রোহিত শর্মা। অথচ ভারতের কাছে ক্রিকেট আবেগের খেলা। ভারতীয় দল যখনই বিশ্বকাপে অংশ নেয়, তখনই সেই আবেগ সপ্তমে চড়ে যায়। কিন্তু বারবার ভারতীয় ক্রিকেট ভক্তদের নিরাশ হতে হয়। ভারতীয় ক্রিকেট টিমের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন যে, রাহুল দ্রাবিড় এবং তাঁর দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে সফল হতে গেলে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ পদ্ধতিতে খেলতে হবে।
Revsportz-এ একটি সাক্ষাৎকারে সৌরভ দাবি করেছেন যে, অত্যধিক প্রত্যাশার চাপের ফলেই সবটা ঘেঁটে যায়। এমন কী তিনি বলেছে, স্টেডিয়ামের গ্যালারিতে থাকা বিরাট কোহলি এবং রোহিত শর্মার স্ত্রীদের দিকে ম্যাচ চলাকালীন যদি দেখা যায়, তবে উপলব্ধি করা যাবে, তাঁরাও কতটা চাপে থাকেন!
আরও পড়ুন: জন্মদিনের দিনই আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটের মাঠ ছাড়লেন দীনেশ কার্তিক
বিরাট, রোহিতের স্ত্রীরাও চাপে থাকেন
সৌরভ বলেছেন, ‘রাহুল (দ্রাবিড়) একজন একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার এবং ক্রিকেটের মস্তিষ্ক অসাধারণ। তবে আমি রাহুলকে বলব, কিছুটা রিল্যাক্স থাকতে। যখন আমি রোহিতের স্ত্রীকে স্ট্যান্ডে দেখি, তখন বোঝা যায়, ও কতটা চাপে আছে। আমি যখন বিরাটের স্ত্রীকে দেখি, তখনও বুঝি, ও ঠিক কী চাপ অনুভব করছে। ভারতীয় দলের উপর যে প্রত্যাশার চাপটা থাকে, সেটা দেওয়াটা আমাদের ভুল। উদাহরণ হিসেবে আমি ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে কথা বলতে পারি। যখন বড় কোনও ম্যাচ খেলছি, তখন রিল্যাক্স হয়ে খেলতে হবে। স্বাধীন ভাবে নিজেদের খেলাটা খেলে যেতে হবে।’
আরও পড়ুন: পাকিস্তানের চেয়ে ভারত এগিয়ে রয়েছে ঠিকই, কিন্তু… রোহিতদের কোন বিষয়ে সতর্ক করলেন সৌরভ?
চাপমুক্ত হয়ে খেলার পরামর্শ
ভারত ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল, যে ম্যাচে তারা ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল। সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন, শিরোপা জয়ের লড়াইয়ের ম্যাচে ভারত যদি রিল্যাক্স ভাবে খেলতে পারত, তবে আরও ভালো ফল হতে পারত।
বাংলার মহারাজের দাবি, ‘২০২৩ বিশ্বকাপের ফাইনালে হেরে গেলেও, আমি বলব, ভারত সেরা দল ছিল। সেই টুর্নামেন্টে আমরা কিছু দুর্দান্ত ক্রিকেট খেলেছি। ফাইনাল ম্যাচে যদি একটু রিল্যাক্স ভাবে খেলতে পারতাম, তবে ভালো ফল হতে পারত। আমি এটাই দেখতে চাই যে, ভারতীয় ক্রিকেটাররা স্বাধীন ভাবে এবং চাপমুক্ত হয়ে নিজেদের খেলাটা খেলছে।’
ভারতের বিশ্বকাপ জয়ের বড় সুযোগ
ভারতের সম্ভাবনা সম্পর্কে সৌরভ বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার বড় সম্ভাবনা ভারতের মধ্যে রয়েছে। তাঁর মতে, ‘ভারতের বিশ্বকাপে খুব ভালো সুযোগ রয়েছে। ভারতকে টি-টোয়েন্টি দলের মতো খেলতে হবে। দলে প্রচুর প্রতিভা রয়েছে। ভয় ছাড়াই খেলতে হবে এবং শুধু আক্রমণাত্মক মেজাজে খেলতে হবে। এটি এমন একটি দল, যেখানে (বিরাট) কোহলি, রোহিত (শর্মা), সূর্য (সূর্যকুমার যাদব), (ঋষভ) পন্ত, (শিবম) দুবে, (হার্দিক) পান্ডিয়া, (রবীন্দ্র) জাদেজা, অক্ষর (প্যাটেল), (জসপ্রিত) বুমরাহ, সঞ্জুরা (স্যামসন) রয়েছে।’
তাঁর সংযোজন, ‘এ কারণেই আমি বলছি যে, প্রত্যেকেই ভারতকে বিশ্বকাপ জেতাতে পারে। এবং এটি করার একমাত্র উপায়, স্বাধীন ভাবে খেলে যাওয়া। অতিরিক্ত ব্যাটসম্যান নিয়ে খেলতে হবে। এবং প্রথম বল থেকে হিট করতে হবে।’