ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্যাচ বিশ্ব ক্রিকেটের অন্যতম মূল আকর্ষণ। যেখানেই এই দুই দলের খেলা হোক না কেন স্টেডিয়াম কোনায় কোনায় ভর্তি থাকে। দুই চির-প্রতিদ্বন্দ্বী দলের ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকদের মধ্যে থাকে প্রবল উত্তেজনা। বিভিন্ন সময় একে অপরের বিরুদ্ধেও বলতে শোনা যায়। বিশেষ করে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা ভারতকে নিয়ে বেশি মাথা ঘামায়।
তবে এবার নতুন বিতর্কের সৃষ্টি হল পাকিস্তানের সীমিত ওভারের তারকা ক্রিকেটার ইফতিকার আহমেদকে নিয়ে। টুইটারে এক টুইটার অ্যাকাউন্ট থেকে ইফতিকারের নামে পোস্ট করে বলা হয়, তিনি ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলাকালীন মনে করেন যে পথ শিশুদের সঙ্গে ক্রিকেট খেলছেন। এই টুইট ভাইরাল হতে সময় নেয়নি। স্বাভাবিকভাবেই বিতর্কে শুরু হয়। তবে ইফতিকার দাবি করেছেন এইরকম কোনও কথা তিনি কখনই বলেননি। এর সঙ্গে সঙ্গেই টুইটারে একটি টুইট করেন তিনি সেখানে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মালিক এলন মাস্ককে ট্যাগ করে আহমেদ বলেছেন, এই ধরনের প্রোফাইলগুলিকে যেন ব্লক করে দেওয়া হয়।
ঘটনার সূত্রপাত দুই দেশের স্বাধীনতা দিবসের আগে। ১১ আগস্ট এক টুইটার ব্যবহারকারী একটি পোস্ট করেন। সেখানে বলা হয় ইফতিকার ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলাকে নিয়ে বলেছেন পড়শি দেশের সঙ্গে খেলার সময় তিনি মনে করেন পথ শিশুদের সঙ্গে ম্যাচ খেলছেন। তবে আহমেদ এই টুইট এর বিপক্ষে নিজের অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে বলেন, তিনি এই রকম কোনও কথা বলেননি। তিনি লেখেন, 'যে টুইটে এইরকম কথা বলা হয়েছে এই রকম কথা আমি কোনও দিন বলিনি। এমনকী কোনও পেশাদার ক্রিকেটার এই ধরনের কথা কোনদিনই বলবেন না। অনুগ্রহ করে এই ধরনের ভুয়ো খবর ছড়ানো বন্ধ হোক। প্রত্যেককেই ব্যক্তিগতভাবে এই টুইটের বিরুদ্ধে রিপোর্ট করুন। কেউ হিংসা ছড়াবেন না। এলন মাক্স এই ধরনের একাউন্টকে ব্লক করে দিন। যারা ব্লুটিকের খারাপ ব্যবহার করছে।'
আর কিছুদিন পরেই এশিয়া কাপ শুরু হতে চলেছে সেখানে মুখোমুখি হবে এই দুই দেশ। সবকিছু ঠিকঠাক থাকলে এই টুর্নামেন্টে তিনবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। এশিয়া কাপের পরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা একদিনের ক্রিকেট বিশ্বকাপেও এই দুই দেশের লড়াই দেখা যাবে যা নিয়ে এখন থেকেই সমর্থকদের মনে উত্তেজনা তুঙ্গে।