বাংলা নিউজ > ক্রিকেট > ৮, ৯ নম্বরে নেমেও ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করতে হবে- বোলারদের সতর্ক করে রাখলেন রোহিত

৮, ৯ নম্বরে নেমেও ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করতে হবে- বোলারদের সতর্ক করে রাখলেন রোহিত

রোহিত শর্মা।

তবে ভারত দল ঘোষণা করেছেন মূলত ব্যাটিং গভীরতাকে গুরুত্ব দিয়ে। সে কথা স্বীকারও করে নিয়েছেন রোহিত শর্মা। পাশাপাশি তিনি চান যে, বোলাররাও শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও অবদান রাখুন।

মঙ্গলবারই বিশ্বকাপের ১৫ জনের দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে তিলক বর্মা ও প্রসিধ কৃষ্ণকে। রিজার্ভ প্লেয়ার হিসেবে এশিয়া কাপের দলের সঙ্গে থাকা সঞ্জু স্যামসনও বিশ্বকাপের দলে জায়গা পাননি। বাকি দল একই আছে।

ভারত-পাকিস্তান ম্যাচের পর অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিশ্বকাপের দল নিয়ে আলোচনা করেছিলেন প্রধান নির্বাচক অজিত আগরকার। গত শনিবার মধ্যরাতের আলোচনায় যে ১৫ জনের নাম চূড়ান্ত হয়েছিল, তাঁরাই জায়গা পেয়েছেন বিশ্বকাপের প্রাথমিক দলে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী ৫ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করতে হবে অংশগ্রহণকারী দেশগুলিকে। সেই মতো দল ঘোষণা করল ভারত। ঘোষিত ১৫ জনের দলে অবশ্য প্রয়োজনে পরিবর্তন করা যাবে। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে ২৮ সেপ্টেম্বরের মধ্যে।

আরও পড়ুন: কেএল রাহুলের লড়াইটা ইশানের সঙ্গে নয়, বরং শ্রেয়সের সঙ্গে হওয়া উচিত- ভারতের একাদশ নিয়ে সাফ দাবি গাভাসকরের

তবে ভারত দল ঘোষণা করেছেন মূলত ব্যাটিং গভীরতাকে গুরুত্ব দিয়ে। সে কথা স্বীকারও করে নিয়েছেন রোহিত শর্মা। পাশাপাশি তিনি চান যে, বোলাররাও শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও অবদান রাখুন। টিম ঘোষণার পর সাংবাদিক সম্মেলনে রোহিত বলেছেন, ‘যখন আমরা ব্যাটিং গভীরতার কথা বলি, তখন কিন্তু নয় নম্বর, আট নম্বর পজিশনগুলিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।’ অর্থাৎ বোলারদের থেকে রোহিত ভালো ব্যাটিং পারফরম্যান্সও যে আশা করছেন সেটা বুঝিয়ে দিয়েছেন।

আরও পড়ুন: বিশ্বকাপের স্কোয়াডের সঙ্গে কেন কোনও রিজার্ভ প্লেয়ারের নাম ঘোষণা করেনি টিম ইন্ডিয়া?

ভারতের দল নির্বাচনের আগে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তিনটি নাম নিয়ে। তাঁরা হলেন লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চহাল। রাহুল এখনও ম্যাচ খেলার মতো ফিট নন। এশিয়া কাপের দলে থাকলেও মাঠে নামেননি তিনি। রাহুল কবে ম্যাচ খেলতে পারবেন, তা এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিটনেস বিশেষজ্ঞেরা রাহুলকে নিয়ে এখনও সন্তুষ্ট নন। ম্যাচ খেলার মতো জায়গায় আসতে তাঁর আরও কিছু দিন লাগবে। মনে করা হচ্ছে, বিশ্বকাপের আগে তিনি ফিট হয়ে যাবেন। রাহুলকে দলে রাখা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে। অশ্বিন এবং চহালের মধ্যে এক জনকে বিশ্বকাপের দলে রাখা নিয়ে আলোচনা হয় দীর্ঘ সময়। যদিও শেষ পর্যন্ত এক জন বিশেষজ্ঞ স্পিনার নিয়েই দল তৈরি করা হয়েছে। তবে অশ্বিন কিন্তু ব্যাট হাতেও ভালো পারফরম্যান্স করেন। পাশাপাশি বল হাতে তাঁর পারফরম্যান্স নিয়ে কোনও প্রশ্নই নেই। তবু তাঁকে দলে কেন রাখা হয়নি, তা নিয়ে তীব্র চর্চা চলছে।

ক্রিকেট খবর

Latest News

রত্নগর্ভাদের ‘আলো’ই আলোকিত করছে কাশী বোস লেনের পুজো, থিমের নেপথ্যে বাংলার ইতিহাস আদালতের বাইরেই মিটমাট! CBFC-র দাবি মেনে ইমার্জেন্সি-তে ১৩টি বদল আনবেন কঙ্গনা শনিবার থেকে শুরু হয়ে যাবে রাজ্য সরকারি কর্মচারিদের ছুটি, টানা ১৬ দিন বন্ধ নবান্ন আরজি করের 'দুর্ঘটনা দুঃখজনক', পুজো উদ্বোধনের মধ্যেই মন্তব্য মুখ্যমন্ত্রীর রোদ-বৃষ্টিতেই প্যান্ডেল হপিংয়ের প্ল্যান? অসুখ থেকে দূরে থাকুন এভাবে পুজোর প্রেমে আস্থা নেই! বঁধুয়া শেষ, দুর্গাপুজো শহরের বাইরেই কাটবে সুরভীর বাবার কোলে বসে আছেন মা, ঠনঠনিয়ার দত্তবাড়িতে মায়ের পুজো হয় বৈষ্ণব মতে পুজোর দিনে লিভিং রুম তাক লাগাবে অতিথিদের, সাজানোর সময় মনে রাখুন ছোট্ট কিছু টিপস পুজোয় বাঙালি সাজে দিমি-বিশাল-শুভাশিস, ভাইরাল তারকারা ফিল্ডিংয়ে কোনও ঢিলেমি বরদাস্ত নয়, বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে ‘কঠোর’ গম্ভীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.