Champions Trophy opening ceremony: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এখনও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) থেকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানের সময়সূচী নিয়ে সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে।
আসলে সকলেই আশা করছেন চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে এবং প্রাক-ইভেন্ট প্রেস কনফারেন্সে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানে উপস্থিত থাকবেন। তবে এ বিষয়ে এখনও কোনও পরিষ্কার তথ্য সামনে আসেনি।
আরও পড়ুন… Ranji Trophy 2024-25: অনুষ্টুপের নেতৃত্বে ঋদ্ধি-মুকেশদের হরিয়ানা বধের ছক, বাংলা দলের ঘোষণা করল CAB
১৬ বা ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান
PTI-এর প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান ১৬ বা ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। তবে ICC এখনও তারিখ নিশ্চিত করেনি। তবে, PCB আশা করছে রোহিত শর্মা পাকিস্তানে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আরেকটি সূত্র PTI-কে জানিয়েছে যে PCB তাদের সরকারের কাছ থেকে সব ধরনের প্রয়োজনীয় ছাড়পত্র পেয়েছে, যাতে করে তারা সকল ভ্রমণকারী অধিনায়ক, প্লেয়ার এবং টিম কর্মকর্তাদের দ্রুত ভিসা প্রদান করতে পারে।
রোহিত শর্মা কি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানে যাবেন?
সূত্রটি বলেছে, ‘এটি রোহিত বা ভারতের অন্য কোন প্লেয়ার, কর্মকর্তা অথবা বোর্ড কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করবে।’ আরেকটি সূত্র PTI-কে জানিয়েছে যে পাকিস্তান বোর্ড ICC-কে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে উদ্বোধনী অনুষ্ঠান পাকিস্তানে অনুষ্ঠিত হবে এবং আরও জানানো হয়েছে যে সম্প্রতি পাকিস্তানে আসা ICC প্রতিনিধি দলের তিনজন ভারতীয় নাগরিককে ভিসা দেওয়া হয়েছে। একবার ICC তাদের নাম PCB-কে পাঠানোর পরে সেটা করা হয়েছে।
আরও পড়ুন… BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর, উঠল IPL বেতন ইস্যু
টিম ইন্ডিয়া তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে-
সূত্রটি বলেছেন, ‘এটি সাধারণ প্রটোকলের অধীনে এবং যেহেতু উদ্বোধনী ম্যাচ ১৯ তারিখে, তাই উদ্বোধনী অনুষ্ঠান ১৬ অথবা ১৭ তারিখে অনুষ্ঠিত হতে পারে।’ ভারত তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি দুবাইয়ে খেলবে।
ভারত গ্রুপ লিগে জিতলে প্লে-অফের ভেন্যু ঠিক হবে-
আট-টিমের চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি করাচি, পাকিস্তানে শুরু হবে। তবে, ভারত তাদের সমস্ত ম্যাচ দুবাইয়ে খেলবে, কারণ ভারতীয় সরকার টিম ইন্ডিয়াকে পাকিস্তানে ভ্রমণের জন্য ছাড়পত্র দেয়নি। দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনার কারণেই এমনটা করা হয়েছে। এর মানে হল, ভারতের অগ্রগতি প্লে-অফ ম্যাচের জন্য ভেন্যু নিশ্চিত করবে।
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-তে কোন গ্রুপে কোন দল রয়েছে-
ভারত এবং বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান গ্রুপ এ-তে থাকবে, যার সঙ্গে থাকবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। গ্রুপ বি-তে আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা রয়েছে।