Gautam Gambhir Press Conference: শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে টিম ইন্ডিয়ার নতুন প্রধান কোচ গৌতম গম্ভীর ও মুখ্য নির্বাচক অজিত আগরকর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। এই সময়ে, মহম্মদ শামির প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন উঠে আসে, যার উত্তর দিতে গিয়ে মহম্মদ শামির ফিটনেস নিয়ে একটি বড় আপডেট দিয়েছেন অজিত আগরকর। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পরই দল ছেড়ে ছিলেন মহম্মদ শামি। সম্প্রতি তাঁর হাঁটুর অস্ত্রোপচারও করানো হয়েছে, তিনি বর্তমানে রিকভারি মোডে রয়েছেন।
টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার মহম্মদ শামি বর্তমানে ক্রিকেট থেকে দূরে রয়েছেন। গত বছর ওডিআই বিশ্বকাপে শেষ ম্যাচ খেলেছিলেন মহম্মদ শামি। তারপর থেকে এখন পর্যন্ত ইনজুরি থেকে সেরে উঠছেন তিনি। এখন ৯ মাস পেরিয়ে গেছে, এই সময়ে মহম্মদ শামির বোলিং অনুশীলনের কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এমন পরিস্থিতিতে বড় প্রশ্ন হল মহম্মদ শামি কবে ভারতীয় দলে ফিরবেন? সর্বোপরি, মহম্মদ শামি কখন এবং কোথায় খেলবেন ২০২৪ সালে নিজের পরবর্তী এবং প্রথম ম্যাচ? এই বড় প্রশ্ন নিয়ে গৌতম গম্ভীরের প্রেস কনফারেন্সে বেশ হৈচৈ তৈরি হয়েছিল। এর উত্তর দিতে এগিয়ে আসেন দলের প্রধান নির্বাচক অজিত আগরকর।
আরও পড়ুন… SL vs IND: ভারতের হয়ে কোচিং করানো.....কেন নাইটদের ঘর ভাঙলেন, যুক্তি দিয়ে বোঝালেন গম্ভীর
মহম্মদ শামির প্রত্যাবর্তন সম্পর্কে কথা বলতে গিয়ে অজিত আগারকর বলেছেন, ‘মহম্মদ শামি বোলিং শুরু করেছেন যা একটি ভালো লক্ষণ। প্রথম টেস্ট ১৯ সেপ্টেম্বর এবং এটি সর্বদা লক্ষ্য ছিল। আমি জানি না তার পুনরুদ্ধারের টাইমলাইন কী, আমাদের এই বিষয়ে এনসিএ-র লোকদের সে সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে। এখনও অনেক টেস্ট ম্যাচ খেলা বাকি রয়েছে। আমাদের কিছু গভীরতা প্রয়োজন হবে। বুমরাহ, শামি, সিরাজ বেশ কিছুদিন ধরে খেলছেন, এটা স্পষ্ট। তবে এ নিয়ে কিছু আলোচনা হবে। অনেক প্রথম-শ্রেণির ক্রিকেট আসছে তাই আমরা এমন খেলোয়াড় তৈরি করতে পারি।’
আরও পড়ুন… ওর মধ্যে আমরা.....প্রাক্তন নাইট গিলকে প্রশংসায় ভরালেন আগরকর, জানালেন ভাইস ক্যাপ্টেন করার কারণ
ভারতের প্রথম টেস্ট খেলতে হবে বাংলাদেশের বিরুদ্ধে ১৯ সেপ্টেম্বর। অজিত আগরকর আশা করছেন, মহম্মদ শামি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে কামব্যাক করতে পারবেন। বাংলাদেশের বিরুদ্ধে মহম্মদ শামি প্রত্যাবর্তন করতে না পারলে তাঁর সামনে অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে কামব্যাক করার সুযোগ থাকবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রত্যাবর্তন করে মহম্মদ শামি অস্ট্রেলিয়া সফরের আগে নিজেকে প্রস্তুত করতে পারেন। চলতি বছরের শেষের দিকে টিম ইন্ডিয়াকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে।