বিশ্বচ্যাম্পিয়নদের লজ্জার হার। বিশ্বজয়ের পরেই বিপর্যয়ের মুখে টিম ইন্ডিয়া। গত শনিবার বিশ্বকাপ জিতেছিলেন রোহিত শর্মারা। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই জিম্বাবোয়ের কাছে পরাজয়। যে জিম্বাবোয়ে নাকি টি২০ বিশ্বকাপে খেলারই যোগ্যতা অর্জন করতে পারেনি, তাদের কাছেই হেরে বসল টিম ইন্ডিয়া। হারারে স্পোর্টস ক্লাবে শুভমন গিলের নেতৃত্বে ১৩ রানে লজ্জাজনক ভাবে হারল ভারত। ২০২৪ সালে এটাই প্রথম টি-টোয়েন্টিতে হার টিম ইন্ডিয়ার। টানা ১২টি টি২০ জয়ের পর, অবশেষে ভারতের বিজয়রথ আটকে দিল জিম্বাবোয়ে।
আরও পড়ুন: 2024 T20I-তে প্রথম হার, ভারতের টানা ১২ ম্যাচ জয়ের ধারায় ফুলস্টপ লাগাল জিম্বাবোয়ে
উগান্ডার কাছে হেরে যে দলটি বিশ্বকাপের যোগ্যতাই অর্জন করতে পারেননি, সেই জিম্বাবোয়ের কাছে হারতে হল বিশ্বকাপ জয়ীদের। হোক না দ্বিতীয় সারির দল, তরুণ দল, তাই বলে এমন লজ্জার হার! এটা হজম করা কঠিন। এই হার অনেক প্রশ্ন তুলে দিয়েছে। ভারতের পরের প্রজন্ম কি এখনও তৈরি হয়নি? কোহলি-রোহিতদের ব্যাটন ধরার মতো যোগ্যতা কি তৈরি হয়নি কারও? নাকি দাদাদের জয়ে ভাইয়েরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলেন? তাতেই ডুবতে হল দলকে?
আরও পড়ুন: ৪-২-১৩-৪- ভাজ্জির ১২ বছর আগের অনন্য রেকর্ড ছুঁলেন বিষ্ণোই, করলেন ক্যারিয়ারের সেরা বোলিং
হারের কারণ হাতড়ালেন শুভমন
এই হারের ব্যাখ্যা দিতে গিয়ে শুভমন বলেন, ‘আমরা ভালো বল করেছি। তবে ভালো ফিল্ডিং করতে পারিনি। আমরা সময় নিয়ে ব্যাটিং উপভোগ করতে চেয়েছিলাম। কিন্তু আমরা প্ল্যান মাফিক এগোতে পারিনি। ম্যাচের মাঝামাঝি আমরা ৫ উইকেট হারাই। আমি শেষ পর্যন্ত থাকতে পারলে ভালো হত। যে ভাবে আউট হয়েছি তাতে আমি হতাশ। ওয়াশি (ওয়াশিংটন সুন্দর) আশা জিইয়ে রেখেছিল। ১১৫ রান তাড়া করতে নেমে ম্যাচ জেতার জন্য যদি দশ নম্বর ব্যাটারের ওপর নির্ভর করতে হয়, তার মানে নিশ্চয়ই কোথাও গণ্ডগোল হয়েছে।’
উচ্ছ্বসিত সিকান্দার
এদিকে জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দার রাজা দাবি করেছেন, ‘এই জয়ে সত্যিই খুব খুশি। আমরা ম্যাচ প্রতি এগোতে চাই। আমাদের কাজ এখনও শেষ হয়নি। সিরিজ এখনও বাকি। বিশ্বচ্যাম্পিয়নরা তো বিশ্বচ্যাম্পিয়নদের মতো খেলে, তাই আমাদের পরের ম্যাচের জন্য প্রস্তুত থাকতে হবে।’
বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের এই সিরিজে দলে রাখা হয়নি। জিম্বাবোয়ের সফরের দলে প্রায় সবাই তরুণ ক্রিকেটার। যদিও শুভমন, রুতুরাজ গায়কোয়াড়, রিঙ্কু সিংদের অভিজ্ঞতা কম নয়। কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে দেখে মনে হয়নি, জেতার চেষ্টা করছে ভারত। দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়েছেন ব্যাটারেরা। আইপিএলের পারফরম্যান্সের নিরিখে আন্তর্জাতিক টুর্নামেন্টের দল গঠনের কতটা যৌক্তিকতা রয়েছে সেই নিয়েও এবার প্রশ্ন উঠে গিয়েছে।