নাগপুরে ইংল্যান্ড বনাম ভারত প্রথম ওডিআই ম্যাচটি অনুষ্ঠিত হয়। সেখানে প্রথমবার বিরাট কোহলির সঙ্গে সাক্ষাৎ হয় জ্যাকব বেথেলের। যিনি এবার আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলবেন। এই তরুণ অলরাউন্ডার ইতিমধ্যেই তারকা সমৃদ্ধ আরসিবি দলে খেলার জন্য মুখিয়ে রয়েছেন। বেথেলকে আরসিবি আইপিএল-এর মেগা অকশনে ২.৬০ কোটি টাকায় দলে নিয়েছিল। তিনি আরসিবি ভক্তদের কাছে অপরিচিত নয়। ভারত সফরে ইংল্যান্ডের হয়ে খেলছেন বেথেল। ইতিমধ্যেই আরসিবি সমর্থকদের কাছ থেকে অনেক ভালোবাসার পেয়েছেন এই ইংরেজ অলরাউন্ডার। ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আরসিবি একটি দুর্দান্ত ফ্র্যাঞ্চাইজি। আমি এখানে ভালোবাসা অনুভব করেছি। আমি যেই গ্রাউন্ডে গেছি, মাঠে নামার সঙ্গে সঙ্গে তারা স্লোগান দিতে শুরু করে: আরসিবি, আরসিবি। নিশ্চিতভাবে আরসিবির অনেক সমর্থক আছে।’
২২ বছর বয়সী এই অলরাউন্ডার নাগপুরে ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচ চলাকালীন প্রথমবারের মতো ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলির সঙ্গে দেখা করেছিলেন।সেই ম্যাচে ইংল্যাদের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বেথেল। ব্যাট হাতে ৫১ রান করার পর বল হাতেও একটি উইকেট নিয়েছিলেন। বেথেল আরসিবিতে কোহলি এবং অন্যান্য ক্রিকেট আইকনদের সঙ্গে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘এই ধরণের ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ পেয়ে খুব উচ্ছ্বসিত।’ তিনি আরও বলেন, ‘আপনি যখন এরকম ক্রিকেটারদের বিরুদ্ধে খেলেন তখন বুঝতে পারেন যে আপনিও একই খেলা খেলছেন। তারাও একই ভুল করে যা আপনি করেন। তবে এরা সেই ক্রিকেটারদের মধ্যে পড়ে যারা ভুল কম করে।’
বেথেল বল হাতে শ্রেয়স আইয়ারের উইকেট নিয়েছিলেন। সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি নিজেকে একজন প্রকৃত অলরাউন্ডার মনে করি। যখনই আমি বল করার সুযোগ পাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করি এবং দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি।’ উল্লেখ্য, নাগপুরে টসে জিতে ইংল্যান্ড ব্যাটিং নিয়েছিল। প্রথমে তারা ৪৭.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৪৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ৩৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে ভারত। সিরিজের পরবর্তী ম্যাচ রয়েছে ৯ ফেব্রুয়ারি। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার উদ্দেশ্যে ভারতীয় দল উড়ে যাবে দুবাইয়ে। প্রতিযোগিতায় প্রথম ম্যাচ রয়েছে ২০ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ বাংলাদেশ।