ভারত সফরে এসে রবিচন্দ্রন অশ্বিনের মোকাবিলা করার জন্য অতীতে অস্ট্রেলিয়ার মতো দলকে বিশেষ কৌশল অবলম্বন করতে দেখা গিয়েছে। তারা অশ্বিনের মতো বোলিং অ্যাকশনের স্পিনার মহেশ পিথিয়াকে নেট বোলার হিসেবে ব্যবহার করে। অবিকল রবিচন্দ্রনের মতো বোলিং অ্যাকশনের জন্যই বরোদার স্পিনার পিথিয়াকে ডুপ্লিকেট অশ্বিন তকমা দেওয়া হয়।
এবার ভারতীয় ক্রিকেটে আরও এক ডুপ্লিকেট অশ্বিনের খোঁজ পাওয়া গিয়েছে। ২১ বছরের এই স্পিনারের বোলিং অ্যাকশন এক্কেবারে রবিন্দ্রনের মতো। ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই বোলার নজর কেড়েছেন খোদ জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকরের। নির্বাচক কমিটির বাকি সদস্যরাও অভিভূত তরুণ স্পিনারের বোলিংয়ে।
ঠিক সেই কারণেই এখনও সিনিয়র ক্রিকেটে হাতেখড়ি না হওয়া আনকোরা বোলারকে ডেকে নেওয়া হয়েছে জাতীয় দলের ক্যাম্পে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ভারতীয় দলকে প্রস্তুতিতে সাহায্য করবেন মুম্বইয়ের ২১ বছর বয়সী স্পিনার হিমাংশু সিং।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হবে ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট। রবিবারই প্রথম টেস্টের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করে বিসিসিআই। ১২ সেপ্টেম্বর থেকে চিপকে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করার কথা ভারতীয় দলের। ১২ তারিখেই চেন্নাইয়ে ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হিমাংশুকে।
২১ বছরের হিমাংশু মুম্বই ক্রিকেটে ইতিমধ্যেই আলাদা পরিচিতি তৈরি করে নিয়েছেন। যদিও এখনও মুম্বইয়ের সিনিয়র দলের হয়ে মাঠে নামা হয়নি তাঁর। সম্প্রতি মুম্বইয়ের হয়ে বুচি বাবু আমন্ত্রণী টুর্নামেন্টে মাঠে নামেন হিমাংশু। তিনি ২টি ম্যাচে সাকুল্যে ৭টি উইকেট দখল করেন। ওভার প্রতি মাত্র ২.৭৮ রান খরচ করেন এই উঠতি স্পিনার। ইনিংসে ৫ উইকেট নেন একবার। বুচি বাবুতে তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ৮১ রানে ৫ উইকেট।
এছাড়া কে থিমাপ্পিয়া আমন্ত্রণী টুর্নামেন্টে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে মুম্বইয়ে হয়ে মাঠে নেমে ৭৪ রানের বিনিময়ে ৭টি উইকেট নেন হিমাংশু। এই তরুণ স্পিনার মুম্বইয়ের অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-২৩ দলের হয়ে চমকপ্রদ পারফর্ম্যান্স উপহার দিয়েছেন। বিসিসিআইয়ের উঠতি ক্রিকেটারদের ক্যাম্পেও অংশ নিয়েছেন হিমাংশু।
সাম্প্রতিক সময়ে ভারতীয় দলকে স্পিনারদের বিরুদ্ধে নড়বড়ে দেখিয়েছে। ঠিক সেই কারণেই প্রতিভাবান এই স্পিনারকে প্রস্তুতি শিবিরে ডাকা হয়েছে। তাছাড়া বাংলাদেশ দলের স্পিন আক্রমণ বরাবর ভালো। তার উপর পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে ভারত সফরে আসছেন নাজমুল হোসেন শান্তরা। সঙ্গত করণেই টিম ইন্ডিয়া প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চায় না।