ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক পদে আসার পর থেকে সাফল্য কম নয় রোহিত শর্মার। টি২০ বিশ্বকাপ জিতেছেন। ওডিআই বিশ্বকাপের ফাইনালে তুলেছেন দলকে বহুদিন পর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও ধারাবাহিকভাবে ভালো খেলে আসছে ভারত, গতবার রোহিতের নেতৃত্বে ফাইনালে উঠেছিল। এবারও তাঁরা লর্ডসে ফাইনাল খেলার লক্ষ্যে মরিয়া।
আরও পড়ুন-পঞ্চম একদিনের ম্যাচে DLS মেথডে ইংল্যান্ড বধ অজিদের! অলরাউন্ডার হেডের ম্যাজিকে সিরিজ জয়…
যদিও রোহিত শর্মা নিজের ক্রিকেট খেলার পাশাপাশি মাঠের বাইরের কাজকর্মেরও জন্যেও সাম্প্রতিক সময় বারবার শিরোনামে উঠেছেন। কিন্তু রোহিতের শিশুসুলভ ব্যবহার মন জিতে নিয়েছে ক্রিকেট সমর্থকদের। বিরাট বা ধোনির মধ্যে যে আগ্রাসী ছিল অধিনায়ক হিসেবে, রোহিত তাঁদের থেকে অনেকটা আলাদা। অনেকটা ঘরের আদরের ছেলের মতোই। হাসি খুশি, বিন্দাস মেজাজে থাকেন। এবার নিজেকে নিয়েই বড় রহস্য ফাঁস করলেন তিনি।
রোহিত শর্মার ভারতীয় দলের গত দুই বছরে প্রচুর নতুন মুখের অভিষেক হয়েছে। ধ্রুব জুরেল থেকে সরফরাজ খান, রজত পাতিদার, আকাশদীপ, যশস্বী জয়সওয়ালও টেস্টে দারুণ খেলছেন। রোহিত সবাইকেই নিজের ভাইয়ের মতো আগলে রাখেন। মজা করে গার্ডেনে ঘুরতে যেতেও নিষেধ করেন ক্রিকেটারদের। সেই রোহিতকেই মুম্বই ইন্ডিয়ান্সে এবার বড় বিড়ম্বনায় পড়তে হয়েছিল অধিনায়কত্ব চলে যাওয়ায়। যদিও টি২০ বিশ্বকাপ জিতে রোহিত ফের প্রমাণ করে দিয়েছেন এমনি এমনি তিনি পাঁচটি আইপিএল জেতাননি মুম্বইকে।
আরও পড়ুন-BCCI AGM- নতুন ফরম্যাট অপছন্দ! আগামী বছরই ফিরছে দলীপের পুরনো নিয়ম! ICCতে প্রতিনিধি কে?
এরই মধ্যে জনপ্রিয় কমিডি শো, ‘দ্য কপিল শর্মার’ শোতে গেছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। শিবম দুবে, সূর্যকুমার যাদবদের এখানেও নেতৃত্ব দেন এখানেও সেই রোহিতই। সেখানেই হিটম্যানকে প্রশ্ন করেন অনুষ্ঠানের অন্যতম মুখ অর্চনা পূরণ সিং। তিনি জানতেন চান ভারত অধিনায়কের থেকে, ভারতীয় দলের ‘গজনি’ কে? (গজনি হল আমির খান ও আসিন অভিনিত এত ছবি, যেখানে আমির খানের মাথায় চোট লাগার পর তিনি সব ভুলে যাচ্ছিলেন)। সেটা শুনে রোহিত শর্মা লাজুক মুখেই স্বীকার করে নেন, এক্ষেত্রে তিনিই গজনি। বাকি সতীর্থরাও তখন হাসতে শুরু করেন।
আরও পড়ুন-IPL 2025- তারকারা যখন জিরো, তখন ওরাই হিরো! শশাঙ্কদের সম্মান দিতেই ম্যাচ ফি-র সিদ্ধান্ত…
সাম্প্রতিক সময় বারবারই রোহিত শর্মার ভুলে যাওয়ার প্রবণতা নিয়ে মজা করতে দেখা যায় অনেককে। কখনও টিম হোটেলে পাসপোর্ট ভুলে গেছে, কখনও ব্যাগ। তো আবার কখনও টসের সময় ফার্স্ট ইলেভেন হওয়া চেঞ্জের নামও ভুলে গেছেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচে তো টসের সময় ব্যাট করনে না বোলিং করবেন, টিম ম্যানেজমেন্টের সঙ্গে তাঁর কি আলোচনা হয়েছিল সেটাও ভুলে গেছিলেন ভারতকে টি২০ বিশ্বকাপ জেতানো অধিনায়ক।