Sourav Ganguly on Virender Sehwag: সুনীল গাভাসকরের পরে ভারতের সেরা ওপেনার কে? এই বিষয় নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এই সময়ে প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগের নাম বললেন সৌরভ। প্রাক্তন সতীর্থের প্রতি উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সৌরভ। অনেকেই জানেন না যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই বীরেন্দ্র সেহওয়াগের ওপেনিং যাত্রা শুরু হয়েছিল। আসলে সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দিয়েছিলেন তাঁর মধ্যে অন্যতম হল বীরেন্দ্র সেহওয়াগকে ওপেনার করা।
সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের মতে সুনীল গাভাসকরের পরে ভারতের সেরা ওপেনার হলেন বীরেন্দ্র সেহওয়াগ। ১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ভারতের হয়ে খেলা সেহওয়াগ ছিলেন ক্রিকেট বিশ্বে অন্যতম নির্ভীক ব্যাটসম্যান। তিনি ১০৪টি টেস্ট ও ২৫১টি ওডিআই খেলেছেন, যেখানে তার রানসংখ্যা যথাক্রমে ৮,৫৮৬ ও ৮,২৭৩। এছাড়া, ১৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তিনি ৩৯৪ রান করেছিলেন। বীরেন্দ্র সেহওয়াগ ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।
আরও পড়ুন… লাহোর স্টেডিয়ামের এনক্লোজার থেকে মুছে ফেলা হবে ইমরান খানের নাম? কী বলছে PCB?
সৌরভ গঙ্গোপাধ্যায় এই মন্তব্য করেছেন ‘দ্য গ্রেটেস্ট রাইভালরি - ইন্ডিয়া বনাম পাকিস্তান’ নামক ডকুমেন্টারি সিরিজের ট্রেলারে। যা ভারত ও পাকিস্তানের ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নির্মিত হয়েছে। ডকুমেন্টারিটি ৭ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে। এই ডকুমেন্টারি সিরিজের ট্রেলারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘সুনীল গাভাসকরের পর সবচেয়ে বড় ওপেনার হলেন বীরেন্দ্র সেহওয়াগ।’
আরও পড়ুন… প্রত্যেকেরই ব্লক করার অপশন থাকে… অভিনেত্রীদের মেসেজ পাঠানো নিয়ে মুখ খুললেন পাক ক্রিকেটার শাদাব খান
ভারতের প্রাক্তন ওপেনার সেহওয়াগ ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই অভিষেক করেন এবং ২০০১ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেন। তিনি টেস্ট ক্রিকেটে ভারতের একমাত্র ব্যাটসম্যান, যিনি দুটি ট্রিপল সেঞ্চুরি করেছেন। সামগ্রিকভাবে, এই কীর্তি গড়েছেন মাত্র চারজন ব্যাটসম্যান। ডন ব্র্যাডম্যান, ক্রিস গেইল ও ব্রায়ান লারার সঙ্গে এই তালিকায় রয়েছেন বীরেন্দ্র সেহওয়াগ।
আরও পড়ুন… Australian Open 2025: নোভাক জকোভিচের চোট নিয়ে প্রশ্ন তুললেন রাফায়েল নাদালের প্রাক্তন কোচ
ডানহাতি এই ব্যাটসম্যান ওডিআই ফর্ম্যাটেও দ্বিশতক করেছেন। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি ২১৯ রান করেন। টেস্ট ক্রিকেটে সেহওয়াগ ২৩টি সেঞ্চুরি ও ৩২টি হাফ-সেঞ্চুরি করেছেন। ২০১০ সালে তিনি ১০টি টেস্টে ১,২৮২ রান করে ছয়টি সেঞ্চুরির মাধ্যমে আইসিসি টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলেন। ওডিআইতে তিনি ১৫টি সেঞ্চুরি ও ৩৮টি হাফ-সেঞ্চুরি করেছেন।
‘নজফগড়ের নবাব’ নামে পরিচিত সেহওয়াগ তার স্বতঃস্ফূর্ত ও আগ্রাসী ব্যাটিংয়ের জন্য প্রতিপক্ষ বোলারদের কাছে একপ্রকার দুঃস্বপ্ন ছিলেন। তার দ্রুত রান তোলার প্রবণতা ও আত্মবিশ্বাস তাকে ব্যতিক্রমী এক ব্যাটসম্যানে পরিণত করেছিল। সব ফর্ম্যাট মিলিয়ে ভারতের হয়ে তিনি ১৬,০০০-এর বেশি রান সংগ্রহ করেছেন। যা তাকে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।