আগেই আইপিএল ২০২৪-এর প্লে অফের টিকিট পাকা করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। এবার তালিকার এক নম্বর জায়গায় থেকে কোয়ালিফায়ারে খেলার সময়। এর মাঝেই চলতি আইপিএল-এর গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে খেলতে নামবে শ্রেয়স অ্যান্ড কোম্পানি। সেই ম্যাচে কি কোনও পরীক্ষা নিরীক্ষা করবে নাইট শিবির? এখন এই প্রশ্নটাই ঘুরছে। তবে দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত জানিয়ে দিয়েছেন যে গ্রুপ লিগে নিজেদের নিয়মরক্ষার ম্যাচে কোনও পরীক্ষা করা হবে না।
আরও পড়ুন… IPL 2024: RCB vs CSK ম্যাচে ধোনিকে কি অন্য ভূমিকায় দেখা যাবে? হঠাৎ কেন নেটে বোলিং অনুশীলন করলেন মাহি
RR ম্যাচে কী KKR-এ কোনও পরিবর্তন বা পরীক্ষা দেখা যাবে-
১১ মে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে শেষ ম্যাচ খেলে ছিল কলকাতা নাইট রাইডার্স। গ্রুপ পর্বে শেষ ম্যাচ গুয়াহাটিতে, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে তারা। ম্যাচটি আগামী রবিবার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে প্র্যাক্টিস করল কেকেআর। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আত্মতুষ্ট হতে নারাজ কেকেআর-এর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। রাজস্থান রয়্যালস ম্যাচ নিয়ে নাইট কোচ বলেছেন, ‘আমরা আত্মতুষ্টিকে কোনও জায়গা দিচ্ছি না। আগেরবারও আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম। তবে গুরুত্বপূর্ণ সময়ে কয়েকটা ম্যাচ হেরে যাই। এবার সেই ম্যাচগুলোই জিতেছি। তাতেই ছবি বদলে গিয়েছে।’
আরও পড়ুন… ভিডিয়ো: IPL 2024-এ RCB vs CSK ম্যাচের আগে কোহলিদের সাজঘরে ধোনি! মাহিকে দেখে কী করল বেঙ্গালুরু শিবির
রাজস্থান ম্যাচ খেলতে শুক্রবার গুয়াহাটি উড়ে যাচ্ছে কেকেআর। ব্যক্তিগত কাজে মুম্বইয়ে থাকায় এদিনের প্র্যাক্টিসে ছিলেন না মেন্টর গৌতম গম্ভীর। বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে সকলের নজর ছিল ফিল সল্টের পরিবর্তের দিকে। সল্টের দিকে কাকে মাঠে নামান হবে সেই দিকেই তাকিয়ে নাইট শিবির।
আরও পড়ুন… UEFA EURO 2024: ২৭ জনের দল ঘোষণা করল জার্মানি, টনি ক্রুস থাকলেও টিমে নেই ম্যাটস হুমেলস
সল্টের পরিবর্ত কে হবেন-
জাতীয় দলের শিবিরে যোগ দিতে দেশে ফিরে গিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার ফিল সল্ট। এখন দেখার সুনীল নারিনের সঙ্গে ওপেনিং জুটিতে কে নামবেন। চলতি মরশুমে নাইটদের ইনিংসের শুরুতেই যে জুটি ঝড় তুলছিল, গ্রুপ পর্বের শেষ ম্যাচে এবং প্লে অফে সেই জুটিকে দেখা যাবে না। এখন প্রশ্ন হল সুনীল নারিনের সঙ্গে তাহলে ওপেন করবে কে? বৃহস্পতিবার সন্ধ্যায় কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বললেন, ‘সল্টের অভাব আমরা টের পাব। তবে হাতে ওর বিকল্প রয়েছে। অনেকেই ওর পরিবর্ত হতে পারে। আপাতত এগিয়ে রয়েছে রহমানউল্লাহ গুরবাজ। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
আরও পড়ুন… বৃষ্টির জন্য একটি দলের পরপর দুই ম্যাচ বাতিল! IPL-এ এটা প্রথম নয়, এর আগেও ঘটেছে এমন ঘটনা
কলকাতা নাইট রাইডার্সের সাজঘরের ছবিটা কেমন-
আফগানিস্তানের তারকা রহমানউল্লাহ গুরবাজ গত মরশুমে কেকেআরের হয়ে ইনিংস ওপেন করেছিলেন। তবে এবার তিনি এখনও পর্যন্ত কোনও ম্যাচে খেলেননি। আন্তর্জাতিক ক্রিকেটে ছন্দে ছিলেন তিনি। প্র্যাক্টিসেও দীর্ঘক্ষণ ব্যাটিং করেন গুরবাজ। তিনি উইকেটকিপার-ব্যাটার হওয়ায় সল্টের আদর্শ বিকল্প হতে পারেন বলে মনে করা হচ্ছে। রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাঁকে ইনিংস ওপেন করতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। কলকাতা নাইট রাইডার্সের সাজঘর নিয়ে কথা বলতে গিয়ে দলের কোচ চন্দ্রকান্ত পন্ডিত আরও বলেন, ‘আমাদের একটি সুখী ড্রেসিং রুম আছে। আমরা একে অপরের সাফল্যের জন্য খুশি। অধিনায়ক শ্রেয়স আইয়ার দুর্দান্ত ছিলেন। আশা করি, নকআউট পর্যায়েও এই ধারা অব্যাহত থাকবে।’