বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরি করে আধিপত্য বিস্তার করছেন ভারতের তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত। শক্তিশালী স্টাইলে টেস্টে প্রত্যাবর্তন করেছেন তিনি। ২০২২ সালের ডিসেম্বরের পরে দীর্ঘতম ফর্ম্যাটে খেলা পন্ত চেন্নাইয়ে প্রথম ইনিংসে ৩৯ রান এবং দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করেছিলেন। ভক্ত ও ক্রিকেট বিশেষজ্ঞরা ২৬ বছর বয়সি এই উইকেটরক্ষকের অনেক প্রশংসা করছেন। এই সময়ে তিনি ধোনির রেকর্ডও স্পর্শ করেছিলেন। অনেকেই তাঁকে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করছেন। এই সময়ে তাঁকে শ্রেষ্ঠ ক্রিকেটারও বলা হচ্ছে।
পন্তের প্রশংসায় দানিশ কানেরিয়া
তবে এর মাঝেই ঋষভ পন্তকে নিয়ে বড় মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া। অধিনায়কত্বের সব উপাদানই ঋষভ প্তের মধ্যে দেখতে পাচ্ছেন তিনি। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বলেছেন কেন পন্তকে ভবিষ্যতে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক করা উচিত। তিনি পন্তের কিছু গুণাবলীর কথাও বর্ণনা করেছেন।
আরও পড়ুন… পাড়ার টিমগুলি পাকিস্তান দলের থেকে ভালো- বাবরদের নিয়ে নিজের হতাশা চাপতে পারলেন না পাক প্রাক্তনী
ঋষভের নেতৃত্ব নিয়ে কী বললেন দানিশ কানেরিয়া-
আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে দানিশ কানেরিয়া বলেছেন, ‘ঋষভ পন্ত টেস্ট দলের অধিনায়কত্ব করতে পারেন। তাঁর মধ্যে অধিনায়কত্বের সব উপাদান রয়েছে। তিনি একজন ভালো নেতা হিসেবে প্রমাণিত হবেন।’ এরপরে কানেরিয়া আরও বলেন, ‘উইকেটরক্ষক হওয়ায় তিনি দলকে নেতৃত্ব দিতে পারেন। তিনি বুদ্ধিমান। তিনি টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড়। পন্ত যে স্টাইলে টেস্ট ক্রিকেট খেলেন তা বিস্ময়কর। তার স্বভাব চমৎকার। তিনি বোলারকে নিযুক্ত রাখেন। আমি মনে করি সে টেস্টে অধিনায়কত্বের জন্য একজন ভালো প্রার্থী হতে পারেন।’
আরও পড়ুন… IND vs BAN: কাদের দেখে নিজেকে অনুপ্রাণিত করেন আকাশ দীপ! রোহিতের নেতৃত্ব নিয়ে কী বললেন?
ভারতীয় দলের নেতৃত্বের দৌড়ে রয়েছেন কারা-
রোহিত শর্মা বর্তমানে ভারতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক। ভারতীয় টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। এই সময়ে বিসিসিআই ভারতীয় দলের পরবর্তী অধিনায়কের কোঁজ চালাচ্ছে। সেই কারণে কখনও রুতুরাজ তো কখনও গিল, সকলকেই দেখে নেওয়া হচ্ছে। এই সময়ে পন্তের অপশান ভারতীয় টিম ম্য়ানেজমেন্টকে ভাবাতে পারে। তারা এখন কী করে সেটাই দেখার।
আরও পড়ুন… কেন সব জায়গায় প্যারিস অলিম্পিক্সের জোড়া পদক নিয়ে যান, ট্রোলারদের জবাব দিলেন মনু ভাকের
গিলের সঙ্গে পন্তের নেতৃত্ব নিয়ে লড়াই দেখা যেতে পারে-
আমরা আপনাকে বলে রাখি যে ঋষভ পন্ত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দেন। ২০২৩ সালের আইপিএলে খেলেননি তিনি। ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে তাঁকে। ঋষভ পন্ত টেস্ট অধিনায়কত্ব পাবেন কি না তা ভবিষ্যতে লুকিয়ে আছে। দেখে মনে হচ্ছে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসি) বর্তমানে শুভমন গিলের হাতে নেতৃত্ব তুলে দিতে চাইছে।
তিন ফর্ম্যাটেই টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক গিল। তার নেতৃত্বে ভারত জিম্বাবোয়ে সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে। যাইহোক, ঋষভ পন্ত পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে ভারতের লাগাম নিয়েছেন, দুটিতে জিতেছেন এবং দুটিতে হেরেছেন। একটি ম্যাচের ফল হয়নি। এই মুহূর্তে ভবিষ্যতের দিকে তাকিয়ে সকলে।