আজ দুবাইয়ে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় ম্যাচটি আয়োজিত হতে চলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ-পর্বের খেলায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই দুই দেশের খেলা মানেই একটা আলাদা মাত্রা যোগ করে থাকে। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে অবশ্যই ম্যাচের ফেভারিট ভারত। আইসিসি ক্রমতালিকায় বিশ্বের ১ নম্বর ওডিআই টিম ভারত। তিন নম্বরে পাকিস্তান। তবে ক্রিকেটে কোনও কিছুই আগে থেকে অনুমান করা সম্ভব নয়। কারণ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল আমরা এখনও ভুলিনি। ওভালে টিম ইন্ডিয়াকে ১৮০ রানে পরাস্ত করে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। সেই আক্ষেপের কিছুটা আজ মেটানোর চেষ্টা করবে রোহিতরা।
আজই সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করবে ভারত?
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ-পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ছয় উইকেটে জয় পেয়েছে ভারত। অর্থাৎ আজকের জয় পেলে সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত করে ফেলবেন রোহিতরা। অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরে বেশ চাপে পাক শিবির। আজকে পাকিস্তানের পরাজয়ের অর্থ, টুর্নামেন্ট থেকে বিদায়। আয়োজক দেশ এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে যা কখনই চাইবে না রিজওয়ানরা।
নজরে অধিনায়ক:
রোহিত শর্মা- চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ জিতে বেশ আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক। নিজেও কিছুটা ছন্দ ফিরে পেয়েছেন। গত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৪১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। ভারতকে যদি ম্যাচ জিততে হয় তবে ওপেনার রোহিতের ব্যাট চলা খুব জরুরি। কারণ একটা ভালো শুরু দলকে বড় রানের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
মহম্মদ রিজওয়ান- নিউজিল্যান্ডের কাছে গ্রুপের প্রথম ম্যাচে হেরে চাপে রয়েছেন অধিনায়ক মহম্মদ রিজওয়ান। ফর্মে থাকলেও শেষ ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে রান করতে পারেননি তিনি। আজকে ভারতের বিরুদ্ধে বড় রান করতে হলে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের অস্তিস্ত্ব বজায় রাখতে হলে তাঁকে ব্যাট হাতে জ্বলে উঠতে হবে।
নজর থাকবে আর যাদের উপর:
শুভমন গিল- শেষ ম্যাচে দুরন্ত শতরান করেছিলেন শুভমন। ১২৯ বলে ১০১ রান করে অপরাজিত ছিলেন তিনি। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজেও দারুন ফর্মে ছিলেন গিল। পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচেও তাঁর ব্যাট থেকে বড় রানের আশা করাই যায়।
হার্দিক পান্ডিয়া- বুমরাহ চোট পেয়ে ছিটকে যাওয়ায় মহম্মদ শামির সঙ্গে ভারতের পেস শক্তিকে নেতৃত্ব দেওয়ার ভার রয়েছে হার্দিকের ওপরও। কারণ দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার তিনি। পাশাপাশি একজন ভালো ফিনিশারও। সেই কারণে আজকের ম্যাচে বাড়তি নজর থাকবে তাঁর উপর।
বাবর আজম- পাকিস্তানের ক্রিকেটের এই তারকার উপর নির্ভর করবে তাদের দলের ভাগ্য। গত ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯০ বলে ৬৪ রান করেছিলেন তিনি। তবে সঠিক সময় রানের গতি না বাড়াতে পারায় সমালোচনা হয়েছে তাঁকে নিয়ে।
শাহিন শাহ আফ্রিদি- এর আগে দুবাইয়ে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলেছিল শাহিন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের আশা বাঁচিয়ে রাখতে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। তাঁর দু’দিকে বল সুইং করার ক্ষমতা ম্যাচের রং বদলাতে পারে।