জেসন গিলেসপির কল উপেক্ষা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড? এমনই বিতর্ক সামনে উঠে আসছে। আসলে কোন কারণে জেসন গিলসপি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোচের পদ ছাড়লেন, সে বিষয়ে নানা জল্পনা চলছে। এই সময়ে নানা খবর ভেসে আসছে। সেই খবর গুলোর মধ্যে অন্যতম হল দুটো কারণ, চলুন দেখে নেওয়া যাক সেগুলো কী কী?
দল থেকে সরে দাঁড়ানোর প্রথম কারণটা কী?
জানা যাচ্ছে গিলসপির পাকিস্তান দলের কোচের পদ ছাড়ার দুটো কারণের মধ্যে প্রথমটি হল, তাঁকে উপেক্ষা করা। বিষয়টি জেনে নেওয়া যাক। দক্ষিণ আফ্রিকায় আসন্ন দুই টেস্টের সিরিজের জন্য জাতীয় দল নির্বাচনে পরামর্শ না করায় পাকিস্তানের টেস্ট দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান জেসন গিলেসপি। ওয়াকিবহাল সূত্র জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কয়েকজন কর্মকর্তা গিলেসপির জন্য অনেক সমস্যা তৈরি করেছিলেন। মাত্র এক মাস আগে গিলেসপিকে সাদা বলের দলগুলোর প্রধান কোচের পদের প্রস্তাব দেওয়া হয়েছিল।
আরও পড়ুন…. IPL-এ দল না পাওয়া তারকা ক্রিকেটাররা PSL-এ খেলতে চাইছেন না! কারণ জানলে অবাক হবেন
গিলেসপির পরামর্শ ছাড়াই দল নির্বাচন করা হত-
সূত্রটি বলেছে যে পাকিস্তান ক্রিকেটের পরিস্থিতি এমন তৈরি হয়েছিল যে প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার গিলেসপিকে দলের সঙ্গে সম্পর্কিত বেশিরভাগ সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছিল। এর পরে, ২০২৬ সালে গিলেসপির চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তার আগে দলের সঙ্গে সম্পর্কিত নানা সিদ্ধান্ত তাঁর পরামর্শ ছাড়াই নেওয়া হচ্ছিল। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য টেস্ট দল ঘোষণা করা হয়েছিল তাঁকে কিছু না জানিয়ে।
আরও পড়ুন…. Ind vs Pak U-19 Live Streaming- কখন, কোথায় ও কীভাবে দেখবেন ক্রিকেটের সবচেয়ে বড় লড়াই
দল ছাড়ার দ্বিতীয় কারণটি কী?
এবার জানা যাক পাকিস্তান দল থেকে সরে দাঁড়ানোর দ্বিতীয় কারণটি কী? সূত্রের তরফ থেকে জানা যাচ্ছে, গিলেসপি অসন্তুষ্ট ছিলেন যে নিলসনের চুক্তি বাড়ানো হয়নি। জানা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সীমিত ওভারের ফর্ম্যাটের কোচ এবং সিনিয়র নির্বাচক আকিব জাভেদের সুপারিশে, গিলেসপির আগে, পাকিস্তান দলের সীমিত ওভারের ফর্ম্যাটের কোচ গ্যারি কার্স্টেন পদত্যাগ করেছিলেন।
আরও পড়ুন…. জেনে বুঝে হেরেছেন গুকেশের প্রতিদ্বন্দ্বী? প্রশ্ন শুনেই তেলেবেগুনে জ্বলে উঠলেন FIDE সভাপতি
পাকিস্তান ক্রিকেটের ছবিটা একই রয়ে গেল-
অধিকার সংক্রান্ত বিষয়ে পিসিবির সঙ্গে মতপার্থক্য উল্লেখ করে পাকিস্তান অস্ট্রেলিয়া সিরিজে যাওয়ার আগে কার্স্টেন তার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। গিলেসপি এবং কার্স্টেন দুজনকেই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই বছরের চুক্তিতে নিয়োগ করা হয়েছিল। এই নিয়োগের মাধ্যমে, পিসিবি পাকিস্তান দলের জন্য একটি নতুন যুগের প্রতিশ্রুতি দিয়েছিল। এখন কার্স্টেন ও গিলসপি দল ছেড়েছেন এবং বর্তমানে দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজেও কোচের দায়িত্ব দেওয়া হয়েছে জাভেদকে। ফলে নতুন যুগ কী ভাবে আসে সেটাই এখন দেখার।