রুতুরাজ গায়কোয়াড়কে ভারতের সীমিত ওভারের দলে না রাখার রহস্যটা এখনও রয়ে গিয়েছে। গায়কোয়াড় সর্বশেষ ভারতের হয়ে জুলাই ২০২৩-এ জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন এবং তার শেষ ওয়ানডে ছিল ২০২৩ সালের ডিসেম্বরে। বিশেষজ্ঞরা মনে করছেন রুতুরাজ দেশের অন্যতম প্রতিশ্রুতিবান ব্যাটসম্যান হিসেবে বিবেচিত হলেও, তিনি নির্বাচকদের পরিকল্পনা থেকে ছিটকে গিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করার পরেও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে তিনি জায়গা পাননি।
কেন সুযোগ পাচ্ছেন না রুতুরাজ? রহস্য ফাঁস করলেন অশ্বিন
প্রতি বার ভারতের স্কোয়াড ঘোষণার সময় যখন রুতুরাজের নাম বাদ পড়ে, সামাজিক মাধ্যমে ভক্তরা এ নিয়ে ব্যাপক আলোচনা করেন। এই প্রসঙ্গে ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, গায়কোয়াড়ের বাদ পড়া তার নিজের বা নির্বাচকদের দোষ নয়। বরং ভারতের ওপেনিং পজিশনে প্রতিযোগিতা এতটাই তীব্র যে তিনি পিছনে পড়ে গিয়েছেন। গায়কওয়াড়ের সরাসরি প্রতিদ্বন্দ্বী হলেন শুভমন গিল ও যশস্বী জসওয়াল। অশ্বিন গায়কেয়াড়ের দুর্দান্ত শতকের কথা স্মরণ করিয়ে দেন, যা তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুহাটিতে ১২৩ রান করে করেছিলেন। তার মতো প্রতিভাবান কেউ যদি সুযোগ না পান, তাহলে ভাবুন নির্বাচকদের কাজটা কতটা কঠিন হয়ে যায়। তাদের সিদ্ধান্ত নিতে কতটা চাপ হয়।
আরও পড়ুন… IND vs ENG 1st T20I: শামিই আজকের ম্যাচের স্টার, দর্শকরা ওঁর জন্য আসবেন, অকপট স্নেহাশিষ
ভারতীয় দলের টপ অর্ডার নিয়ে কী বললেন রবিচন্দ্রন অশ্বিন?
রবিচন্দ্রন অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘ভারতের টপ অর্ডার পূর্ণ হয়েগিয়েছে। এই জায়গায় ওপেনিংয়ে প্রচুর প্রতিদ্বন্দ্বী রয়েছে। রুতুরাজ, যশস্বী, শুভমন গিল... তারা কেউ ওয়ানডে খেলছে, কেউ আবার একদমই নির্বাচকদের ভাবনায় নেই। গায়কোয়াড় তার শেষ টি-টোয়েন্টিতে ১০০ রান করেছিল, ম্যাক্সওয়েলকে ধ্বংস করেছিলেন। কিন্তু এরপরও তাকে সুযোগ দেওয়া হয়নি। কারণ মাত্র দুটি জায়গার জন্য অনেক প্রতিযোগিতা চলছে।’
আরও পড়ুন… IPL-এ রেকর্ড অর্থ পাওয়া পন্তের ভারতীয় একাদশে জায়গা পাওয়া কঠিন, ইঙ্গিত মিলল সূর্যের কথায়
সঞ্জু স্যামসন ‘সিলেবাসের বাইরে’ চলে এলেন
সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা দুর্দান্ত পারফর্ম করছেন, যা গায়কোয়াড়ের জন্য আরও সমস্যা তৈরি করছে। গিল ও যশস্বী তো রয়েছেই, তার ওপর স্যামসন ও অভিষেকও নজর কাড়ছেন। সাম্প্রতিক ফর্মে স্যামসন পাঁচ ইনিংসে তিনটি শতক হাঁকিয়েছেন, আর অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিং সকলকে তাক লাগিয়ে দিচ্ছে। বাঁহাতি এই তরুণ মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টিতেই সেঞ্চুরি করেছেন, তার শেষ তিনটি ইনিংসে রান ৫০, ৩৬ ও ৭৯।
সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মাকে নিয়ে রবিচন্দ্রন অশ্বিন কী বললেন?
রবিচন্দ্রন অশ্বিন যোগ করে বলেছেন, ‘সঞ্জু স্যামসন এই দুটি জায়গার একটি দখল করে নিয়েছে। সে দুটি শতক হাঁকিয়েছে এবং একদম সিলেবাসের বাইরে থেকে এসেছে! একজন নম্বর ৩ ব্যাটসম্যান ওপেনিংয়ে নেমে রান করল এবং নিজের জায়গা পাকা করে নিল। বাকি এক জায়গার জন্য অভিষেক শর্মার ওপর চাপ ছিল। সে জানতো যে গায়কোয়াড়সহ অনেকেই এই জায়গার জন্য লড়াই করছে। কিন্তু সে দারুণ মানসিকতায় ব্যাটিং করেছে। দল থেকে তাকে বার্তা দেওয়া হয়েছিল, ‘আপনি স্বাধীনভাবে খেলুন’, আর অভিষেক সেটাই করে দেখিয়েছে।’