বক্সিং ডে টেস্টে নেই শুভমন গিল! এই খবরে অনেকেই অবাক হয়েছিলেন। সকলের একটাই প্রশ্ন, কেন দলে নেই শুভমন গিল? এবার সেই প্রশ্ন নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের সহকারি কোচ তথা গৌতম গম্ভীরের ডেপুটি অভিষেক নায়ার।
মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচে নামার আগে ভারতীয় দলের পক্ষ থেকে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছিল। অনেকেই মনে করেছিলেন ওয়াশিংটন সুন্দরকে দলে নিতে নীতীশ রেড্ডিকে বাদ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। মনে করা হয়েছিল দলের ব্যাটিং শক্তিকে বাড়ানোর জন্য শুভমন গিল নিজের জায়গা ধরে রাখবেন।
আরও পড়ুন… ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস! প্রথমবার ৪০৭ রান তাড়া করে জয়, নজির গড়ল রিজভির UP
তবে শেষ পর্যন্ত তা হয়নি। ভারতীয় দলের টিম ম্যানেজেন্ট টপ অর্ডার ব্যাটসম্যান শুভমন গিলকে বসিয়ে দেয়। তারা ওয়াশিংটন সুন্দর ও অলরাউন্ডার নীতীশ রেড্ডি দু জনকেই জায়গা করে দেন। এর ফলে শেষ পর্যন্ত শুভমন গিলকে বেঞ্চে বসতে হয়েছিল। এর কারণ ব্যাখ্যা করলেন অভিষেক নায়ার।
শুভমন গিল টিম কম্বিনেশনে ফিট হয়নি – অভিষেক নায়ার
রবিচন্দ্রন অশ্বিনের অবসরের পর, ভারত যখন দুই স্পিনারকে মাঠে নামাতে চেয়েছিল, তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ওয়াশিংটন সুন্দরকে দলে অন্তর্ভুক্ত করা হবে। যাইহোক, শুভমন গিল এই সফরে তেমন কিছু করতে পারেননি এবং সে কারণেই তাঁর জায়গায় ওয়াশিংটনের দলে নিয়ে আসা হয়েছিল।
আরও পড়ুন… সামনে এল ডন ব্র্যাডম্যানের লেখা চিঠি! পন্টিং সহ তিন অজি ক্রিকেটারকে নিয়ে করেছিলেন বড় ভবিষ্যদ্বাণী
অভিষেক নায়ার বলেন, ‘পিচ দেখার পর, আমরা অনুভব করেছি যে ওয়াশিংটন জাদেজাকে সমর্থন করার জন্য উপযুক্ত হবেন। শুভমনের জন্য আমি দুঃখিত, কিন্তু সে এটা বুঝতে পেরেছে। তাকে দল থেকে বাদ দেওয়া হয়নি, শুধু তার জায়গায় খেলতে পারেননি। একাদশে জায়গা করে নিতে পারিনি।’
ম্যানেজমেন্ট নীতিশ রেড্ডির উপর আস্থা বজায় রেখেছে
ভারতীয় টিম ম্যানেজমেন্ট নীতীশকে খুব পছন্দ করে এবং এই কারণেই ম্যানেজমেন্ট তার উপর আস্থা রেখে চলেছে। টি-টোয়েন্টি থেকে সরাসরি অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে অন্তর্ভুক্ত হওয়া নীতীশও উজ্জ্বল ভবিষ্যতের আভাস দেখিয়েছেন। নীতীশ এমন একটা সময়ে লোয়ার অর্ডারে ব্যাটিং সামলাচ্ছেন যখন দল খুব দ্রুত উইকেট হারাচ্ছে।
এখন পর্যন্ত খেলা পাঁচটি ইনিংসে নীতীশ প্রায় ৪৫ গড়ে ১৭৯ রান করেছেন। এই সফরে ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ওপেনার ব্যাটসম্যান যশস্বী জয়সওয়ালও নীতীশের চেয়ে মাত্র ১৪ রান বেশি করেছেন। নীতীশ বোলিংয়েও ভালো পারফর্ম করেছেন, তবে তাঁকে খুব একটা ব্যবহার করা হয়নি। এখন পর্যন্ত ৩২ ওভার বল করে তিনটি উইকেট নিয়েছেন তিনি।