ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার অবসর নিয়ে তীব্র চর্চা চলছে। এবার এই বিষয়ে নিজের মতামত প্রকাশ করেছেন, দক্ষিণ আফ্রিকার গ্রেট ব্যাটসম্যান এবি ডি'ভিলিয়ার্স প্রোটিয়া তারকা বিশ্বাস করেন যে, রোহিত শর্মার এখনই অবসর নেওয়ার কোনও কারণ নেই এবং তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ওডিআই অধিনায়ক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। সম্প্রতি ৩৭ বছর বয়সী রোহিতের নেতৃত্বে ভারত তৃতীয় বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ইতিহাস লিখে ফেলেছে।
সর্বকালের অন্যতম সেরা ওয়ানডে অধিনায়ক হিসেবে রোহিতকে স্মরণ করা হবে
ডি'ভিলিয়ার্স তার ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘অন্যান্য অধিনায়কদের তুলনায় রোহিতের জয়ের শতাংশ দেখুন, এটি প্রায় ৭৪ শতাংশ, যা আগের যে কোনও অধিনায়কের চেয়ে অনেক বেশি। এভাবে চলতে থাকলে ওকে সর্বকালের অন্যতম সেরা ওয়ানডে অধিনায়ক হিসেবে স্মরণ করা হবে।’ রোহিত নিজেও জানিয়ে দিয়েছেন যে, তিনি অবসর নিচ্ছেন না এবং তাঁর অবসর নিয়ে গুজব ছড়ানো বন্ধ করা হোক।
ফাইনালে রোহিতের দুর্দান্ত পারফরম্যান্স
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮৩ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রোহিত শর্মা। তিনি ভারতকে জয়ের লক্ষ্যে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ম্যান অফ দ্য ম্যাচের খেতাব জিতে নেন। ডি'ভিলিয়ার্স বলেছেন, ‘কেন ও অবসর নেবে? শুধু অধিনায়ক হিসেবেই নয়, ব্যাটসম্যান হিসেবেও ওর রেকর্ড চমৎকার। ফাইনালে ও ৭৬ রান করে ভারতকে দারুণ সূচনা দিয়েছে এবং সাফল্যের ভিত গড়ে দিয়েছিল। চূড়ান্ত চাপে থাকার পরেও, ও এগিয়ে গিয়ে দলকে নেতৃত্ব দিয়েছিল।’
আরও পড়ুন: IPL জয়ের পরেও যোগ্য স্বীকৃতি আমি পাইনি… KKR-এর অবহেলা নিয়ে অভিমানী শ্রেয়স
রোহিত নিজের খেলার কৌশল পরিবর্তন করেছেন
রোহিত শর্মার ব্যাটিং এবং অধিনায়কত্বের রেকর্ডের প্রশংসা করে ডি'ভিলিয়ার্স বলেছেন যে, গত তিন বছরে রোহিত ওডিআই ফরম্যাটে তাঁর খেলা পরিবর্তন করে নতুন উচ্চতা স্পর্শ করেছেন। নয় মাসের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। ডি'ভিলিয়ার্সের দাবি, ‘রোহিত শর্মার অবসর নেওয়ার কোনও কারণ নেই। ওকে কোনও ধরনের সমালোচনার সম্মুখীন হতে হবে না। ওর রেকর্ড নিজেই কথা বলে। এছাড়াও, ও ওর খেলায় পরিবর্তন করে নতুন উচ্চতা স্পর্শ করেছে। ’
পাওয়ারপ্লে-তে বদলে গিয়েছে রোহিতের স্ট্রাইক রেট
ডি'ভিলিয়ার্স আরও বলেছেন, ‘পাওয়ারপ্লে-তে যদি আমরা ওর স্ট্রাইক রেট দেখি, ২০২২ সালের আগে এটি একজন ওপেনিং ব্যাটসম্যানের জন্য খুবই কম ছিল। কিন্তু ২০২২ সাল থেকে, প্রথম পাওয়ারপ্লেতে ওর স্ট্রাইক রেট ১১৫-তে পৌঁছে গিয়েছে। এটিই একজন ভালো এবং দুর্দান্ত খেলোয়াড়ের মধ্যে পার্থক্য। নিজের খেলা পরিবর্তন করা এবং এটি আরও ভালো করার চেষ্টা চালিয়ে যাওয়া। সব সময়ে নতুন কিছু শেখার এবং আরও ভালো করার আছে।’ রোহিত শর্মা এখন তাঁর ফিটনেস নিয়ে কাজ করছেন এবং বলা হচ্ছে যে, তাঁর পরবর্তী লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ জেতা।