নাহিদ রানার পাঁচ উইকেটের দৌলতে প্রথম ইনিংসে এগিয়ে গিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৪৬ রানেই গুটিয়ে দিয়েছে তারা। এর ফলে প্রথম ইনিংসে ১৮ রানের লিড নিয়েছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে জ্যামাইকায়। এই ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে।
তৃতীয় দিনের শেষে ২১১ রানের লিড নিল বাংলাদেশ-
তৃতীয় দিনের শেষে এই ম্যাচে চাপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। একই সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে বাংলাদেশ। তবে চতুর্থ দিনের প্রথম সেশনেই সিদ্ধান্ত হবে এই ম্যাচে কোন দল এগিয়ে থাকতে পারবে। বর্তমানে বাংলাদেশের ২১১ রানের লিড নিয়েছে। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস চলছে। তবে এর মধ্যেই দলের পাঁচ উইকেটের পতন হয়েছে।
আরও পড়ুন… ভিডিয়ো: ফুটবল মাঠে ১০০ জনেরও বেশি মৃত্যু! কী কারণে এমনটা ঘটল? শুরু হল তদন্ত
প্রথম ইনিংসে এগিয়ে বাংলাদেশ-
এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তবে প্রথম ইনিংসে ১৬৪ রান করার পর দলটি ভেঙে পড়ে। বিপজ্জনক বোলিং করতে গিয়ে জ্যাডেন সিলস নেন ৪ উইকেট। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দল মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায়। এভাবে বাংলাদেশ ১৮ রানের লিড নিয়েছিল। তবে এমন ফলটা হয়তো তখনও কেউ আশা করেননি। ওয়েস্ট ইন্ডিজ ভালো সূচনা পেলেও ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন নাহিদ রানা।
আরও পড়ুন… টেস্টে ৩৭ বলে ৫০ রান, অবাক করলেন RCB-র নতুন ব্রিটিশ তারকা! কোহলির সঙ্গে খেলতে মুখিয়ে জেকব বেথেল
নাহিদ রানার সেরা পারফরমেন্স-
বাংলাদেশের সবচেয়ে গতিময় পেসার হয়ে উঠছেন নাহিদ রানা। কিছুদিন আগেই তার টেস্ট ক্রিকেটে অভিষেক করেছিলেন। তারপর একের পর এক চমক দেখাচ্ছেন। গতিতে ভড়কে দিচ্ছেন বিপক্ষ দলের ব্যাটারদের। এবার তার গতিতে তছনছ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ। প্রথমবার টেস্টে ম্যাচে ৫ উইকেট শিকার করলেন বাংলাদেশের এই তরুণ পেসার নাহিদ রানা।
আরও পড়ুন… আমাদের পূর্ব পুরুষদের শিকড় ওখানে, বাংলাদেশে সংঘালঘুদের ওপর নিপীড়ন বন্ধ হোক, গর্জে উঠল ইস্টবেঙ্গল
চতুর্থ দিনের শেষ সেশনটা বেশ গুরুত্বপূর্ণ-
এরপর বাংলাদেশের দ্বিতীয় ইনিংস এলে প্রথম ওভারেই ধাক্কা খায় তারা। শেষ পর্যন্ত ছোট ছোট জুটি গড়ে ৪১.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান করে বাংলাদেশ। লিড পৌঁছেছে ২১১ রানে। চতুর্থ দিনের খেলার প্রথম সেশনে বাংলাদেশ দল যদি কোনও ভাবে আরও ১০০ রান যোগ করতে পারে, তাহলে ওয়েস্ট ইন্ডিজের জন্য ৩০০ প্লাস লক্ষ্য হয়ে যাবে। এই রানটা তাড়া করাতাদের জন্য বেশ কঠিন হবে। ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশকে দ্রুত ফেরাতে পারলে ক্যারিবিয়ান দলেরও সামনেও ম্যাচ জেতার সুযোগ থাকবে। তবে লক্ষ্যমাত্রা হতে হবে আড়াইশ'র কম। লক্ষ্য বেশি হলে ওয়েস্ট ইন্ডিজের জন্য কাজটা কঠিন হয়ে যাবে।