ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ান ডে সিরিজে চুনকাম হতে হলেও এক ম্যাচ বাকি থাকতেই পরবর্তী টি-২০ সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ। কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ক্যারিবিয়ানদের সামনে নিতান্ত ছোটখাটো টার্গেট ঝুলিয়ে দেয় বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজকে নিতান্ত কম রানে গুটিয়ে দিয়ে ম্যাচ জেতেন লিটন দাসরা।
সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে মোটে ১২৯ রানে আটকে যায়। আট নম্বরে ব্যাট করতে নেমে দলের হয়ে সব থেকে বেশি ৩৫ রান করেন শামিম হোসেন। ১৭ বলের অপরাজিত ইনিংসে তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন।
২৫ বলে ২৬ রান করেন মেহেদি হাসান মিরাজ। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ২০ বলে ২১ রান করেন জাকের আলি। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। ব্যাট হাতে ফের ব্যর্থ হন ক্যাপ্টেন লিটন দাস। তিনি ১০ বলে ৩ রান করে মাঠ ছাড়েন। সৌম্য সরকার ১১, তানজিদ হাসান ২, রিশাদ হোসেন ৫, মেহেদি হাসান ১১ ও তানজিম হাসান শাকিব অপরাজিত ৯ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে গুড়াকেশ মোতি ২৫ রানে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট দখল করেন আকিল হোসেন, রোস্টন চেস, আলজারি জোসেফ ও ওবেদ ম্য়াককয়। উইকেট পাননি রোমারিও শেফার্ড।
পালটা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৮.৩ ওভারে মাত্র ১০২ রানে অল-আউট হয়ে যায়। ২৭ রানের ব্যবধানে ম্যাচ জিতে ১ ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে তিন ম্যাচের টি-২০ সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।
রোস্টন চেস ক্যারিবিয়ানদের হয়ে সব থেকে বেশি ৩২ রান করেন। ৩৪ বলের সতর্ক ইনিংসে তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। ৩১ বলে ৩১ রান করেন আকিল হোসেন। তিনি ২টি ছক্কা মারেন। ১২ বলে ১৪ রান করেন জনসন চার্সল। ব্র্যান্ডন কিং ৮ রানের যোগদান রাখেন।
খাতা খুলতে পারেননি আন্দ্রে ফ্লেচার, রোমারিও শেফার্ড, গুড়াকেশ মোতি ও আলজারি জোসেফ। বাংলাদেশের হয়ে ১৬ রানে ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। ২টি করে উইকেট নেন মেহেদি হাসান, তানজিম হাসান শাকিব ও রিশাদ হোসেন। ১টি উইকেট নেন হাসান মাহমুদ। ম্যাচের সেরা হন শামিম।