বাংলা নিউজ > ক্রিকেট > WI vs SA 1st Test: অল্পের জন্য বাভুমার সেঞ্চুরি মিস! দ্বিতীয় দিনের শেষে ৩৪৪/৮ তুলল দক্ষিণ আফ্রিকা

WI vs SA 1st Test: অল্পের জন্য বাভুমার সেঞ্চুরি মিস! দ্বিতীয় দিনের শেষে ৩৪৪/৮ তুলল দক্ষিণ আফ্রিকা

দ্বিতীয় দিনের শেষে রানের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা (ছবি:AFP)

দ্বিতীয় দিনে ৩৪৪/৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। এদিন ১ উইকেটে ৪৫ রান নিয়ে দিন শুরু করেন দুই অপরাজিত ব্যাটার জর্জি ও ট্রিস্টান স্টাবস। তবে বেশিক্ষণ সতীর্থকে সঙ্গ দিতে পারেননি স্টাবস। দলীয় ৮৬ রানের সময় আউট হন তিনি (২০)। এরপর তৃতীয় উইকেটে জর্জি-বাভুমা ৫১ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। 

সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। দীর্ঘ ৭ মাস পর আবার টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন তেম্বা বাভুমা। এবার ত্রিনিদাদ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা, আর মাঠে নেমেই দারুণ ব্যাটিং করলেন তিনি। তবে তাঁর এদিনের ইনিংসটা আরও ভালো হতেই পারত, কারণ এদিন মাত্র ১৪ রানের জন্য নিজের শতরান হাতছাড়া করেন বাভুমা। যদি এদিন আর ১৪ রান করতেন তাহলে টেস্ট কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরিটা পেয়ে যেতেন দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়ক।

আরও পড়ুন… Paris Olympics 2024: পাকিস্তানের আরশাদও তো আমার ছেলের মতো- নীরজ চোপড়ার রুপোর পদকে খুশি তাঁর মা

পোর্ট অফ স্পেনের ব্যাটিং স্বর্গে সেঞ্চুরি না পাওয়ার দায়টা অবশ্য তারই। জেডন সিলসের নিরহ এক ফুলটস বলে এলবিডব্লিউ হয়ে ড্রেসিংরুমে ফিরে যান তিনি। এদিনের ম্যাচে প্রথম ইনিংসে সেঞ্চুরিটা পেলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা দ্বিতীয় সেঞ্চুরি পেয়ে যেতেন। ২০২৩ সালের মার্চে ঘরের মাঠ জোহানাসবার্গে কেরিয়ারের সর্বোচ্চ ১৭২ রানের ইনিংস খেলেন তিনি। তার ৭ চার ও ১ ছক্কার ইনিংসটিতে আরেকটি আক্ষেপ লুকিয়ে রয়েছে। আর ৩ রান করলে প্রতিপক্ষের মাঠে কেরিয়ারের সর্বোচ্চ গড়তে পারতেন বাভুমা। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে করা ৮৯ রানের ইনিংসটি হল তেম্বা বাভুমার প্রতিপক্ষের মাঠে করা সর্বোচ্চ রান।

আরও পড়ুন… ভিডিয়ো: এবারে জাতীয় সঙ্গীত বাজেনি তো কী হয়েছে, আগামীতে নিশ্চয়ই এটা হবে- নীরজ চোপড়ার ভবিষ্যতের অঙ্গীকার

এদিনের ম্যাচে বাভুমার মতোই সেঞ্চুরি থেকে বঞ্চিত ছিলেন টনি ডি জর্জিও। ৭৮ রানের মাথায় জোয়েল ওয়ারিকানের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে নিজের বিপদ ডেকে আনেন তিনি। কাভেম হজকে ক্যাচ দিয়ে বসেন টনি ডি জর্জি। সেঞ্চুরি না পেলেও দুজনের ফিফটি দ্বিতীয় দিন শেষে বেশ ভালো অবস্থানে দক্ষিণ আফ্রিকা। ৮ উইকেটে ৩৪৪ রান করেছে তারা। বৃষ্টির কারণে প্রথম দিনে মাত্র ১৫ ওভারের খেলা হয়েছিল।

আরও পড়ুন… ভিনেশ ফোগাটের হয়ে আইনের লড়াইয়ে নামবেন ভারতের প্রখ্যাত আইনজীবী! কখন শুরু হবে শুনানি?

দ্বিতীয় দিনে ১ উইকেটে ৪৫ রান নিয়ে দিন শুরু করেন দুই অপরাজিত ব্যাটার জর্জি ও ট্রিস্টান স্টাবস। তবে বেশিক্ষণ সতীর্থকে সঙ্গ দিতে পারেননি স্টাবস। দলীয় ৮৬ রানের সময় আউট হন তিনি (২০)। এরপর তৃতীয় উইকেটে জর্জি-বাভুমা ৫১ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। তবে জর্জি আউট হওয়ার পর এক প্রান্ত আগলে রেখে দলকে সুবিধাজন অবস্থায় নিয়ে যান বাভুমা।

আরও পড়ুন… ভিডিয়ো: অবসর নেওয়ার পরেই শ্রীজেশের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবদার! বড় দায়িত্ব পাচ্ছেন হকি তারকা

৩৪৪/৮ রানে অবশ্য কাইল ভেরেইনার ৩৯ ও অপরাজিত উইয়ান মুল্ডারের ৩৭ রানের অবদানও কম নয়। মুল্ডারের সঙ্গে ১২ রানে অপরাজিত আছেন কাগিসো রাবাদা। ক্যারিবিয়ানদের হয়ে ৩ উইকেট নিয়েছেন ওয়ারিকান। আর ২টি করে উইকেট নিয়েছেন সিলস ও কেমার রোচ। দারুণ ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহের ভিত গড়ে দিলেন টনি ডি জর্জি ও তেম্বা বাভুমা। তবে শেষ দিকে বাঁহাতি স্পিনে লাগাম টেনে ধরলেন জোমেল ওয়ারিক্যান। দিন শেষে তাই বেশি দূর যেতে পারল না প্রোটিয়ারা।

ক্রিকেট খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল সোমে ২ জেলায় ভারী বৃষ্টি, ৬০ কিমিতে ঝড় হবে কোথায়? বিশ্বকর্মা পুজোয় কমবে বর্ষণ? খড়্গপুরে কখন দাঁড়াবে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত? রইল টাইমটেবিল, আর কোথায়? সোমে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ বাংলায়? সরকারি অফিসে কাজ হবে? রইল ছুটির তালিকা ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.